সম্প্রচার শেষ ১৬ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ

বাংলাদেশ–আফগানিস্তান: আফগানদের হারিয়ে সুপার ফোরের দৌড়ে টিকে রইল বাংলাদেশ

১৯: ০২ , সেপ্টেম্বর ১৬

গ্রুপ বি পয়েন্ট তালিকা

১৮: ২৯ , সেপ্টেম্বর ১৬

৮ রানে জিতল বাংলাদেশ

৮ রানে জিতেছে বাংলাদেশ, ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ
এএফপি

বাঁচামরার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারে সুপার ফোরে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মোস্তাফিজের করা শেষ ওভারের শেষ বলে নুর আহমেদ নুরুল হাসানের হাতে ক্যাচ দিতেই শেষ ম্যাচ। ১৪৬ রানে অলআউট আফগানিস্তান।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল বাংলাদেশ। আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে উঠল বাংলাদেশ। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কার নেট রাট রেট ‍+১.৫৪৬, বাংলাদেশের –০.২৭০।

এই শ্রীলঙ্কার হাতেই অবশ্য বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবিকাঠি। বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতে গেলে আফগানরা উঠে যাবে সুপার ফোরে।

সে ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটের হিসাবে। শ্রীলঙ্কা এই হিসাবে এগিয়ে আছে আপাতত। শ্রীলঙ্কা শেষ ম্যাচে পরে ব্যাট করে ৭০–৭৫ রানে হেরে গেলে অথবা শ্রীলঙ্কার রান আফগানরা ১১–১২ ওভারে মধ্যে পেরিয়ে গেলেই সে ক্ষেত্রে শ্রীলঙ্কার ওপরে থাকবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (তানজিদ ৫২, সাইফ ৩০, হৃদয় ২৬, জাকের ১২*, নুরুল ১২*, শামীম ১১; নুর ২/২৩, রশিদ ২/২৬)।
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০, রশিদ ২০, নাইব ১৬; মোস্তাফিজ ৩/২৮, নাসুম ২/১১, রশিদ ২/১৮, তাসকিন ২/৩৪)।
ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাসুম আহমেদ।
১৮: ২০ , সেপ্টেম্বর ১৬

রশিদকে ফেরালেন মোস্তাফিজ

আফগানিস্তান: ১৯ ওভারে ১৩৩/৯

গলার কাঁটা হয়ে থাকা রশিদ খানকে ফেরালেন মোস্তাফিজুর রহমান। ১৯তম ওভারের প্রথম বলে চার মারা আফগান অধিনায়ককে পরের বলে শর্ট থার্ড ম্যানে তাসকিনের ক্যাচ বানিয়েছেন মোস্তাফিজ। পরের বলেও আল্লাহ গজনফরকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে নবম উইকেট এনে দিয়েছেন মোস্তাফিজ। হ্যাটট্রিক অবশ্য পাননি বাংলাদেশের বাঁহাতি পেসার।

শেষ ওভারে ২২ রান দরকার আফগানিস্তানের।

১৮: ১৬ , সেপ্টেম্বর ১৬

করিম জানাত রানআউট

আফগানিস্তান: ১৮ ওভারে ১২৮/৭

নাসুম আহমেদের করা ১৮তম ওভারের প্রথম বলে কাভার ফিল্ডারের কাছে বল পাঠিয়ে ১ রান নিতে দৌড় শুরু করেন করিম জানাত। নন স্ট্রাইকার রশিদ খান দাঁড়িয়ে ছিলেন নিজের জায়গায়। জানান ফিরতে গিয়েও পারেননি হয়েছেন রানআউট। ১২৪ রানে সপ্তম উইকেট হারাল আফগানিস্তান। ওভারে রান উঠেছে ৪টি।

১২ বলে ২৭ রান দরকার আফগানিস্তানের।

১৮: ১২ , সেপ্টেম্বর ১৬

১৮ বলে ৩১ রান দরকার আফগানিস্তানের

আফগানিস্তান: ১৭ ওভারে ১২৪/৬

১৭তম ওভারের প্রথম বলে ‘নো লুক ছক্কা’ মেরে দেন রশিদ খান। মোস্তাফিজের করা ওভারের চতুর্থ বলে চার মেরেছেন আফগান অধিনায়ক। ওভারে রান উঠেছে ১৪টি।

