নতুন চ্যালেঞ্জের জন্য দোয়া চেয়ে চেন্নাইয়ের পথে মোস্তাফিজ

বিমানবন্দরে মোস্তাফিজুর রহমান
ফেসবুক/মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে খেলা নতুন কোনো খবর নয়। ২০১৬ সাল থেকেই বাংলাদেশের বাঁহাতি পেসার মোটামুটি নিয়মিত বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। ২০১৯ ও ২০২০ সাল ছাড়া সর্বশেষ আট আইপিএলের ছয়টিতেই ছিলেন মোস্তাফিজ। সেই মোস্তাফিজ এবারের আইপিএলে খেলবেন নতুন দল চেন্নাই সুপার কিংসে। নতুন দলের হয়ে খেলতে আজ চেন্নাই রওনা হয়েছেন মোস্তাফিজ।

আজ সকালে বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চেন্নাই রওনা হওয়ার খবর নিজেই দিয়েছেন। বিমানবন্দরে অপেক্ষারত অবস্থার একটি ছবি দিয়ে ২৮ বছর বয়সী বোলার লিখেছেন, ‘আমি রোমাঞ্চিত, নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে আছি। ২০২৪ আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। দোয়া করবেন, আমি যেন নিজের সেরাটা দিতে পারি।’

এই লেখার সঙ্গে #WhistlePodu ও #Yellove এই দুটি হ্যাশট্যাগও দিয়েছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসকে উৎসাহ ও সমর্থন দিতেই হ্যাশট্যাগ দুটি ব্যবহার করা হয়।

আরও পড়ুন

নতুন কাজে মোস্তাফিজ কতটা সফল হবেন, কে জানে! তবে জাতীয় দলের দায়িত্ব পালন করতে এবার মাঝপথেই আইপিএল ছেড়ে আবার দেশে ফিরতে হবে তাঁকে। আগামী মাসের শেষ দিকে যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

২০১৬ সালে আইপিএল অভিষেকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ খেলেছেন মোস্তাফিজ
বিসিসিআই

আইপিএল ক্যারিয়ারের শুরুটা ঝলমলেই ছিল মোস্তাফিজের। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ক্রিকেট–বিশ্বকে কাঁপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তাঁর। পরের বছরের আইপিএলেই তাঁকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম মৌসুমে ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নেওয়ার পথে ওভারপ্রতি মাত্র ৬.৯০ রান দিয়েছিলেন মোস্তাফিজ। তাঁর বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল হায়দরাবাদের শিরোপা জয়ে। ২০১৬ আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছিল তাঁর হাতে।

সেই মোস্তাফিজ ২০১৭ সালে হায়দরাবাদের হয়ে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পান। সে মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা আর হায়দরাবাদের দলীয় সমন্বয়ের কারণে মোস্তাফিজ একটির বেশি ম্যাচ খেলতে পারেননি।

আরও পড়ুন

২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানস কিনে নেয় তাঁকে। সেবার মুম্বাইয়ের হয়ে সাত ম্যাচে ৭টি উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। এরপর টানা দুই মৌসুমে আইপিএলে ছিলেন না বাংলাদেশের পেসার। সেই মোস্তাফিজ ২০২১ সালে আইপিএলে ফেরেন রাজস্থান রয়্যালসের হয়ে। মৌসুমটা খারাপ কাটেনি তাঁর। ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। এক বছর পর আবার দল পরিবর্তন। ২০২২ ও ২০২৩ সালে মোস্তাফিজ খেললেন দিল্লি ক্যাপিটালসে। প্রথম মৌসুমে ৮ ম্যাচে ৮ উইকেট পেলেও ২০২৩ সালে মাত্র ২টি ম্যাচই খেলার সুযোগ পান, আর সেই দুই ম্যাচের পারফরম্যান্সও ছিল ভুলে যাওয়ার মতো। ৭ ওভারে ৭৯ রান দিয়ে যে মাত্র ১টি উইকেট পেয়েছিলেন।

সেই মোস্তাফিজের এবার নতুন ঠিকানা চেন্নাই। আইপিএল ইতিহাসের পাঁচবারের চ্যাম্পিয়নদের জার্সিতে কি ভাগ্য ফিরবে কাটার মাস্টারের? উত্তরটা জানতে খুব বেশি আর অপেক্ষা করতে হবে না। ২২ মার্চ থেকেই শুরু হচ্ছে এবারের আইপিএল। আর প্রথম দিনই মাঠে নামবে মোস্তাফিজের চেন্নাই।