ছক্কার রেকর্ডে ভারতকে জেতালেন অভিষেক শর্মা

ছক্কা–বর্ষণ ঘটিয়েছেন অভিষেক শর্মাএএফপি

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ভারতের লক্ষ্যটা ছোটই ছিল। ২০ ওভারে করতে হতো ১৩৩ রান, ওভারপ্রতি সাড়ে ছয়ের মতো। কিন্তু স্বল্প এই রান তাড়া করতে নেমে ছক্কা-বর্ষণই করলেন অভিষেক শর্মা।

২৪ বছর বয়সী এই ওপেনার ছক্কা-বর্ষণে গড়লেন রান তাড়ায় ভারতের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সেই সঙ্গে ভারতও ইংল্যান্ডকে হারিয়েছে সবচেয়ে বেশি বল হাতে রেখে। ইডেন গার্ডেনে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারত জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

ওপেনিং করতে নামা অভিষেক দল জিতিয়ে মাঠ ছেড়েছেন ৩৪ বলে ৭৯ রান নিয়ে। ২০ বলে ফিফটিতে পৌঁছানো ইনিংসটিতে ৫টি চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন অভিষেক। ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে রান তাড়ায় এটিই সর্বোচ্চ।

৮টি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা
এএফপি

এর আগে সর্বোচ্চ ৬টি ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিসহ ৬ জন। রান তাড়ায় সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড অবশ্য বেশ দূরে। সেটি ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে এস্তোনিয়ার সাহিল চৌহানের ১৮ ছক্কা (১৪৪ অপরাজিত)।

আরও পড়ুন

আজ অভিষেকের ৭৯ রানের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আরেক ওপেনার সঞ্জু স্যামসনের ২৬। ভারত ম্যাচ জিতেছে ১২.৫ ওভারে। ৪৩ বল হাতে রেখে পাওয়া জয়টি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড়। এর আগে ২০১২ সালে পুনেতে ১৫৮ রান তাড়ায় ১৩ বল বাকি থাকতে জিতেছিল ভারত।

৪৩ বল হাতে রেখে জিতেছে ভারত
এএফপি

ইংল্যান্ডের রান কম হয়ে যাওয়ার কারণ অধিনায়ক জস বাটলার ছাড়া আর কেউ রান করতে পারেননি। তিনে নামা বাটলার ৪৪ বলেন ৬৮। অন্যদের মধ্যে হ্যারি ব্রুক (১৭) ও জফরা আর্চার (১২) ছাড়া অন্যরা দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।

আরও পড়ুন