টেস্টে বাংলাদেশের বড় জুটিই মানে মুশফিক ও গলে আরও যত রেকর্ড

মুশফিক–নাজমুলের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি, দুজনেরই সেঞ্চুরি—গল টেস্টের প্রথম দিনটা ছাপ ফেলেছে রেকর্ড বইয়ের অনেক পাতাতেই।

১০৫ রান করার পথে নাজমুল হোসেনকে নিয়ে চতুর্থ উইকেটে ২৪৭ রান যোগ করেছেন মুশফিকুর রহিমএএফপি

মুশফিক-নাজমুলের ২৪৭ রানের জুটি

• টেস্টে চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ২৬৬, ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক-মুমিনুলের।
• টেস্টে যেকোনো উইকেটেই বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ৩৫৯, ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক-সাকিবের।
• শ্রীলঙ্কায় বাংলাদেশের এর চেয়ে বড় জুটি আছে আর একটিই। ২০১৩ সালে গলে পঞ্চম উইকেটে মুশফিক-আশরাফুলের ২৬৭।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ছয়টি জুটির পাঁচটিতেই আছে মুশফিকুর রহিমের নাম। শুধু দ্বিতীয় সর্বোচ্চ ৩১২ রানের জুটিতেই ছিলেন না মুশফিক।
আরও পড়ুন
১৮
টেস্টে ১৮তম বার বাংলাদেশের একাধিক ব্যাটসম্যান একই ইনিংসে সেঞ্চুরি পেলেন। এর ছয়বারই শ্রীলঙ্কার বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষেও ছয়বার একাধিক ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন।
১২-৬
মুশফিকের ১২তম ও নাজমুলের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের সেঞ্চুরিয়ানদের মধ্যে শীর্ষ পাঁচে উঠে এসেছেন নাজমুল।
২০০০
বাংলাদেশের দশম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন নাজমুল। ১১১ রানের প্রয়োজন নিয়ে গল টেস্টটা শুরু করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম দিন শেষে তাঁর রান ২০২৫।