ফুলের মালায় ও মিষ্টিমুখে শরীফুল, হৃদয় ও খালেদকে বরণ আবাহনীর

তাওহিদ হৃদয় এবার খেলবেন আবাহনীতেপ্রথম আলো

কেউ ব্যস্ত জাতীয় দলের অনুশীলনে, কেউ বিপিএলে। কেউ আবার অতিরিক্ত ক্রিকেটের ক্লান্তি দূর করতে ক্রিকেট থেকে ছুটি নিয়ে বাড়ি গেছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দুই দিনের দলবদলে তাই নেই কোনো উত্তাপ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে নেই ক্রিকেটারদের আনাগোনা। দলবদলের যে আনুষ্ঠানিকতা, তা অনলাইনেই সারলেন বেশির ভাগ ক্রিকেটার।  

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এ ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ক্রিকেটারদের সিসিডিএম কার্যালয়ে ডেকে এনে দলবদল করানোর কাজ সেরেছে দলটি। আজ দুপুরে জাতীয় দলের তিন ক্রিকেটার শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও তাওহিদ হৃদয় মিরপুরে গিয়ে দলবদল করে যোগ দিলেন আবাহনীতে। তাঁদের নিয়ে সিসিডিএম কার্যালয়ে কিছুক্ষণ হইচই হলো, ফুলের মালা পরিয়ে দেওয়া হলো। মিষ্টিমুখ করিয়ে এই তিন ক্রিকেটারকে আবাহনীর ডেরায় স্বাগত জানানো হলো।

মিষ্টিমুখ করানো হচ্ছে খালেদকে
প্রথম আলো

শরীফুল গত মৌসুমে খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার এবার খেলবেন আবাহনীর হয়ে। খালেদ ছিলেন আরেক বড় দল মোহামেডানে। নতুন ঠিকানায় এসে তিনিও রোমাঞ্চিত। দুর্দান্ত ফর্মে থাকা হৃদয় শেখ জামাল ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন আবাহনীতে।

প্রাইম ব্যাংক থেকে এবার আবাহনীতে শরীফুল
প্রথম আলো

এর বাইরে জাতীয় দলের আরেক খেলোয়াড় সৌম্য সরকার আজ সিসিডিএমে সশরীর দলবদল করেছেন। গত বছর মোহামেডানে খেলা সৌম্যকে এবার দেখা যাবে প্রাইম ব্যাংকের জার্সিতে। শাইনপুকুর থেকে প্রাইম ব্যাংকে এসেছেন তরুণ ফাস্ট বোলার আশিকুর রহমান। অভিজ্ঞ নাঈম ইসলাম লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে প্রাইম ব্যাংকে এসেছেন। আজ বিকেলের দিকে দলবদল করার কথা মোহামেডান ও রূপগঞ্জের ক্রিকেটারদের।

আরও পড়ুন

গতকাল দলবদলের প্রথম দিন অনলাইন ও সশরীর দলবদল করেছেন ৭৫ জন। এর মধ্যে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। মোহামেডানের হয়ে গত মৌসুম খেলা এই তারকা এবার খেলবেন শেখ জামালের হয়ে।

প্রাইম ব্যাংকে গেছেন নাঈম ইসলাম
প্রথম আলো

সব ঠিক থাকলে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা আগামী ৯ মার্চ। ওই দিনই শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজ শেষ ম্যাচ। জানা গেছে, জাতীয় দলের খেলোয়াড়দের পেতে লিগ শুরুর দিনক্ষণ দু-এক দিন পিছিয়ে যেতে পারে। তবে তাতেও জাতীয় দলের ক্রিকেটারদের পুরো সময়ে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। টি-টোয়েন্টি শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজও যে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন