অবিশ্বাস্য ধসের পর নিশ্চিত হারের পথে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে প্রথম বলে আউট হয়েছেন লিটন দাসপ্রথম আলো
তৃতীয় দিন শেষে: বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৪৭/৫

তৃতীয় দিনের শুরু থেকেই সিলেট টেস্টের উইকেট রীতিমতো ব্যাটিং–স্বর্গ। পুরোনো বলে তো না–ই, নতুন বলেও বাংলাদেশ দলের বোলাররা বিশেষ কিছু করতে পারেননি। এই সুযোগে প্রথম ইনিংসে শতক করা দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস তিন অঙ্কের ইনিংস খেললেন দ্বিতীয় ইনিংসেও। আর তাতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

কিন্তু সেই একই কন্ডিশনে, একই উইকেটে আজ শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আরও একবার বাজেভাবে ব্যর্থ হলেন। প্রথম ইনিংসে ৫৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৭ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। বাংলাদেশ দিন শেষ করেছে ৫ উইকেটে ৪৭ রানে। দিন শেষ হওয়ার আগে মুমিনুল হক ৭ এবং তাইজুল ইসলাম খেলছিলেন ৬ রানে অপরাজিত থেকে।

অবিশ্বাস্য ধসের শুরুটা হয় ওপেনার মাহমুদুল হাসানকে দিয়ে, সেটাও ইনিংসের প্রথম ওভারে। বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডোর ফুল লেংথের বলে লেগের দিকে খেলতে গিয়ে এলবিডব্লু হন এই তরুণ ওপেনার। মাহমুদুল রিভিউ নিলেও কোনো লাভ হয়নি, ০ রানেই ড্রেসিংরুমে ফিরতে হয় তাঁকে। ১২ ম্যাচের ক্যারিয়ারে এটি তাঁর ষষ্ঠ শূন্য।

বাংলাদেশের জন্য উইকেটের পেছনে এমন আক্রমণাত্মক ফিল্ডিংই সাজিয়েছে শ্রীলঙ্কা
প্রথম আলো

পরের ওভারে অবিশ্বাস্য এক শটে উইকেট বিলিয়ে দিয়ে আসেন অধিনায়ক নাজমুল হোসেন। কাসুন রাজিতার অফ স্টাম্পের অনেক বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচআউট হন নাজমুল। ৫ বলে ১ বাউন্ডারিতে ৬ রান করা নাজমুল চাইলে বলটা ছেড়েও দিতে পারতেন।

আরও পড়ুন

৯ রানে দুই টপ অর্ডার ব্যাটসম্যানের বিদায়ের পর আরেক ওপেনার জাকির হাসান ও মুমিনুল হক জুটি গড়ার চেষ্টা করেন। তবে লঙ্কান পেসার লাহিরু কুমারা তা হতে দেননি। অষ্টম ওভারে কুমারার রাউন্ড দ্য উইকেট থেকে আসা বলে ব্যাট ছুঁইয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন জাকির। ২২ বলে তিনি করেন ১৯ রান।

পরের ওভারেই ফার্নান্ডোর বলে মেন্ডিসের হাতে ক্যাচ দেন শাহাদাত হোসেন। তাঁর ইনিংসও থেমেছে ০ রানেই। এরপর যা হয়েছে, তা পুরোপুরিই অবিশ্বাস্য। শাহাদাত আউট হওয়ার পরের বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে আড়াআড়ি ব্যাটে খেলে কাভারে ক্যাচ তোলেন লিটন দাস। ০ রানে লিটনের বিদায়ের পর দিনের বাকি সময়টা অবিচ্ছিন্ন থেকে পার করেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম।

অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল–তাইজুল
প্রথম আলো

টেস্টের এখনো দুই দিন বাকি। ম্যাচ জিততে বাকি ৫ উইকেটে বাংলাদেশকে করতে হবে ৪৬৩ রান। এমন সমীকরণ সামনে রেখে এটা বলেই দেওয়া যায় যে সিলেট টেস্টে এখন নিশ্চিত হারের দিকেই যাচ্ছে বাংলাদেশ দল।

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৮০ ও ১১০.৪ ওভারে ৪১৮ (মাদুস্কা ১০, করুনারত্নে ৫২, কুশল ৩, ম্যাথুস ২২, চান্ডিমাল ০, ধনাঞ্জয়া ১০৮, বিশ্ব ৪, কামিন্দু ১৬৪, জয়াসুরিয়া ২৫, কুমারা ০, রাজিতা ৪; শরীফুল ১/৭৫, খালেদ ১/৪৬, রানা ২/১২৮, তাইজুল ২/৭৫, মিরাজ ৪/৭৪, নাজমুল ০/৫)

বাংলাদেশ: ১৮৮ ও ১৩ ওভারে ৪৭/৫ (মাহমুদুল ০, জাকির ১৯, নাজমুল ৬, মুমিনুল ৭*, শাহাদাত ০, লিটন ০, তাইজুল ৬*; বিশ্ব ৩/১৩, রাজিতা ১/১৯, কুমারা ১/৬)।

* (তৃতীয় দিন শেষে)