অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিগারের ভরসা মারুফা

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশ নারী দলের পেসার মারুফা আক্তারছবি: এএফপি

ব্যাটিংয়ে যেমন, বোলিংয়েও তেমন। পরশু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ শুরুর পর খেই হারিয়েছে বাংলাদেশ। আর তাতে আশা জাগিয়েও ২০ ওভারের বিশ্বকাপে টানা হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি বাংলাদেশ। সেই ম্যাচে শেষ হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে আগামীকাল আবার মাঠে নামতে হচ্ছে নিগার সুলতানার দলকে। এবার প্রতিপক্ষ মেয়েদের ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া।

পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে কালই কেপটাউন থেকে গেবেখায় (সাবেক পোর্ট এলিজাবেথ) গেছে বাংলাদেশ নারী দল। বিমানবন্দর থেকেই সরাসরি ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে যেতে হয়েছে অধিনায়ক নিগারকে। সেখানে আগের ম্যাচের হার, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি, দলের তরুণ পেসার মারুফাকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

কোনো রান দেওয়ার আগেই ৩ উইকেট নিয়েছিলেন মারুফা
ছবি: এএফপি

নিগার জানালেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ভুলগুলো নিয়ে বিশদ আলোচনা করার সময়ই পাননি তাঁরা, ‘আলোচনার সময় আসলেই পাওয়া যায়নি। তবে ম্যাচের পর একটা প্রিভিউ মিটিং হয়েছে। কী কী বিষয় নিয়ে কাজ করতে হবে আর পরের ম্যাচে ভালো খেলতে হলে কী করতে হবে, তা নিয়েই আলোচনা করেছি। আমাদের ওসব নিয়েই কাজ করতে হবে। অস্ট্রেলিয়াকে নিয়ে কোচের অবশ্যই ভালো পরিকল্পনা আছে।’

আরও পড়ুন
মারুফাকে নিয়ে বলব সে অবিশ্বাস্য ছিল। সে এখনো ছোট, অসাধারণ মেধাবী। আর সে যেভাবে সে বল করেছে, তাতে পুরো বিশ্বই বিস্মিত হয়েছে। আশা করছি, সে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচের মতোই বল করবে।
নিগার সুলতানা, অধিনায়ক, বাংলাদেশ নারী দল

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও নিউল্যান্ডসে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে কালই টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষিক্ত মারুফা রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন। বোলিংয়ে এসে প্রথম ৮ বলে কোনো রান না দিয়ে তো ৩ উইকেট তুলে নিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন লঙ্কানদের।

নিগারের বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করবেন ১৯ বছর বয়সী মারুফা, ‘আমার মনে হয় (শ্রীলঙ্কা ম্যাচের) উইকেটটা পেসারদের জন্য খুব ভালো ছিল। জাহানারা প্রথম স্পেলে খুব ভালো বল করেছে। আর মারুফাকে নিয়ে বলব সে অবিশ্বাস্য ছিল। সে এখনো ছোট, অসাধারণ মেধাবী। আর সে যেভাবে সে বল করেছে, তাতে পুরো বিশ্বই বিস্মিত হয়েছে। আশা করছি, সে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচের মতোই বল করবে।’

আরও পড়ুন