৩৩ কোটি টাকা লাভে বাড়ি বিক্রির অপেক্ষায় স্মিথ

নিজ বাড়িতে স্ত্রী ড্যানি উইলিসের সঙ্গে স্টিভেন স্মিথছবি : ইনস্টাগ্রাম

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোন পেশায় আসবেন স্টিভেন স্মিথ? তা যে পেশার সঙ্গেই যুক্ত হোন না কেন, রিয়েল এস্টেট বা আবাসন ব্যবসায়ী হিসেবে যে মন্দ করবেন না, সেটি বলাই যায়!

সফল আবাসন ব্যবসায়ী হিসেবে অস্ট্রেলিয়ায় স্মিথের বেশ সুনাম আছে। ৩৪ বছর বয়সী তারকা ব্যাটসম্যান ২০১৫ সাল থেকে এ ব্যবসার সঙ্গে জড়িত। কম দামে কেনা বাড়ি সংস্কারের পর চড়া দামে বিক্রি করেন বা ভাড়া দিয়ে থাকেন স্মিথ ও তাঁর স্ত্রী ড্যানি উইলিস। গত বছরও নিজের একটি বাড়ি বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করেছেন এই দম্পতি।

সম্প্রতি পূর্ব সিডনির ব্রোন্টে এলাকার আরেকটি বাড়ি নিলামে তোলার ঘোষণা দেন স্মিথ, যেটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭০ লাখ ডলার (৭৭ কোটি টাকা)। তবে এত দামে কেউ বাড়ি কিনতে আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্য ৫ লাখ ডলার (৬ কোটি টাকা) কমিয়ে দিয়েছেন। অর্থাৎ নিলামে কেউ ৬৫ লাখ ডলারের (৭১ কোটি টাকা) ডাক দিলেও বাড়িটি বিক্রি করবেন স্মিথ। আগামী শনিবার নিলাম হওয়ার কথা।

শ্রেয়াস আইয়ারের উইকেট উদ্‌যাপনে প্যাট কামিন্সের সঙ্গী স্টিভেন স্মিথ। আজ বিশ্বকাপ ফাইনালে
ছবি : এএফপি

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযানের অংশ হিসেবে এই মুহূর্তে দলের সঙ্গে ভারতে আছেন স্মিথ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ স্বাগতিকদের বিপক্ষে ফাইনাল খেলতে নেমেও পড়েছেন। বাড়ি বিক্রির বিষয়টি আপাতত তদারকি করছেন তাঁর স্ত্রী উইলিস।

আরও পড়ুন

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ২০১৯ সালে ৩৫ লাখ ডলারে (৩৮ কোটি টাকা) সিডনির সমুদ্রসৈকতের পাশে বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন স্মিথ। তার মানে শনিবার প্রত্যাশার চেয়ে ৫ লাখ ডলার (৬ কোটি টাকা) কমে বাড়িটি বিক্রি করলেও তাঁর লাভ হবে ৩০ লাখ ডলার (৩৩ কোটি টাকা)। দোতলা এই বাড়িটি এর আগেও দুবার নিলামে তুলেছিলেন স্মিথ। কিন্তু শেষ মুহূর্তে নিলামের তালিকা থেকে সরিয়ে নেন।

সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বাড়িটি হঠাৎ আবার নিলামে তোলার কারণও জানা গেছে। অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইন নেটওয়ার্ক জানিয়েছে, দেশটিতে এই সময়কে আবাসস্থল, জমিজমা বা স্থাবর সম্পত্তি বিক্রির সেরা মৌসুম মনে করা হয়। এ সময়ে কোনো সম্পদ বিক্রি করলে সর্বোচ্চ দাম পাওয়া যায়। সফল ব্যবসায়ী স্মিথও ভালো দাম আশা করছেন।

নিজ বাড়িতে স্টিভেন স্মিথ
ছবি : ইনস্টাগ্রাম

শুধু স্মিথই নন, শনিবার নিলামে বাড়ি বিক্রি করবেন তাঁর সতীর্থ মিচেল স্টার্কও। বাড়ি বিক্রির ধারণাটা স্মিথের কাছ থেকেই পেয়েছেন স্টার্ক ও তাঁর ক্রিকেটার স্ত্রী অ্যালিসা হিলি। স্টার্ক-হিলি দম্পতির বাড়ির অবস্থান সিডনির উত্তর কার্ল কার্ল এলাকায়। জায়গাটি সিডনির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা থেকে ১৭ কিলোমিটার দূরে। এর ভিত্তিমূল্য ধরা হয়েছে ৯০ লাখ ডলার (১০০ কোটি টাকা)। শনিবার এই দামে বিক্রি হলেও তাঁদের লাভ হবে ৪২ কোটি টাকার বেশি। লাভের অঙ্কটা যে নেহাত কম নয়, সেটি আলাদা করে না বললেও চলছে!