ছক্কায় তানজিদের ওপরে শুধু ক্রিস গেইল

এবারের বিপিএলে এখন পর্যন্ত ২৯ ছক্কা মেরেছেন তানজিদ হাসানছবি: শামসুল হক

প্রথম ছয় ম্যাচে ৮ ছক্কা। এমন শুরু যাঁর, সেই তানজিদ হাসান এরপর বিপিএলে ছক্কার রেকর্ড গড়বেন, কে ভাবতে পেরেছিলেন!

পরের চার ম্যাচে সেই তানজিদের ব্যাট থেকে এল আরও ২১টি ছক্কা। যার সর্বশেষ ৭টি আজ চিটাগং কিংসের বিপক্ষে। আর তাতেই রেকর্ড ভেঙে খানখান।

২৮ ছক্কা নিয়ে বিপিএলে এক মৌসুমে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন জাতীয় দলের এই ওপেনার। পেছনে ফেলেছেন গত মৌসুমে তাওহিদ হৃদয়ের গড়া ২৪ ছক্কার রেকর্ড। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ২৪ ছক্কায় হৃদয় পেছনে ফেলেছিলেন তামিম ইকবালকে (২০১৯ সালে ২৩টি)।

বিদেশি ব্যাটসম্যানদের ধরলেও বিপিএলে এক মৌসুমে মাত্র একজনই তানজিদের চেয়ে বেশি ছক্কা মেরেছেন। সেই একজন আবার স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার মালিক। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কাও তাঁর। নামটা অনুমান করে ফেলার কথা—ক্রিস গেইল।

আরও পড়ুন

বিপিএলে ১৪৩টি ছক্কা মেরেছেন গেইল, এর মধ্যে ২০১৭-১৮ মৌসুমেই ৪৭টি। এই ৪৭ ছক্কার ৩২টিই আবার দুই ম্যাচে। রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএল রেকর্ড ১৮টি ও খুলনা টাইটানসের বিপক্ষে ১৪টি।

বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা ক্রিস গেইলের
ছবি: বিসিবি

বিপিএলের এই মৌসুমে ছক্কার লড়াইয়ে তানজিদের নিকট প্রতিদ্বন্দ্বী খুশদিল শাহ। রংপুর রাইডার্সের পাকিস্তানি ব্যাটসম্যান ৮ ম্যাচে মেরেছেন ২৩টি ছক্কা। ৯ ম্যাচে ১৮ ছক্কায় তিনে দুর্বার রাজশাহীর ইয়াসির আলী