সতীর্থ আমির এখন প্রতিপক্ষ, কীভাবে সামলাবেন বাবর

পিএসএলে মোহাম্মদ আমিরের মুখোমুখি হবেন বাবর আজমছবি: টুইটার

কাল শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। পাকিস্তানের সবচেয়ে জমজমাট টি–টোয়েন্টি টুর্নামেন্টে এত দিন সতীর্থ ছিলেন বাবর আজম ও মোহাম্মদ আমির। আগের সাত আসরে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০২০ সালে দলটিকে শিরোপা জেতাতেও দুজন রেখেছেন বড় অবদান।

আরও পড়ুন

তবে এ বছর বাবর–আমির খেলবেন আলাদা দলে। করাচি ছেড়ে বাবর যে যোগ দিয়েছেন পেশোয়ার জালমিতে। আজই আবার পুরোনো দল করাচির বিপক্ষে পেশোয়ারকে নেতৃত্ব দেবেন বাবর। এবার তাঁকে সামলাতে হবে আমিরকেও।
তা সাবেক ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে খেলতে নামার আগে বাবরের মনে কী চলছে?

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জানিয়েছেন, ম্যাচ নিয়ে বিন্দুমাত্র চাপ অনুভব করছেন না তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ২৮ বছর বয়সী তারকা বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতা পিএসএলের জন্য সব সময়ই দারুণ ব্যাপার। আমার কোনো চাপ নেই। সবকিছু সহজভাবে ভাবি। প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তা করি না। মানসম্পন্ন খেলা হয় বলেই অনেক বিদেশি এই লিগ খেলতে আসে।’

আরও পড়ুন
আরও পড়ুন

বছরের শুরু থেকে দারুণ ছন্দে আছেন আমির। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন এই পেসার। পিএসএল খেলতে বাংলাদেশ ছাড়ার আগে ১১ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। আজ সেই আমিরকে সামলাতে হবে বাবরের।

এ ব্যাপারে পেশোয়ার অধিনায়ক জানিয়েছেন, তিনি তাঁর স্বাভাবিক খেলাটাই খেলবেন, ‘শুধু করাচি নয়, সব দলেই ভালো মানের স্থানীয় বোলার আছে। যেকোনো মানসম্পন্ন বোলারকে খেলার সময় আমি ব্যাটিংয়ের মৌলিক বিষয়গুলোতে অটল থাকি। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না।’