শোয়েব মালিকের ভাতিজার টেস্ট অভিষেক হচ্ছে কাল

মোহাম্মদ হুরাইরাইনস্টাগ্রাম

আলোচনায় আছেন অনেক দিন ধরেই। সেটা দুইভাবে। ২০২১ সালে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার (১৯) হিসেবে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে। অন্যটি পাকিস্তান কিংবদন্তি শোয়েব মালিকের ভাতিজা (সৎভাইয়ের ছেলে) বলে।

আলোচনায় থাকলেও এত দিন সুযোগ মিলছিল না মোহাম্মদ হুরাইরার। পাকিস্তান ওপেনার সাইম আইয়ুবের চোটে সেই সুযোগ মিলেছে এই ওপেনারের। মুলতানে আগামীকাল শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে হুরাইরার।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত মুখ হুরাইরা। খেলেছেন ৪৪টি ম্যাচ। ৮ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে গড়টা প্রায় ৫০—৪৮.৯৫। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসেও ফিফটি করেছেন। এর আগেও টেস্ট দলে ডাক পেয়েছিলেন হুরাইরা। সুযোগ মেলেনি। কাল সে অপেক্ষা শেষ হচ্ছে।

টেস্ট অভিষেক হতে যাচ্ছে হুরাইরার
ইনস্টাগ্রাম

পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে মুলতান টেস্টে। কেপটাউন টেস্টে পাকিস্তান খেলেছিল ৪ পেসার নিয়ে, মুলতানে যে পেসারদের সংখ্যা নেমে এসেছে ১ জনে। একাদশে রাখা হয়েছে তিন স্পিনার—সাজিদ খান, নোমান আলী ও আবরার আহমেদকে। বোঝাই যাচ্ছে, ইংল্যান্ড সিরিজের মতো স্পিন দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চাইছে পাকিস্তান।

আরও পড়ুন

১৮ বছরের বেশি সময় পর পাকিস্তানে টেস্ট খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলেছে ২০০৬ সালের নভেম্বরে। ঐতিহাসিক এই টেস্টে পাকিস্তানের নেতৃত্ব দেবেন যথারীতি শান মাসুদ। পাকিস্তানের ব্যাটিং বিভাগে কোনো পরিবর্তন আসেনি।

সিরিজের দ্বিতীয় টেস্টও হবে মুলতানে, ২৫ জানুয়ারি শুরু।

পাকিস্তান ক্রিকেট দল:
শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ হুরাইরা, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, সাজিদ খান, নোমান আলী, আবরার আহমেদ, খুররম শেহজাদ

আরও পড়ুন