ইংল্যান্ড সিরিজে ভারতের ৩–১ ব্যবধানে জয় দেখছেন টেন্ডুলকার

আজ শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজএএফপি

এবার ভারতের পক্ষে বাজি ধরা কঠিনই হওয়ার কথা। দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটার। নেই চেতেশ্বর পূজারা, রাহানেরাও। ১৩ বছর পর পূজারা-কোহলি-রোহিত-রাহানে-অশ্বিন ছাড়া টেস্টে নামবে ভারত। মানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে দলটি।

তবু ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে ভারতের জয় দেখছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ইংল্যান্ডে ভারতের শেষ সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবার নেতৃত্বে শুবমান গিল। তাঁর এই দল নিয়ে টেন্ডুলকার আশাবাদী। কিংবদন্তি ভারতের জয় নিয়ে বলেছেন, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি।’

আমার পরামর্শ থাকবে—বাইরের কে কী বলছে, সেসব নিয়ে ভাবার দরকার নেই। শুবমান আক্রমণাত্মক, না রক্ষণাত্মক, না সে যথেষ্ট তৎপর—এসব শুধু মতামত। এসব দলের বাইরে থাকা লোকজনের মতামত।
শচীন টেন্ডুলকার

শচীনের বাজি যেমন ভারতের পক্ষে তেমনি ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার নাসের হুসেইন ও গ্রায়েম সোয়ানেরও বাজি ইংল্যান্ডের পক্ষে। নাসের এই সিরিজে ইংল্যান্ডের ৩-১ ব্যবধানে ও সোয়ান ৪-১ ব্যবধানে জয় দেখছেন।

আরও পড়ুন

পাঁচ টেস্টের এই সিরিজ ভারত খেলবে শুবমান গিলের নেতৃত্বে। মাত্র ২৪ বছর বয়সে ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন গিল। গত ২৪ মে তাঁকে আনুষ্ঠানিকভাবে নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করে বিসিসিআই।

নতুন অধিনায়ক গিলকে পরামর্শ দিয়েছেন টেন্ডুলকার, ‘আমার পরামর্শ থাকবে—বাইরের কে কী বলছে, সেসব নিয়ে ভাবার দরকার নেই। শুবমান আক্রমণাত্মক, না রক্ষণাত্মক, না সে যথেষ্ট তৎপর—এসব শুধু মতামত। এসব দলের বাইরে থাকা লোকজনের মতামত। ওর ভাবার বিষয় হলো, ড্রেসিংরুমে যেটা আলোচনা হয়েছে সেটা মাঠে বাস্তবায়ন হচ্ছে কি না। সিদ্ধান্তগুলো দলের স্বার্থকে সামনে রেখেই নেওয়া হচ্ছে কি না—সেটাই গুরুত্বপূর্ণ।’

অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি।
এক্স/বিসিসিআই

গিলের ব্যাটিং পজিশন নিয়ে টেন্ডুলকার বলেছেন, ‘ভারতের হয়ে খেলা মানেই একধরনের দায়িত্ব। সেটা ৬ বা ৭ নম্বরেও হতে পারে। এমনকি ১১ নম্বরেও কেউ দায়িত্ব পালন করছে। মানুষ বিশ্বাস করে যে গিল এই দায়িত্ব পালন করতে পারবে, এটাও ইতিবাচক ব্যাপার। মনোযোগ ধরে রেখে, সর্বোচ্চ নিবেদন দিয়ে ওকে নিজের মতো করে খেলতে হবে। আমার বিশ্বাস ও এই সিরিজে দারুণ কিছু করবে।’
আজ লিডসের হেডিংলিতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এরপর সিরিজের বাকি চারটি ম্যাচ হবে বার্মিংহাম, লর্ডস, ম্যানচেস্টার এবং ওভালে।

আরও পড়ুন