টি-টেনে ঝুঁকছে ভারত–পাকিস্তানও

ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে টি-টেন সংস্করণ। এখন তো টি–টেন লিগে খেলছেন কুইন্টন ডি ককওটি-টেন আবুধাবি

আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে জিম্বাবুয়েই প্রথম দল, যারা টি–টেন ক্রিকেট লিগ চালু করেছে। এ বছরই আফ্রিকান দেশটি আয়োজন করেছে জিম আফ্রো টি–টেন লিগ। তবে ২০ ওভারের টি–টোয়েন্টি ক্রিকেটের যে জনপ্রিয়তা, ১০ ওভারের টি–টেন ছুঁতে পারবে কি না, এমন আলোচনা আছে ক্রিকেট অঙ্গনে।

এর মধ্যেই টি–টেনপ্রেমীদের জন্য সুখবরের ইঙ্গিত দিচ্ছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড। টি–টেন সংস্করণের লিগ বা টুর্নামেন্ট চালুর কথা ভাবছে বিসিসিআই ও পিসিবি। সঙ্গে যুক্ত হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, অদূর ভবিষ্যতে একটি টি–টেন লিগ আয়োজনের কথা ভাবছে পিসিবি, সঙ্গে চায় অস্ট্রেলিয়াকে। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ সামনে অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখানে সিএ কর্মকর্তাদের তিনি টি–টেন লিগ আয়োজনের প্রস্তাব দেবেন। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া–পাকিস্তান বক্সিং ডে টেস্ট। ম্যাচটি দেখার জন্য পিসিবি প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে সিএ। এর চার দিন আগেই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা জাকা আশরাফের।

আরও পড়ুন
এখন ভারত আর পাকিস্তানও টি–টেন লিগ আয়োজনের কথা ভাবছে
ফাইল ছবি

পিসিবির একটি সূত্র জানিয়েছে, সিএ কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে টি–টেন লিগের আয়োজন নিয়ে কথা বলবেন জাকা আশরাফ। এ ছাড়া বয়সভিত্তিক ক্রিকেট সিরিজ ও বিনিময় কার্যক্রমও থাকবে আলোচ্যসূচিতে। পিসিবি গত অক্টোবরে যুক্তরাজ্যের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে টি–টেন লিগের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে।

এদিকে টি–টেন লিগের কথা ভাবছে বিসিসিআইও। ভারতের অর্থবিষয়ক সংবাদমাধ্যম মানি কন্ট্রোল জানিয়েছে, আগামী বছর একটি দ্বিতীয় স্তরের টি–টেন ক্রিকেট লিগ চালু করার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে বিসিসিআই। প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত আছেন, এমন একজন জানিয়েছেন, বিসিসিআই সচিব জয় শাহ প্রস্তাবিত লিগটি নিয়ে অংশীদারদের সঙ্গে কাজ করছেন। সম্ভাব্য পৃষ্ঠপোষকেরা প্রস্তাবিত লিগ নিয়ে ইতিবাচক সাড়াও দিয়েছেন। আগামী বছরের সেপ্টেম্বর–অক্টোবরে লিগের জন্য একটি সম্ভাব্য সময়ও নাকি খুঁজে পাওয়া গেছে।

আরও পড়ুন

বিসিসিআই যে বিষয়গুলোতে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি, তার মধ্যে একটি খেলার সংস্করণ। টি–টেনের পাশাপাশি টি–টোয়েন্টির কথাও ভাবা হচ্ছে। কিন্তু টি–টোয়েন্টি সংস্করণের জন্য আইপিএল আছে। সে ক্ষেত্রে নতুন লিগে বয়সের সীমা বেঁধে দেওয়া হবে কি না, যাতে আইপিএলে প্রভাব না পড়ে, এমনও ভাবা হচ্ছে। তবে ভিন্ন ধারার লিগ করতে চাইলে ১০ ওভারের ক্রিকেটই সবচেয়ে জুতসই, এমন বিবেচনায় এই মুহূর্তে টি–টেনের দিকেই ভোট বেশি।

শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান দুই দলই যদি টি–টেন লিগ আয়োজন করে, তাহলে ১০ ওভারের এই সংস্করণ নিশ্চিতভাবেই আরও ছড়িয়ে পড়বে। সংযুক্ত আরব আমিরাতে ২০১৭ সাল থেকে নিয়মিত আবুধাবি টি–টেন লিগ আয়োজিত হচ্ছে। গত জুলাইয়ে জিম আফ্রো টি–টেন লিগের পর আগস্টে যুক্তরাষ্ট্রে হয়েছে ইউএস মাস্টার্স টি–টেন লিগ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) টি–টেন লিগের আয়োজনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে।

আরও পড়ুন