আমিরাতে বাড়তি একটি টি–টোয়েন্টি খেলতে পারে বাংলাদেশ

তিন ম্যাচের হয়ে যেতে পারে বাংলাদেশ–আমিরাত টি–টোয়েন্টি সিরিজআমিরাত ক্রিকেট বোর্ড

বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে গেছে দুই টি–টোয়েন্টির সিরিজ খেলতে। শারজায় কাল সিরিজের দ্বিতীয় ও শেষ টি–টোয়েন্টি। তবে এই ম্যাচের পরও যদি আমিরাতে বাংলাদেশ দল একটি বাড়তি টি–টোয়েন্টি খেলে সিরিজটাকে তিন ম্যাচের বানিয়ে নেয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

বিসিবির প্রস্তাবে আমিরাত ক্রিকেট বোর্ড সাড়া দিলেই এক ম্যাচ বেড়ে যাবে শারজায়, সিরিজ হয়ে যাবে তিন ম্যাচের। বিসিবি সূত্রে জানা গেছে, আজ রাতেই এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। সিরিজে বর্তমানে বাংলাদেশ ১–০ তে এগিয়ে।

বিসিবি আমিরাত ক্রিকেট বোর্ডকে ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছে মূলত পাকিস্তান সফরের আগপর্যন্ত আমিরাতে থাকাটাকে যৌক্তিক করতে এবং খরচ বাঁচাতে। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি সরকারের সবুজসংকেত পেলেও দুই বোর্ড এখন পর্যন্ত নতুন সূচি চূড়ান্ত করতে পারেনি। জানা গেছে, পিসিবি থেকে আরও আগেই একাধিক প্রস্তাবিত নতুন সূচি পাঠানো হয়েছে বিসিবিকে। ২৫ মে থেকে শুরু পাঁচ টি–টোয়েন্টির সিরিজটি নতুন প্রস্তাবগুলোতে ২৭ মে থেকে শুরু করার কথা বলা হয়েছে। ঈদুল আজহা যেহেতু ৬ বা ৭ জুন, দুই বোর্ডই চাচ্ছে বাংলাদেশ–পাকিস্তান সিরিজ ৫ জুনের মধ্যে শেষ করতে।

প্রথম টি–টোয়েন্টিতে আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ
আমিরাত ক্রিকেট বোর্ড

আগের সূচি অনুযায়ী সোমবার শারজায় সিরিজ শেষ করে পরশু পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু পরিবর্তিত সূচিতে পাকিস্তানে খেলা পিছিয়ে যাবে। আর বাংলাদেশ দলের ক্রিকেটাররা চাচ্ছেন না সিরিজের এত আগে পাকিস্তানে গিয়ে অতিরিক্ত দিন সেখানে থাকতে। কিন্তু বাড়তি সময়টা দল দুবাইয়ে থাকলে বিসিবির খরচ বাড়বে। তবে যদি সিরিজের ম্যাচ বাড়িয়ে নেওয়া যায়, স্বাগতিক হিসেবে খরচ বহন করবে আমিরাত বোর্ড। সে কারণেই বিসিবির ম্যাচ বাড়ানোর প্রস্তাব। আর ম্যাচ না বাড়লে পাকিস্তান সফরের আগে দল কয়েক দিনের জন্য দেশেও ফিরে আসতে পারে।

আরও পড়ুন

ওদিকে পাকিস্তানে শেষ পর্যন্ত বাংলাদেশ কোন সূচিতে খেলবে, সিরিজ পাঁচ টি–টোয়েন্টিরই হবে নাকি ম্যাচ কমবে; এসবের কিছুই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি দুবাইয়ে দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনকে।

তবে এটা আগেই জানা গিয়েছিল যে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর নিয়ে অস্বস্তিতে আছেন। কেউ কেউ ম্যাচ কমাতেও অনুরোধ করেছেন। সূত্র জানিয়েছে, আজ রাতে দলের খেলোয়াড়–কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা ক্রিকেট পরিচালনা প্রধানের। পাকিস্তান সফরের ব্যাপারে তাদের মনোভাব জেনেই সূচি চূড়ান্ত করতে চায় বিসিবি।

আরও পড়ুন