২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ–ইংল্যান্ড ওয়ানডে ম্যাচ

মিরপুরে টিকিটপ্রত্যাশীদের এমন ভিড় প্রায়ই দেখা যায়প্রথম আলো ফাইল ছবি

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে ম্যাচ। বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী মঙ্গলবার থেকে টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে নির্দিষ্ট বুথে। তবে অনলাইনে টিকিট বিক্রির কোনো ব্যবস্থা নেই।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব স্ট্যান্ডের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১ হাজার টাকায়।

বুধবার সিরিজের প্রথম ওয়ানডে, দ্বিতীয় ম্যাচটি হবে শুক্রবার। সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামে কীভাবে ও কোথায় টিকিট পাওয়া যাবে, সেটা এখনো জানায়নি বিসিবি।

মিরপুর শেরেবাংলার গ্যালারিতে দর্শকরা
ফাইল ছবি

প্রায় ৭ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। ২০১৬ সালে ইংলিশদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা আর কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারেননি।

আরও পড়ুন