আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ওয়াহাব রিয়াজ

পাকিস্তানের হয়ে আর খেলবেন না ওয়াহাব রিয়াজফাইল ছবি

এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল ওয়াহাব রিয়াজের। সময়ের অভাবে অবশ্য শপথই নিতে পারেননি পাকিস্তানের ফাস্ট বোলার। পরে মার্চে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হয়েছেন ওয়াহাব রিয়াজ।

সেই ওয়াহাব আজ সব সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি ফাস্ট বোলার অবশ্য ২০২০ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেও ৩৮ বছর বয়সী ওয়াহাব জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা আরও কিছু দিন চালিয়ে যাবেন।  

এই ছবিটা ২০১৫ বিশ্বকাপের
এএফপি ফাইল ছবি

২০০৮ সালে  জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের হয়ে অভিষেক হয় ওয়াহাবের। ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটিই হয়ে আছে পাকিস্তানের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। মাঝের এক যুগে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৩৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ওয়াহাব।

আজ দুপুরে ওয়াহাব অবসরের ঘোষণাটা দিয়েছে টুইটারে, ‘অসাধারণ এক পথ পরিক্রমা শেষে  আমি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ ও ভক্তসহ আর যারা আমার পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জগতে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।’

আরও পড়ুন

ওই টুইট বার্তার সঙ্গে একটি সংবাদ বিজ্ঞপ্তিও সংযুক্ত করে দিয়েছেন ওয়াহাব রিয়াজ। সেখানে তিনি জানিয়েছেন অবসর নেওয়ার সিদ্ধান্তটি পূর্ব পরিকল্পিতই ছিল, ‘আমি গত দুই বছর ধরেই বলে আসছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৩ সালে বিদায় নেওয়াটাই আমার লক্ষ্য। দেশের সেবা করতে পেরে ও জাতীয় দলে নিজের সেরাটা দেওয়ার পর যেকোনো সময়ের চেয়ে বেশি ফুরফুরে অনুভূতি নিয়েই বিদায় নিচ্ছি’।

আরও পড়ুন