বিশ্বকাপ শেষে সাকিব–মোস্তাফিজেরা কে কোথায় খেলবেন

দেশে ফিরে দুই সপ্তাহের ছুটি পাবেন সাকিব–মোস্তাফিজরাটুইটার

জয়ের হিসাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই সেরা বাংলাদেশ দলের জন্য। তিনটি জয় যে এর আগে কোনো আসরেই পায়নি তারা! তবে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হার ও পুরো টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে বাজে ব্যাটিং প্রদর্শনীর পর বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ঠিক এই সাফল্যটা উপভোগ করতে পারছেন না। আফগানিস্তানের কাছে হারের পর তো দেশবাসীর কাছে দুঃখই প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

নাজমুল হোসেনের দল বিশ্বকাপ শেষ করে আগামীকাল সকালে দেশে ফিরছেও সেই দুঃখ আর হতাশা নিয়ে। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় আসবে বাংলাদেশ দল। লিটন দাস ও সৌম্য সরকার অবশ্য দলের সঙ্গে ফিরছেন না, তাঁদের দেশে আসার কথা ২৯ জুন। কোচিং স্টাফের সদস্যরাও দুবাই পর্যন্ত দলের সঙ্গে এসে যে যাঁর মতো ছুটিতে যাবেন। আগামী ১৯ জুলাই তাঁদের দেশে ফেরার কথা।

আরও পড়ুন
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ৩বটি ম্যাচ জিতেছে বাংলাদেশ
বিসিবি

দেশে ফেরার পর সপ্তাহ দুয়েকের ছুটি পাবেন ক্রিকেটাররা। ছুটি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাঁদের। বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে চট্টগ্রামে চলছে টাইগার্স দলের অনুশীলন। জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত সেখানেই আসন্ন ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবেন খেলোয়াড়েরা।

এ ছাড়া বিশ্বকাপ খেলে আসা অনেককেই আগামী এক-দেড় মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ টি-টোয়েন্টি শুরু হবে আগামী ৫ জুলাই, চলবে ২৯ জুলাই পর্যন্ত। গ্লোবাল টি-টোয়েন্টি ২৫ জুলাই শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট, লঙ্কা প্রিমিয়ার লিগ ১ জুলাই শুরু হবে, ফাইনাল ২১ জুলাই।

এই তিন লিগে খেলার জন্য ক্রিকেটারদের বিসিবি থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। প্রথম আলোকে তিনি মুঠোফোনে বলেছেন, ‘যারা যারা সুযোগ পেয়েছে, তাদের এনওসি দেওয়া হবে। যারা খেলবে তাদের বেশির ভাগই এখন পর্যন্ত টেস্ট দলে নেই।’

আরও পড়ুন

বাংলাদেশ দল এ বছরের বাকি সময়টা টেস্ট ক্রিকেটেই বেশি ব্যস্ত থাকবে, তাই ক্রিকেটারদের অনুশীলন মূলত টেস্টকেন্দ্রিক হবে বলে জানিয়েছেন তিনি, ‘সামনে টানা ৮টি টেস্ট ম্যাচ আছে, সব কটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই পুরো সময়টাই মূল প্রস্তুতি হবে টেস্ট ক্রিকেটকে ঘিরে।’

আগামী আগস্টে পাকিস্তান সফরের দুটি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। সেপ্টেম্বরে ভারত সফরেও আছে দুটি টেস্ট। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে। এ সময় ব্যস্ত থাকবে বাংলাদেশ ‘এ’ দলও। পাকিস্তান ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি দ্বিপক্ষীয় সিরিজ আছে বাংলাদেশ ‘এ’ দলের। ৫০ ওভারের ম্যাচের পাশাপাশি দুটি সিরিজেই থাকবে চার দিনের ম্যাচও।

আরও পড়ুন