হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস নিয়ে বাবর-পিসিবির যে প্রতিক্রিয়া

পাকিস্তান অধিনায়ক বাবর আজমছবি: আইসিসি

পাকিস্তানের ক্রিকেটের ‘সার্কাস’ যেন শেষ হওয়ার নয়। একটার পর একটা বিতর্ক লেগেই থাকে। এখন সেখানে চলছে বাবর আজমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস নিয়ে নাটক। যেটা স্থানীয় একটি টেলিভিশনে ফাঁস করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জাকা আশরাফ।

গত শনিবার পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ বলেছিলেন, ভারত থেকে বাবর আজম পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফকে ফোন করলেও তা ধরেননি তিনি। বাবর এরপর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও তার কোনো উত্তর দেননি জাকা আশরাফ।

আরও পড়ুন
পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ
ছবি: এএফপি

পিসিবিপ্রধান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন, বাবর তাঁকে ফোনই করেননি, বার্তাও পাঠাননি। বিষয়টি প্রমাণ করতে বাবরের সঙ্গে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের সঙ্গে হোয়াটসঅ্যাপ বার্তার একটা অংশ টেলিভিশনটির সাংবাদিককে সরবরাহ করেন জাকা আশরাফ।

সালমান নাসের সেখানে বাবরকে জিজ্ঞেস করেন, তিনি পিসিবি চেয়ারম্যানকে ফোন করেছিলেন কি না। তার উত্তরে বাবর বলেন, তিনি ফোনও করেননি, বার্তাও পাঠাননি। পরে দুজনের সেই বার্তা টেলিভিশনটির স্ক্রিনেও দেখানো হয়।

আরও পড়ুন
বিশ্বকাপে ইনিংস বড় করতে না পারাতেই বাবর বেশি সমালোচিত হচ্ছেন
ছবি : আইসিসি

এ নিয়ে শুরু সমালোচনা। সেই অনুষ্ঠানে থাকা পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী তখনই প্রশ্ন করেন, বার্তাগুলো বাবরের অনুমতি নিয়ে দেখানো হয়েছে কি না। সেই সময় অনুষ্ঠানের উপস্থাপক বলেন, পিসিবি চেয়ারম্যান বার্তাগুলো টিভিতে দেখাতে বলেছেন।

বিষয়টি নিয়ে এত দিন পর প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি। ক্রিকেট বিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো পিসিবিকে উদ্ধৃত করেছে এভাবে, ‘কী দেখাবে আর কী দেখাবে না, এটা টেলিভিশন চ্যানেলটির নীতি-নির্ধারণী বিষয়।’

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এভাবে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করায় অসন্তোষ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আরও পড়ুন