আবারও এক ওভারে ৬ ছক্কা, শাস্ত্রী-যুবরাজ-গায়কোয়াড়ের পাশে ভামশি

এক ওভারে ছয় ছক্কা মেরেছেন ভামশি কৃষ্ণাছবি : বিসিসিআইয়ের ভিডিও থেকে নেওয়া

নিজেদের এক্স অ্যাকাউন্টে ভিডিওটা পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) লিখেছে, ‘এক ওভারে ৬ ছক্কা, সাবধান!’

ভারতের ঘরোয়া প্রতিযোগিতা কর্নেল সিকে নাইডু ট্রফিতে গতকাল রেলওয়ের স্পিনার দামানদীপ সিংয়ের ওভারের সব বলেই ছক্কা মেরেছেন অন্ধ্র প্রদেশের ভামশি কৃষ্ণা। সিকে নাইডু ট্রফি ভারতের জাতীয় টুর্নামেন্ট, যেখানে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে চার দিনের ম্যাচ আয়োজন করা হয়।

কাডাপায় ৬৪ বলে ১১০ রানের ইনিংস খেলার পথে এক ওভারে ৬ বলে ৬ ছক্কা মেরেছেন ভামশি। ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তিনি এ কীর্তি গড়েছেন। ভামশির আগে এই নজির ছিল রবি শাস্ত্রী, যুবরাজ সিং ও রুতুরাজ গায়কোয়াড়ের। তবে চারজন আলাদা চারটি প্রতিযোগিতায় এই কীর্তি গড়েছেন।

১৯৮৫ সালে শাস্ত্রী ৬ বলে ৬ ছক্কা মেরেছেন রঞ্জি ট্রফির ম্যাচে, যুবরাজ মেরেছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে, ২০২২ সালে গায়কোয়াড় এই কীর্তি গড়েন বিজয় হাজারে ট্রফির ম্যাচে আর কৃষ্ণা তাঁদের সঙ্গী হলেন সিকে নাইডু ট্রফিতে এক ওভারে ৬ ছক্কা মেরে।

গায়কোয়াড় অবশ্য একটি জায়গায় সবার চেয়ে ওপরে। তিনি এক এভারে সাতটি ছক্কা মেরেছিলেন। বোলার শিবা সিং তাঁর সেই ওভারে একটি ‘নো’ বল করেছিলেন। সেই বলটাও সরাসরি সীমানাছাড়া করেছিলেন গায়কোয়াড়। এক ওভারে একাই ৪৩ রান নিয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড।

আরও পড়ুন

প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কার প্রথম কীর্তিটা স্যার গ্যারি সোবার্সের। ১৯৬৮ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সোয়ানসিতে অনুষ্ঠিত ম্যাচে গ্ল্যামরগনের ম্যালকম ন্যাশের ওভারের সব কটি বল বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন নটিংহামশায়ারের ক্যারিবীয় কিংবদন্তি সোবার্স। রঞ্জি ট্রফিতে রবি শাস্ত্রীর কীর্তিটা ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারার প্রথম ঘটনা।

গ্রাফিক্‌স : প্রথম আলো

আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড আছে চারটি। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের লেগ স্পিনার ড্যান ফন বাঞ্জির এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রড শিকার হয়েছিলেন ছয় ছক্কার, ব্যাটসম্যান ছিলেন যুবরাজ সিং।

এরপর ১৪ বছর এমন কোনো কিছু দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট। ২০২১ সালে এসে আবার এক ওভারে ছয় ছক্কা দেখা গেল দুবার। সেই বছরে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আকিলা ধনাঞ্জয়ার ওভারে ছয় ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।

আরও পড়ুন

অথচ দিনটি ধনাঞ্জয়া মনে রাখতে পারতেন অন্য একটি কারণে। সেদিন হ্যাটট্রিক করেছিলেন এই স্পিনার। সেটিও ইনিংসের চতুর্থ ওভারে। এভিন লুইস, নিকোলাস পুরান ও ক্রিস গেইল—ধনাঞ্জয়ার হ্যাটট্রিকের শিকার হওয়া নাম তিনটি ধারেভারে অনেক ওপরে।

কিন্তু হ্যাটট্রিকের সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ধনাঞ্জয়ার। আদতে এক ওভারও টেকেনি। আগের ওভারে হ্যাটট্রিক করা বোলার স্বাভাবিকভাবেই পরেরটিও করতে আসেন। সেটি ছিল পাওয়ারপ্লের শেষ ওভার। পোলার্ড নেমেই মারেন ছয় ছক্কা।

আরও পড়ুন

২০২১ সালেই সেপ্টেম্বরে গিবস, যুবরাজ, পোলার্ডের কীর্তিতে ভাগ বসান যশকরণ মালহোত্রা। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ওয়ানডে ম্যাচে অপরাজিত ১৭৩ রানের ইনিংস খেলার পথে এক ওভারে ৬ ছক্কা মারেন যুক্তরাষ্ট্রের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।