ছক্কা মারায় ধোনি–গেইলও যেখানে কোহলির পেছনে

বিরাট কোহলিআইপিএল

দল যেহেতু জেতেনি, বিরাট কোহলি তাই আইপিএলে গতকাল রাতে নিজের ইনিংসটিকে ‘মাস্টারক্লাস’ হিসেবে স্বীকার নাও করতে পারেন। তাই বলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৯ বলে তাঁর ৮৩ রানে অপরাজিত ইনিংসটির সৌন্দর্য মাটি হয় না।

দীর্ঘ বিরতির পর আইপিএল দিয়ে মাঠে ফিরে দারুণ ফর্মেই আছেন কোহলি। পাঞ্জাব সুপার কিংসের বিপক্ষে আগের ম্যাচেই খেলেছেন ৭৭ রানের ইনিংস। কাল কেকেআরের বিপক্ষে ৪ ছক্কা ও ৪ চারের ইনিংসটি খেলার পথে একটি রেকর্ডও গড়েন কোহলি। ক্রিস গেইলকে পেছনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন ভারতীয় তারকার।

আরও পড়ুন

২৩৯ ছক্কা নিয়ে এত দিন বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গেইলের দখলে ছিল। গতকাল ৪ ছক্কায় সাজানো ইনিংসটি খেলার পথে গেইলকে পেছনে ফেলে রেকর্ডটি গড়েন কোহলি। বেঙ্গালুরুর হয়ে তাঁর ছক্কাসংখ্যা এখন ২৪১।

কোহলি ও গেইলের পর ২৩৮ ছক্কা নিয়ে এ তালিকায় তৃতীয় দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। শীর্ষ পাঁচে বাকি দুজন অবশ্য কোহলি-গেইল-ডি ভিলিয়ার্সের ধারেকাছেও নেই। ৬৭ ছক্কা নিয়ে চতুর্থ গ্লেন ম্যাক্সওয়েল। ৫০ ছক্কা নিয়ে পঞ্চম ফাফ ডু প্লেসি।

গতকালও ফিফটি তুলে নেন কোহলি
আইপিএল

বেঙ্গালুরুর হয়ে আইপিএলের শুরু থেকেই খেলছেন কোহলি। ফ্র্যাঞ্চাইজি দলটির হয়ে তাঁর সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ভেঙে ফেলা তাই প্রত্যাশিতই ছিল। ২০০৮ থেকে এ পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ২৫৫টি ম্যাচ খেলেছেন কোহলি। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে বেঙ্গালুরু হয়ে ১৫৭ ম্যাচ খেলে তালিকায় দ্বিতীয় এবি ডি ভিলিয়ার্স।

গেইল ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে ৯১ ম্যাচ খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। ম্যাক্সওয়েল ২০২১ সালে বেঙ্গালুরুতে যোগ দিয়ে এ পর্যন্ত ৪৫ ম্যাচ খেলেছেন। পরের বছর বেঙ্গালুরুতে তাঁর সতীর্থ হিসেবে আসা ফাফ ডু প্লেসি খেলেছেন ৩৩ ম্যাচ।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার তালিকায় মহেন্দ্র সিং ধোনিকেও টপকে গেছেন কোহলি। চেন্নাই সুপার কিংস এবং পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএলে এ পর্যন্ত মোট ২৫২ ম্যাচে ২৩৯ ছক্কা মেরেছেন ধোনি। তাঁকে পাঁচে ঠেলে সর্বোচ্চ ছক্কার তালিকায় চারে উঠে এসেছেন কোহলি। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ২৪০ ম্যাচে ২৪১ ছক্কা কোহলির। শীর্ষ তিনে যথাক্রমে—ক্রিস গেইল (১৪২ ম্যাচে ৩৫৭ ছক্কা), রোহিত শর্মা (২৪৫ ম্যাচে ২৬১ ছক্কা) ও এবি ডি ভিলিয়ার্স (১৮৪ ম্যাচে ২৫১ ছক্কা)। কোহলি বাদে শীর্ষ পাঁচে বাকি চারজন আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।

আইপিএলে সর্বোচ্চ ছক্কা:

আইপিএলের ইতিহাসে নির্দিষ্ট একটি দলের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও কোহলির। তাঁর ২৪১ ছক্কার পরে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় ব্যাটসম্যানও বেঙ্গালুরুর। নিশ্চয়ই ধরে ফেলেছেন—গেইল (২৩৯) ও ডি ভিলিয়ার্স (২৩৮)। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বোচ্চ ২২৩ ছক্কা কাইরন পোলার্ডের। একই ফ্র্যাঞ্চাইজির দলে রোহিত শর্মার ছক্কাসংখ্যা ২১০। চেন্নাইয়ের হয়ে ২০৯টি ছক্কা মেরেছেন ধোনি।

গতকাল কলকাতার ভেঙ্কটেশ আইয়ারের ক্যাচ নিয়ে আইপিএলে একটি রেকর্ড ছুঁয়েও ফেলেন কোহলি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসে কোহলি এখন যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডধারী। বেঙ্গালুরুর হয়ে ২৪০ ম্যাচে ১০৯ ক্যাচ নিলেন কোহলি। এর আগে ২০৫ ম্যাচে ১০৯ ক্যাচ নিয়ে আইপিএলে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটি একার দখলে রেখেছিলেন সুরেশ রায়না।

আরও পড়ুন