১৮ বলে ৩১ রান দরকার আফগানিস্তানের।

১৮: ০৬ , সেপ্টেম্বর ১৬

ওমরজাইকে ফিরিয়ে তাসকিনের প্রতিশোধ

আফগানিস্তান: ১৬ ওভারে ১১০/৬

আগের বলেই বিশাল এক ছক্কা মেরেছিলেন আজমতউল্লাহ ওমরজাই। পরের বলেই তাঁকে ফেরালেন তাসকিন আহমেদ। আরেকটি ছক্কা মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইফ হাসানের ক্যাচ হয়েছেন ওমরজাই। ১০৯ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের। ১৬ বলে ৩০ রান করেছেন আফগান অলরাউন্ডার।

ওভার শেষে ৪ ওভারে ৪৫ রান দরকার আফগানিস্তানের।

১৮: ০২ , সেপ্টেম্বর ১৬

শেষ ৫ ওভারে ৫৩ রান দরকার আফগানিস্তানের

আফগানিস্তান: ১৫ ওভারে ১০২/৫

১৫তম ওভারে ৫ রান দিয়ে বোলিং কোটা পূর্ণ করেছেন রিশাদ হোসেন। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।

১৭: ৫৮ , সেপ্টেম্বর ১৬

সাইফের ১ ওভারে ২০ রান ওমরজাইয়ের

আফগানিস্তান: ১৪ ওভারে ৯৭/৫

প্রথম বলে চার, পরের ৩ বলে ২ ছক্কা—সাইফ হাসানের করা ১৪তম ওভারে তাণ্ডবই চালিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ওভারে শেষ দুই বলে দুই দুই করে ৪ রান নিয়েছেন আফগান অলরাউন্ডার।

শেষ ৬ ওভারে ৫৮ রান দরকার আফগানদের।

১৭: ৫২ , সেপ্টেম্বর ১৬

মোহাম্মদ নবীকে ফেরালেন মোস্তাফিজ

আফগানিস্তান: ১৩ ওভারে ৭৭/৫

মোহাম্মদ নবীকে বোল্ড করে বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দিলেন মোস্তাফিজুর রহমান। ১৩তম ওভারের শেষ বলে উইকেটটি পেয়েছেন বাংলাদেশর বাঁহািতি পেসার। ১৫ বলে ১৫ রান করেছেন নবী। উইকেটে এসেছেন করিম জানাত।

১৭: ৪৭ , সেপ্টেম্বর ১৬

৮ ওভারে ৮১ রান দরকার আফগানিস্তানের

আফগানিস্তান: ১২ ওভারে ৭৫/৪

সাইফ হাসানের করা ১২তম ওভারে ১১ রান তুলেছে আফগানিস্তান। চতুর্থ বলে ছক্কা মেরেছেন মোহাম্মদ নবী। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে নবীর এটি ১১১তম ছক্কা, বাংলাদেশের বিপক্ষে ১১তম।

১৭: ৪০ , সেপ্টেম্বর ১৬

রিশাদের আরেকটি উইকেট, আরও বিপদে আফগানিস্তান

২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন
এসিসি

আফগানিস্তান: ১১ ওভারে ৬৪/৪

গুলবদিন নাইবকে ফেরানো রিশাদ হোসেন এবার পেলেন রহমানউল্লাহ গুরবাজের উইকেট। প্যাডেল সুইপ করে ছক্কা মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জাকের আলীর হাতে ক্যাচ দিলেন গুরবাজ। ১০.২ ওভারে আফগানিস্তানের স্কোর ৬২/৪। ৩১ বলে ৩৫ রান করেছেন আফগান ওপেনার।

