প্রথম শ্রেণির নতুন রেকর্ড ‘টুয়েলভথ ফেইল’ পরিচালকের ছেলে অগ্নির

নতুন রেকর্ড গড়েছেন ভারতের ২৫ বছর বয়সী অগ্নি চোপড়াইনস্টাগ্রাম

ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটের নতুন রেকর্ড গড়েছেন ভারতের মিজোরামের ব্যাটসম্যান অগ্নি চোপড়া। রঞ্জি ট্রফির প্লেট লিগে গত মাসে সিকিমের বিপক্ষে অভিষেক অগ্নির। এরপর এখন পর্যন্ত ৪ ম্যাচে ৫টি সেঞ্চুরি, সর্বশেষ মেঘালয়ের বিপক্ষে করেন জোড়া সেঞ্চুরি।

ইএসপিএনক্রিকইনফো বলছে, যত দিন ধরে তাদের কাছে রেকর্ড আছে, অভিষেকের পর থেকে টানা সর্বোচ্চ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড এটিই। এমনিতে অভিষেকের পর থেকে টানা ৩ ইনিংসে সেঞ্চুরির রেকর্ড আছে। গত ডিসেম্বরে মারা যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জো সলোমন অভিষেক থেকে টানা ৩ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। অগ্নি অভিষেকে ১৬৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও তিন অঙ্কের খুব কাছে গিয়েছিলেন, তবে ৯২ রানেই আটকে যান। পরের ৩ ম্যাচে তাঁর ইনিংসগুলো এমন—১০৫, ১০১, ১১৪, ১০, ১৬৪ ও ১৫।

আরও পড়ুন

২৫ বছর বয়সী অগ্নি ভারতের সিনেমা সমালোচক অনুপমা চোপড়া ও সিনেমা নির্মেতা বিধু বিনোদ চোপড়ার ছেলে। বিনোদ সম্প্রতি জনপ্রিয় ‘টুয়েলভথ ফেইল’ সিনেমা বানিয়েছেন। অনুপমার শো ‘ফিল্ম কম্প্যানিয়ন’ বেশ জনপ্রিয়।

যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া অগ্নি এর আগে মুম্বাই অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন। তবে মুম্বাইয়ে জায়গা পাওয়া অনেক কঠিন বলে কোচ খুশপ্রিত সিংয়ের পরামর্শে মিজোরামের হয়ে খেলা শুরু করেছেন তিনি।

এমনিতে ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফির শীর্ষ ৩২টি দল খেলে এলিট লিগে। বাকি ৬টি দল খেলে দ্বিতীয় সারির প্লেট লিগে। স্বাভাবিকভাবেই দুই লিগের বোলিং আক্রমণের মানে পার্থক্য আছে, অগ্নিও স্বীকার করেন সেটি। তবে মুম্বাই থেকে মিজোরামে গিয়ে মানিয়ে নিতে একদমই সমস্যা হয়নি তাঁর।

পিটিআইকে তিনি বলেছেন, ‘মিজোরামে এসে দেখেছি, সবাই আমাকে অনেক সাদরে নিয়েছে, কাছে টেনেছে। আরও দুজন “প্রো” আছেন—কেসি ভাই (কেসি কারিপ্পা) ও মোহিত জাংরা। আমার কখনোই নিজেকে বাইরের কেউ মনে হয়নি। কয়েকটি মিজো শব্দ ও কথাও শিখেছি এবং আমার মনে হয় না খুব একটা ভিন্ন পরিবেশে এসেছি।’

আপাতত মিজোরামকে প্লেট লিগ ফাইনালে তোলাই লক্ষ্য অগ্নির। এ লিগের ফাইনালে খেলা দল পরের আসরে এলিট লিগে সুযোগ পায়। এমন লিগে রান করা প্রসঙ্গে অগ্নি বলেন, ‘লোকে যা খুশি বলুক, তবে দিন শেষে এটি নিজেরই পারফরম্যান্স। আরও অনেক খেলোয়াড় এ লিগে খেলে, যারা খুব বেশি রান করে না। মান তো সবার জন্য একই।’

মুম্বাইয়ের বয়সভিত্তিক দলে খেলেছেন অগ্নি
ইনস্টাগ্রাম

মা–বাবার পরিচয়ই বলে, অগ্নি বড় হয়েছেন সিনেমার আবহে। ‘টুয়েলভথ ফেইল’ বানানোর আগে বিনোদ থ্রি ইডিয়টস, মুন্নাভাই এমবিবিএস এবং লাগে রাহো মুন্নাভাইয়ের মতো সিনেমা প্রযোজনা করেছেন। বাবার পথে এগোবেন কি না, এমন প্রশ্ন বরাবরই শুনতে হয় অগ্নিকে। তবে সে পথ তিনি অনুসরণ করতে চাননি, ‘আমার কখনো মনে হয়নি, “আমার বাবা সিনেমা বানান বলে আমারও ঢোকা উচিত, আমার জন্য অনেক সহজ হবে।”’

আরও পড়ুন

এরপর তিনি যোগ করেন, ‘আমি কখনোই সিনেমা নিয়ে আগ্রহী ছিলাম না। দেখতে ভালোবাসি, উপভোগও করি। তবে এ নিয়ে আমার আবেগ কাজ করেনি কখনোই।’

কী করবেন, সেটি বেছে নেওয়ার ক্ষেত্রে পরিবারের কাছ থেকেও কোনো চাপ কখনোই ছিল না বলেও জানিয়েছেন তিনি, ‘আমার বাবা আমাকে ও আমার বোনকে ছোটতেই বলতেন তাঁর বাবার বলা একটি কথা—“যদি মুচি হতে চাও, তাহলে রাস্তার সেরা মুচিই হয়ো।”’