সবচেয়ে কম ওভারে ৫ উইকেট নেওয়ার রেকর্ড বার্লের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের স্মারক হিসেবে বলটা দেখাচ্ছেন বার্লছবি: এএফপি

‘সিরিজ শেষে যেন আঠা দিয়ে জুতো সারতে না হয়, সেজন্য আমরা কি কোনো স্পনসর পেতে পারি’—গত বছর ২২ মে এই টুইট করেছিলেন জিম্বাবুয়ের লেগ স্পিনার রায়ান বার্ল।

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মাঝখানের এই ১৫ মাসে বার্লও নিজেকে গড়ে তুলেছেন জিম্বাবুয়ের অপরিহার্য ক্রিকেটার হিসেবে।

এই তো গত আগস্টেই হারারেতে ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশের নাসুম আহমেদের ওভারে ৩৪ রান নিয়ে জিম্বাবুয়েকে টি–টোয়েন্টি সিরিজ জিতিয়েছিলেন। আর আজ টাউন্সভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে গড়েছেন আরও বড় কীর্তি। ওয়ানডেতে কোনো ম্যাচে সবচেয়ে কম ওভার বল করে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন জিম্বাবুয়ের এই লেগস্পিনারের।

আরও পড়ুন

তিন ম্যাচের সিরিজ আগেই জিতে নেওয়া অস্ট্রেলিয়া আজ তৃতীয় ম্যাচে বড় ধাক্কাই হজম করেছে। আর সেই ধাক্কাটা দিয়েছেন বার্ল। আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৪১ রানে অলআউট করে দেওয়ার পথে বার্লের বোলিং ফিগার দেখুন ৩–০–১০–৫!

ম্যাচের ২৭তম ওভারে আক্রমণে আসেন বার্ল। অস্ট্রেলিয়া তার আগেই ৫ উইকেটে ১২৮ রান তুলে খানিকটা চাপে ছিল। তবে উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার থাকায় তেমন চিন্তাও ছিল না স্বাগতিকদের। দেখেশুনে খেললে স্কোরটা জিম্বাবুয়ের নাগালের বাইরে নিয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু ২৭তম ওভারে শেষ তিন বলের ব্যবধানে ম্যাক্সওয়েল ও অ্যাশটন অ্যাগারকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে অশুভ ইঙ্গিত দেন বার্ল।

উইকেট নেওয়ার পর সতীর্থদের অভিনন্দনে সিক্ত বার্ল
ছবি: এএফপি

নিজের পরের ওভারে শেষ বলে ওয়ার্নারকেও তুলে নেন বার্ল। এরপর ৩১তম ওভারে (বার্লের তৃতীয় ওভার) শেষ চার বলের মধ্যে নেন আরও ২ উইকেট। এবার তাঁর শিকার মিচেল স্টার্ক ও অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান জস হ্যাজলউড। মোট ১৮ বলের ব্যবধানে নেন ৫ উইকেট!

ওয়ানডেতে সবচেয়ে কম বলের মধ্যে ৫ উইকেট নেওয়ার রেকর্ড শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাসের। ২০০৩ বিশ্বকাপে পিটারমারিজবার্গে বাংলাদেশের বিপক্ষে ১৬ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছিলেন ভাস। অর্থাৎ, এই সংস্করণে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় বার্ল।

আরও পড়ুন

ওয়ানডেতে বার্লের আগে সবচেয়ে কম ওভার বল করে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি দখলে রেখেছিলেন কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৮৬ সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ৪.৩ ওভারে ৫ উইকেট নেন। সে ম্যাচে তাঁর বোলিং ফিগার ৪.৩–৩–১–৫!

ওয়ানডেতে সবচেয়ে কম রানে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও এ ম্যাচেই গড়েছিলেন ওয়ালশ। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৪.৪ ওভারে মাত্র ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের পেসার স্টুয়ার্ট বিনি। সেটি আবার ওয়ানডেতে সবচেয়ে কম ওভারে ৬ উইকেট নেওয়ার রেকর্ড।

এই ম্যাচে জিম্বাবুয়ের হয়ে আরও একটি রেকর্ড গড়েছেন বার্ল। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনার এখন জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার। এর আগে সর্বোচ্চ ৪ উইকেট নিতে পেরেছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও পরবর্তী সময়ে কোচিংয়ে নেমে পড়া সাবেক পেসার ডানকান ফ্লেচার। ১৯৮৩ সালে অস্ট্রেলিয়া–জিম্বাবুয়ে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট পান ফ্লেচার।

বার্ল শুধু বল হাতেই জিম্বাবুয়ের জয়ে ভূমিকা রাখেননি। শেষ দিকে ১৭ বলে গুরুত্বপূর্ণ ১১ রানের ইনিংসও খেলেন। হাতে ৫ উইকেট রেখে ১৮.৪ ওভারে ২৭ রান প্রয়োজন—এমন সমীকরণের মধ্যে ব্যাটিংয়ে নেমে দলকে জয় থেকে ৫ রানের দূরত্বে রেখে আউট হন।

ম্যাচসেরা হওয়ার পর বলেছেন, ‘ব্যাটিংয়ে ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। নিজে ১০ থেকে ২০ রান করে দায়িত্বটা পালন করেছি। টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়াকে হারানোর চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারে না।’