১৭: ৩৭ , সেপ্টেম্বর ১৬

১০ ওভারে আফিগানিস্তানের ৬১

প্রথম ১০ ওভারে বাংলাদেশ করেছিল ১ উইকেটে ৮৭ রান। আফগানরা ৩ উইকেট হারিয়ে করেছে ৬১ রান। শেষ ১০ ওভারে দলটিকে করতে হবে ৯৪ রান। রহমানউল্লাহ গুরবাজ ৩০ বলে ৩৫ ও মোহাম্মদ নবী ৪ বলে ২ রান করে ব্যাট করছিলেন।

১৭: ২৯ , সেপ্টেম্বর ১৬

গুলবদিনকে ফেরালেন রিশাদ, আফগানিস্তান ৫১/৩

আফগানিস্তান: ৯ ওভারে ৫৩/৩

ফিরতি ক্যাচ নিয়ে গুলবদিন নাইবকে ফেরালেন রিশাদ হোসেন। ৫১ রানে ৩ উইকেট হারাল আফগানিস্তান। ১৪ বলে ১৬ রান করেছেন সাবেক আফগান অধিনায়ক।

১৭: ১৭ , সেপ্টেম্বর ১৬

পাওয়ার প্লেতে ২৭ রান দিয়েছে বাংলাদেশ

পাওয়ারে প্লেতে মাত্র ২৭ রান দিয়েছে বাংলাদেশ, তুলে নিয়েছে ২ উইকেট। বাংলাদেশ পাওয়ার প্লেতে তুলেছিল ৫৯ রান।

১৭: ০৬ , সেপ্টেম্বর ১৬

নাসুমের বলে এলবিডব্লু জাদরান

আবার নাসুমের আঘাত, এবার তাঁর শিকার ইব্রাহিম জাদরান। এলবিডব্লুর ফাঁদে পড়েছেন নাসুম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

১৭: ০৪ , সেপ্টেম্বর ১৬

চড়াও হচ্ছেন গুরবাজ–জাদরান

আফগানিস্তান: ৪ ওভারে ১৮/১

আরেকটি দারুণ ওভার করেছেন নাসুম আহমেদ। আফগান ইনিংসের তৃতীয় ওভারে নাসুম দিয়েছেন ৫ রান। তবে তাসকিনের ওভারে চড়াও হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনই একটি করে চার মেরেছেন। এই ওভার থেকে এল ১০ রান।

১৬: ৫৫ , সেপ্টেম্বর ১৬

তাসকিনের বলে ‘জীবন’ পেলেন জাদরান

আফগানিস্তান: ২ ওভারে ৩/১

আরেক প্রান্ত থেকে বোলিংয়ে এসেছেন একাদশে ফেরা তাসকিন আহমেদ। দুটি ওয়াইড বল করলেও তাসকিনের ওভার থেকে এসেছেন মাত্র ৩ রান। উইকেটও পেতে পারতেন তাসকিন। কিন্তু তাঁর ওভারের শেষ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ফসকালেন রিশাদ হোসেন। ‘জীবন’ পেলেন ইব্রাহিম জাদরান।

১৬: ৪৬ , সেপ্টেম্বর ১৬

প্রথম বলেই বাংলাদেশকে উইকেট উপহার দিলেন নাসুম

আফগানিস্তান: ১ ওভারে ০/১

রান তাড়ায় প্রথম বলেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। সেদিকউল্লাহ আতালকে এলবিডব্লু করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। রিভিউ নেওয়ার চিন্তাও করতে পারেনি আফগানরা। প্রথম ওভারে কোনো রান দেননি নাসুম।

১৬: ২৫ , সেপ্টেম্বর ১৬

আফগানদের ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

শেষ ওভারে ৯ রান করতে পেরেছে বাংলাদেশ। তাতে ইনিংস শেষ হলো ৫ উইকেটে ১৫৪ রান তুলে। ১৩তম ওভারে তানজিদের বিদায়ের পর শেষ ৭.১ ওভারে মাত্র ৫০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। যদিও এ সময়ে মাত্র ২ উইকেটই হারিয়েছে বাংলাদেশ। জাকের আলী ১৩ বলে ১২ ও নুরুল হাসান ৬ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ এর আগে একবারই আফগানদের এর চেয়ে বেশি লক্ষ্য দিতে পেরেছে। ২০২২ সালে মিরপুরে সেই ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৯৪ রানে হেরেছিল আফগানিস্তান।

