নারী ক্রিকেটে পুরুষদের সমান পারিশ্রমিক চালু করছে ওয়েস্ট ইন্ডিজও

সুখবর পেল ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররাওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

ছেলে ও মেয়েদের ক্রিকেটে সমতা আনতে আইসিসি ঐতিহাসিক সিদ্ধান্তটি নিয়েছিল গত বছরের আগস্টে। সমমানের আইসিসি টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের দল সমান অর্থ পুরস্কার পাবে বলে ঘোষণা দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির সঙ্গে তাল মিলিয়ে নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডও নারী এবং পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিকে সমতা আনে। এবার ষষ্ঠ টেস্টখেলুড়ে দল হিসেবে একই পথে হাঁটছে ওয়েস্ট ইন্ডিজও।

অদূর ভবিষ্যতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের নারী ক্রিকেটাররা পুরুষদের সমান পারিশ্রমিক পাবেন।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেট বোর্ড সিডব্লুআইয়ের মধ্যে গতকাল এ নিয়ে চার বছর মেয়াদি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। ২০২৭ সালের ১ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক ম্যাচ ফি, আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কের ভাতা, আন্তর্জাতিক ক্রিকেটে দলগত অর্থ পুরস্কার এবং আঞ্চলিক পর্যায়ে ব্যক্তিগত অর্থ পুরস্কার—সব বিভাগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে সমতা আনার লক্ষ্যে এই সমঝোতা স্মারক সই করা হয়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক্স অ্যাকাউন্ট

সিডব্লুআই সভাপতি কিশোর শ্যালো বলেছেন, এই ঘোষণা আঞ্চলিক ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত এবং ভবিষ্যতে সমান পারিশ্রমিক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য এটি ঐতিহাসিক দিন। আমরা পারিশ্রমিক কাঠামো ও পারফরম্যান্সের গ্রেডিং ক্রমানুসারে সাজাচ্ছি। আরও আধুনিক ক্রিকেট কাঠামোর জন্যও আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপ লৈঙ্গিক সমতা আনার লক্ষ্যের প্রতি আমাদের দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নারীদের অসামান্য অবদানেরও স্বীকৃতি।’

আরও পড়ুন

সিডব্লুআইয়ের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, ‘লিঙ্গসমতা আনতে সমান পারিশ্রমিক দেওয়ার লক্ষ্যে এই অভিযাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত...অর্থ পুরস্কার, সেরা পারফরমার এবং একাদশে সুযোগ পাওয়া খেলোয়াড়দের উচ্চ ম্যাচ ফি—এসবই জয়ে আরও বেশি করে গুরুত্ব দিতে কৌশলগত পদক্ষেপ।’

সাম্প্রতিক সময়ে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড নারী ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে পারিশ্রমিকের বৈষম্য নিরসনে পদক্ষেপ নিয়েছে। গত বছর আগস্টে ছেলে ও মেয়েদের সমান ম্যাচ ফি চালু করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ছেলে ও মেয়েদের ক্রিকেটে সমান ম্যাচ ফি চালু করা চতুর্থ দেশ ইংল্যান্ড।

নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড তার আগে সমান ফি প্রদানের ঘোষণা দিয়েছিল। নিউজিল্যান্ড ও ভারত ২০২২ সাল থেকেই এটি চালু করেছে। গত বছর সেপ্টেম্বরে একই নিয়ম চালু করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও।

আরও পড়ুন