বেশি ডানহাতিতে ‘গাজন নষ্ট’ হায়দরাবাদের

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপে ডানহাতির ছড়াছড়িছবি: টুইটার

আইপিএলের নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। প্রথম দুই ম্যাচেই হেরেছে ২০১৬–এর চ্যাম্পিয়নরা। ফ্র্যাঞ্চাইজি দলটির প্রধান কোচ ব্রায়ান লারার মতে, অল্প সময়ের মধ্যে একাধিক ব্যাটসম্যান আউট হওয়ার কারণেই এমন ভোগান্তি হায়দরাবাদের। হেরে যাওয়া দুই ম্যাচের স্কোরকার্ডও তেমনই বলছে।

তবে সানরাইজার্সের সাবেক প্রধান কোচ টম মুডির চোখে হায়দরাবাদের আরেকটি দুর্বলতাও ধরা পড়েছে। সেটি হচ্ছে ব্যাটিংয়ে ডানহাতি খেলোয়াড়ের আধিক্য। শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হায়দরাবাদের যে ১০ জন ব্যাটিংয়ে নেমেছেন, তাঁদের মধ্যে বাঁহাতি ছিলেন মাত্র একজন। ছয়ে নামা ওয়াশিংটন সুন্দর ছাড়া সবাই ডানহাতি ব্যাটসম্যান হওয়ায় লক্ষ্ণৌর স্পিনারদের কাছে ভুগতে হয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার মুডি।

আরও পড়ুন

বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া, লেগস্পিনার অমিত মিশ্র আর রবি বিষ্ণয়দের লাগাতার স্টাম্প থেকে বেরিয়ে যাওয়া বলে খেই হারিয়েছেন এইডেন মার্করাম, হ্যারি ব্রুকরা। লক্ষ্ণৌয়ের তিন স্পিনার মিলে ১২ ওভারে ৬৪ রান দিয়ে নেন ৬ উইকেট। হায়দরাবাদের ইনিংস গুটিয়ে যায় ১২১ রানে।

প্রথম দুই ম্যাচেই হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ
ছবি: টুইটার

২০১৬–এর শিরোপাজয়ী কোচ মুডির মতে ডানহাতি ব্যাটসম্যান বেশি হওয়ায় ব্যাটিংয়ে ভুগছে হায়দরাবাদ। ক্রিকইনফোর টি–টোয়েন্টি ‘টাইম আউট’ অনুষ্ঠানে অংশ নিয়ে অস্ট্রেলিয়ান এই কোচ বলেন, ‘যেটা আমাকে বেশি বিরক্ত করেছে, ওরা ডানহাতিতে ভরা দল নিয়ে নিলাম শেষ করেছে। গতবার বাঁহাতি নিকোলাস পুরান ছিল, ওকে ছেড়ে দিয়েছে। এর বদলে এমন একজনকে এনেছে, যার জন্য ৩০ শতাংশ বেশি খরচ করতে হয়েছে, আবার সে ডানহাতিও (হ্যারি ব্রুক)।’

আরও পড়ুন

প্রথম ম্যাচে ওয়াশিংটনের সঙ্গে ছিলেন আরেক বাঁহাতি অভিষেক শর্মা। দ্বিতীয় ম্যাচে তাঁকেও বসিয়ে দিয়ে ডানহাতি আনমলপ্রিত সিংকে একাদশে রাখা হয়। এভাবে একজন বাদে পুরো ব্যাটিং লাইনআপ ডানহাতিময় হয়ে যাওয়ায় খেসারত দিতে হবে বলে মন্তব্য মুডির, ‘এই ম্যাচে অভিষেক শর্মাকেও খেলানো হলো না। এ ধরনের ব্যাটিং লাইনআপ নিয়ে ধীরগতির টার্নিং উইকেটে খেলতে নামলে ভুগতে হবে।’

আরও পড়ুন