বাংলাদেশের জন্য সুখবর, উইকেট মন্থর হয়ে এসেছে।

আফগান অধিনায়ক রশিদ খানের মন খারাপ
এএফপি

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (তানজিদ ৫২, সাইফ ৩০, হৃদয় ২৬, জাকের ১২*, নুরুল ১২*, শামীম ১১; নুর ২/২৩, রশিদ ২/২৬)।
১৬: ১৩ , সেপ্টেম্বর ১৬

২৬ রান করে হৃদয়ের বিদায়

বাংলাদেশ: ১৯ ওভারে ১৪৫/৫

ওমরজাইয়ের করা ১৯তম ওভারের প্রথম বলে ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ হয়েছেন ২০ বলে ২৬ রান করা তাওহিদ হৃদয়। ১৩৯ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ। উইকেট এসেই প্রথম বলে চার মেরেছেন নুরুল হাসান।

১৬: ১১ , সেপ্টেম্বর ১৬

বাংলাদেশ ১৮ ওভারে ১৩৯/৪

সর্বশেষ ৫ ওভারে ৩৫ রান তুলতে পেরেছে বাংলাদেশ। জাকের আলী ১০ ও তাওহিদ হৃদয় ২৬ রানে ব্যাট করছিলেন।

১৫: ৫৯ , সেপ্টেম্বর ১৬

চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ: ১৬ ওভারে ১২৪/৪

রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না শামীম হোসেন। ১৬তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশের ব্যাটসম্যানকে এলবিডব্লু করেছেন রশিদ খান। ১১ বলে ১১ রান করেছেন শামীম। ১২১ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেছেন জাকের আলী।

৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে বোলিং কোটা পূর্ণ করলেন আফগান অধিনায়ক রশিদ।

১৫: ৫৩ , সেপ্টেম্বর ১৬

শেষ ৫ ওভারে কত করবে বাংলাদেশ

বাংলাদেশ: ১৫ ওভারে ১১৯/৩

বাঁচামরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৫ ওভারে ৩ উইকেটে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। শেষ ৫ ওভারে কত রান তুলত পারবে বাংলাদেশ, প্রশ্ন সেটিই।

১৫: ৪৫ , সেপ্টেম্বর ১৬

ফিফটি করেই বিদায় তানজিদের

বাংলাদেশ: ১৪ ওভারে ১১৪/৩।

১২তম ওভারে ফিফটি পাওয়া তানজিদ আউট হয়েছেন পরের ওভারেই আর মাত্র ২ রান যোগ করেই। নুর আহমেদকে ছক্কা মারতে গিয়ে লং অফে ইব্রাহিম জাদরানের ক্যাচ হয়েছেন ৩১ বলে ৫২ রান করা তানজিদ। ১০৪ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। এরপর উইকেটে এসেছেন শামীম হোসেন।

২০২৫ সালে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তানজিদ হাসানের ফিফটি। এই সংস্করণে এক পঞ্জিকাবর্ষে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের যৌথ রেকর্ড। ২০২২ ও এ বছরই চারবার ৫০ ছাড়িয়েছেন লিটন দাসও।
১৫: ৪২ , সেপ্টেম্বর ১৬

তানজিদের ফিফটি

ছক্কা মারছেন তানজিদ হাসান
বিসিবি

বাংলাদেশ: ১২ ওভারে ৯৫/২

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সপ্তম ফিফটি পেয়েছেন তানজিদ হাসান। ১২তম ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে এই মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের ওপেনার। ২৮ বলে ফিফটি পেলেন তানজিদ। এ বছর এটি তানজিদের চতুর্থ ফিফটি।

১৫: ৩৩ , সেপ্টেম্বর ১৬

লিটনের বিদায়, দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ: ১১ ওভারে ৯০/২

নিজের প্রথম বলেই বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে ফেরালেন আফগান বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। রিভিউ নিয়ে লিটনকে এলবিডব্লু করলেন নুর। ৮৭ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। ১১ বলে ৯ রান করে বিদায় নিলেন লিটন। তাতে সাকিব আল হাসানকে টপকে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার অপেক্ষা বাড়ল লিটনের। বাংলাদেশ হয়ে টি–টোয়েন্টিতে লিটনের রান ২৫৩৩, সাকিবের ২৫৫১।

