অস্ট্রেলিয়া দলে কোন্দল? কামিন্সের দাবি, ‘একদমই না’

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সএএফপি

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমেও সম্ভবত জন্ম হয়েছে অন্য এক ‘প্রতিপক্ষের’। নাম তার ‘কোন্দল’? গুঞ্জন চলছে, অস্ট্রেলিয়া দল দুটি ভাগে বিভক্ত। ব্যাটসম্যান বনাম বোলার!

গুঞ্জনের উৎসটা আগে বলা যাক। পার্থ টেস্টের ফল এতক্ষণে আপনার জানা। ভারতের কাছে ২৯৫ রানে হেরেছে প্যাট কামিন্সের দল। ৫৩৪ রান তাড়া করতে নেমে আজ চতুর্থ দিনে অস্ট্রেলিয়া ২৩৮ রানে অলআউট হওয়ার আগে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ১২ রানে। এই টেস্টে কী হতে যাচ্ছে, সেটা তখনই অনেকে আন্দাজ করে নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে এই ধস নিয়ে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পেসার জশ হ্যাজলউড। তাঁর উত্তর থেকেই অস্ট্রেলিয়া দলে কোন্দলের ধোঁয়া শুঁকে নিয়েছে সংবাদমাধ্যম।

আরও পড়ুন

সেখানে এক প্রশ্নের উত্তরে হ্যাজলউড বলেছিলেন, ‘এই প্রশ্ন আপনাকে দলের কোনো ব্যাটারকে করতে হবে। আমি এখন একটু ফুরফুরে মেজাজে আছি, ফিজিওর সহায়তা নিয়ে একটু শুশ্রূষা নিতে চাই। এখন পরবর্তী টেস্ট নিয়ে ভাবছি, দেখছি (ভারতের) ব্যাটারদের বিপক্ষে কী করা যায়।’

হ্যাজলউড এরপর বলেছেন, ‘আমার মনে হয়, যা করা দরকার ব্যাটাররা, সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছে। তারা (আজ) সকালে নেটে নামবে এবং প্রথম ইনিংসে যা ঘটেছে, সেসব নিয়ে নিজেদের মধ্যে কথা বলবে এবং সেটা যেন না হয়, কীভাবে উন্নতি করা যায়, সেই চেষ্টা করবে।’

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড
এএফপি

অস্ট্রেলিয়ার হারের পর আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক প্যাট কামিন্সকে। কোন্দলের যে গুঞ্জন চলছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। কামিন্স গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘না, একদমই না। (দলীয়) বন্ধনটা খুব দৃঢ়। এটা আমার খেলা সবচেয়ে দৃঢ় বন্ধনের দলগুলোর একটি। একসঙ্গে ক্রিকেট খেলাটা আমরা সত্যিই উপভোগ করি। গত কয়েক বছর আমরা অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছি। এটাই মূল দল। তাই কোনো সমস্যা নেই। সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো।’

আরও পড়ুন

তবে হ্যাজলউডের কথাকে কিন্তু ভালোভাবে নিতে পারেননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। অস্ট্রেলিয়ান পেসার ব্যাটসম্যানদের থেকে নিজেকে এভাবে আলাদা করে ফেলবেন, তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভনের। ফক্স ক্রিকেটকে বলেছেন, ‘স্বীকার করতেই হবে, আমি স্তব্ধ হয়ে গিয়েছি। জশ হ্যাজলউড গ্রেট বোলার, অসাধারণ সতীর্থ। কখনো শুনিনি, কোনো অস্ট্রেলিয়ান সবার সামনে দল নিয়ে এভাবে ব্যাটসম্যান ও বোলারদের আলাদা করেছেন। ১১ জনই ব্যাটার। এটা কখনো পাল্টাবে না। সব খেলোয়াড়কেই ব্যাট করতে হবে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন
এএফপি

তৃতীয় দিনের খেলা শেষে ফক্স ক্রিকেটকে ভন আরও বলেছিলেন, ‘টেস্ট ম্যাচে এখনো হাতে দুই দিন বাকি। অনেক লম্বা পথ। এই ম্যাচ থেকে কিছু তুলে নেওয়ার বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনেও। কিন্তু এই ম্যাচ শেষ হওয়ার আগেই সবার সামনে একজন খেলোয়াড় বলছেন, ‘আমি পরের ম্যাচ নিয়ে ভাবছি। সবার সামনে এভাবে কখনো কোনো অস্ট্রেলিয়ানকে আমি এমন কথা বলতে শুনিনি। বিশ্বজুড়ে কোনো খেলোয়াড়কেই নয়, বিশেষ করে অস্ট্রেলিয়ান।’

ফক্স ক্রিকেটের বিশ্লেষক হিসেবে ভনের সঙ্গে কাজ করা অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, ‘(হ্যাজলউডের কথায়) এটার মাধ্যমে দলে সম্ভাব্য বিভক্তির ইঙ্গিত পাওয়া যায়। জানি না সত্যিই তা হয়েছে কি না। সম্ভবত এটা নিয়ে বেশি ভাবছি।’

আরও পড়ুন