মাস না পেরোতেই আবারও শতকের রেকর্ডে রোহিতের পাশে ম্যাক্সওয়েল

রেকর্ড পঞ্চম শতকের পর গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেএএফপি

গত নভেম্বরে ভারতের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে রোহিত শর্মাকে ছুঁয়ে ফেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেরই তখন ছিল চারটি করে শতক। এরপর গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যান ভারত অধিনায়ক রোহিত। এক মাস না পেরোতেই আবার রোহিতকে ছুঁয়ে ফেললেন ম্যাক্সওয়েল।

অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ ম্যাক্সওয়েল খেলেছেন ৫৫ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘ম্যাড ম্যাক্সের’ এটি পঞ্চম শতক। চারে নেমে খেলা এ ইনিংসে ১২টি চারের সঙ্গে ৬টি ছক্কা মেরেছেন ম্যাক্সওয়েল। ২৫ বলেই অর্ধশতক পূর্ণ করেন ম্যাক্সওয়েল। শতক করতে লাগে ৫০ বল।

সে ইনিংসে ভর করে সিরিজে টানা দ্বিতীয়বার ২০০ পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া, আগের ম্যাচে ২১৩ রানের পর এবার স্বাগতিকেরা ৪ উইকেটে তুলেছে ২৪১ রান। সর্বশেষ ৩ ইনিংসে ম্যাক্সওয়েলের এটি দ্বিতীয় শতক। কদিন আগে এক পানশালায় রহস্যজনকভাবে অসুস্থ হয়ে যিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

পাঁচটি শতক করতে রোহিতের লেগেছে ১৪৩ ইনিংস। ম্যাক্সওয়েলের লাগল ৯৪ ইনিংস। তালিকায় এরপর থাকা ভারতের সূর্যকুমার যাদব অবশ্য ৪টি শতক করেছেন মাত্র ৫৭ ইনিংসে। চেক প্রজাতন্ত্রের সাবাউন ডাজিভি আবার ৩টি শতক করেছেন ৩১টি ইনিংস খেলেই।

আরও পড়ুন

অবশ্য ম্যাক্সওয়েল একটা জায়গায় সবার চেয়ে এগিয়ে। তাঁর পাঁচটি শতকের চারটিই এসেছে চার বা এর পরে নেমে। এত পরে নেমে এতগুলো শতক নেই আর কারও। এ তালিকায় তাঁর পরে থাকা সূর্যকুমারের আছে ৩টি শতক।

চার বা এর পরে নেমে সর্বোচ্চ শতক

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দশম শতক। ম্যাক্সওয়েল ছাড়া একাধিক শতক আছে মাত্র একজনের—অ্যারন ফিঞ্চ (২)।

আরও পড়ুন