লিটনের পর ব্যাটিংয়ে নেমেছেন তাওহিদ হৃদয়।

১৫: ২৬ , সেপ্টেম্বর ১৬

২০২৫ সালেই সবচেয়ে বেশি ছক্কা মেরেছে বাংলাদেশ

বাংলাদেশ: ১০ ওভারে ৮৭/১

তানজিদ ইনিংসের তৃতীয় ছক্কাটি মেরেছেন ১০ম ওভারে মোহাম্মদ নবীতে। ২০২৫ সালে এটি বাংলাদেশের রেকর্ড ১২৩তম ছক্কা। গত বছর ১২২ ছক্কা মেরে আগের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। গতবারের চেয়ে ৬ ম্যাচ কম খেলেই রেকর্ডটা গড়ল বাংলাদেশ।

তানজিদ ২২ বলে ৪৭ ও লিটন ১০ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন।

আরও পড়ুন
১৫: ১৯ , সেপ্টেম্বর ১৬

তানজিদের ছক্কার রেকর্ড, রেকর্ড বাংলাদেশেরও

এখন পর্যন্ত ২টি ছক্কা মেরেছেন তানজিদ হাসান। যার প্রথমটি মেরেই এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটা নিজের করে নিয়েছেন তানজিদ। ২০২৫ সালে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২৫টি ছক্কা তানজিদের। এ বছরই ২৩টি ছক্কা নিয়ে দুইয়ে পারভেজ হোসেন।

১২২

তানজিদের দ্বিতীয় ছক্কাটি এ বছর এই সংস্করণে বাংলাদেশের ১২২তম ছক্কা। ২০২৪ সালেও বাংলাদেশ ১২২টি ছক্কা মেরেছিল। আর একটি ছক্কা হলেই এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের নতুন রেকর্ড হয়ে যাবে।
১৫: ১৪ , সেপ্টেম্বর ১৬

রশিদ এসেই ফেরালেন সাইফকে

বাংলাদেশ: ৮ ওভারে ৬৯/১

পাওয়ার প্লে শেষ হতেই বল হাতে নিয়েছেন রশিদ খান। আফগান অধিনায়ক চতুর্থ বলেই পেয়ে গেছেন উইকেট, বোল্ড করেছেন সাইফ হাসানকে। বাংলাদেশ প্রথম উইকেট হারাল ৬৩ রানে। স্লগ করতে গিয়ে লাইন মিস করেছেন ২৮ বলে ৩০ রান করা সাইফ। ব্যাটিংয়ে নেমেছেন অধিনায়ক লিটন দাস।

১৫: ০৮ , সেপ্টেম্বর ১৬

১২ ম্যাচের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি

উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করেছেন সাইফ হাসান ও তানজিদ হাসান
এএফপি

সব দল মিলিয়েই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১২ম্যাচের মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ। ১ জুন লাহোরে পাকিস্তানের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে তানজিদ–পারভেজ ১১০ রান যোগ করার পর আজই প্রথম ফিফটি এলো বাংলাদেশের উদ্বোধনী জুটিতে। গজনফরের করা ষষ্ঠ ওভারে এসেছে ১৯ রান। দুটি ছক্কা মেরেছেন তানজিদ।

পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশের স্কোর ৫৯/০।

১৪: ৫৪ , সেপ্টেম্বর ১৬

প্রথম ছক্কা সাইফ হাসানের

বাংলাদেশ: ৪ ওভারে ৩২/০

চতুর্থ ওভারে প্রথম ছক্কাটি পেয়েছে বাংলাদেশ। আফগান স্পিনার আল্লাহ গজনফরের করা ওভারের চতুর্থ বলে বোলারের মাথার ওপর দিয়ে বিশাল এক ছক্কা মেরেছেন সাইফ হাসান। ওভারে এসেছে ৮ রান।

টি–টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি সাইফ–তানজিদের। শ্রীলঙ্কার সফরের প্রথম ম্যাচে পারভেজ–তানজিদ ৪৬ রান করার পরের ছয় ম্যাচে ৫ রানও আসেনি উদ্বোধনী জুটিতে।
বাংলাদেশের ব্যাটসম্যান সাইফ হাসান
এসিসি
১৪: ৫০ , সেপ্টেম্বর ১৬

ফারুকির ওভারে তানজিদের চার বাউন্ডারি

বাংলাদেশ: ৩ ওভারে ২৪/০

প্রথম ওভারে ক্যাচ তুলেও বেঁচে গিয়েছিলেন সাইফ হাসান। তৃতীয় ওভারে বাঁচলেন আরেক ওপেনার তানজিদ হাসান। এবারও দুর্ভাগা বোলারের নাম ফজলহক ফারুকি। এবার অফ স্টাম্পের বাইরের বলে হাঁকাতে গিয়ে স্লিপে ক্যাচ তোলেন তানজিদ।ভুল বোঝাবুঝিতে উইকেটকিপার ও প্রথম স্লিপের ফিল্ডারের কেউই বলটি ধরার চেষ্টা করেননি। তানজিদ পেয়ে যান বাউন্ডারি। পরের বলেও চার মেরেছেন তানজিদ।

ঘটনাবহুল ওভারের চতুর্থ বলে তানজিদের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন নাকচ হয়। রিভিউ নিয়েও উইকেট পাননি ফারুকি। পঞ্চম ও ষষ্ঠ বলেও চার মরেছেন তানজিদ। ওভারে রান উঠেছে ১৬টি।

১৪: ৩৯ , সেপ্টেম্বর ১৬

অল্পের জন্য বেঁচে গেলেন সাইফ

বাংলাদেশ: ১ ওভারে ৩/০

ফজলহক ফারুকির প্রথম চার বলে রান নিতে ব্যর্থ সাইফ হাসান পঞ্চম বলে অফ সাইডে উড়িয়ে মারতে গিয়ে প্রায় আউটই হয়ে গিয়েছিলেন। শর্ট এক্সট্রা কাভারে আজমতউল্লাহ ওমরজাই ডানে লাফিয়ে উঠে শুধু হাতটাই লাগাতে পেরেছেন। এই সুযোগ ১ রান নিয়েছেন সাইফ।

১৪: ৩৫ , সেপ্টেম্বর ১৬

তানজিদের সঙ্গে ওপেনিংয়ে সাইফ

পারভেজ হোসেন একাদশে নেই। তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন দলে ফেরা সাইফ হাসান। প্রথম বলটি খেলেছেন এই সংস্করণে চতুর্থবার ওপেন করা সাইফ। আফগানিস্তানের হয়ে বোলিং শুরু করেছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি।

১৪: ৩০ , সেপ্টেম্বর ১৬

বাংলাদেশের ২০০তম টি–টোয়েন্টি

নবম দল হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ২৭৪টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছে পাকিস্তান।

বাংলাদেশ তাদের শততম টি-টোয়েন্টি খেলেছিল ২০২১ সালের জুলাইয়ে। প্রথম ১০০ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশের লেগেছিল প্রায় ১৫ বছর। শততম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে ‘সেঞ্চুরি’র মাইলফলক ছোঁয়ার ম্যাচটি বাংলাদেশ জেতে ৮ উইকেটে। হারারাতে সেদিন ৫০ রান করে ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সৌম্য সরকার।

আরও পড়ুন
১৪: ০২ , সেপ্টেম্বর ১৬

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
ফাইল ছবি

বাঁচামরার ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দলে চারটি পরিবর্তন। শ্রীলঙ্কা ম্যাচে খেলা পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান। একাদশে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গজনফর।
১৪: ০০ , সেপ্টেম্বর ১৬

বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচে স্বাগতম

এশিয়া কাপে আজ বাংলাদেশের বাঁচামরার ম্যাচ। সুপার ফোরে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হবে বাংলাদেশকে। হারলেই বিদায় নিতে হবে প্রথম পর্ব থেকেই।