যে দুর্গতি ভারতের ব্যাটিংয়ে আগে হয়নি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯ রান তাড়া করতে নেমে ২ রানে ৩ উইকেট হারায় ভারতছবি: এএফপি

অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে আটকে দেওয়ার পর ভারতের সহজ জয়ই হয়তো প্রত্যাশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে ভারতের জন্যও অপেক্ষা করছিল বড় ‘দুর্গতি’। রোহিত শর্মার সেটা টের পেয়েছে প্রথম দুই ওভারেই।

মিচেল স্টার্কের করা প্রথম ওভারের চতুর্থ বলেই স্লিপে ক্যাচ দিলেন ঈশান কিষান। পরের ওভারে জশ হ্যাজলউডের দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার রোহিত, ষষ্ঠ বলে শর্ট কাভারে ওয়ার্নারের ক্যাচে পরিণত শ্রেয়াস আইয়ার।

কিষান, রোহিত, আইয়ার— তিনজনই ফিরেছেন শূন্য রানে। ভারতের ওয়ানডে ইতিহাসে প্রথম চারজনের তিনজনই শূন্য রানে আউট এই প্রথম। ১৯৭৪ সালে ওয়ানডে খেলা শুরু করা ভারত আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে নিজেদের ১০৪১তম ওয়ানডে। দুই ওপেনার শূন্য রানে আউট হওয়ার ঘটনা আগে দেখা গেলেও প্রথম চারের তিনজনেরই খালি হাতে ফেরা এটিই প্রথম।

এ ছাড়া ঈশান ও রোহিতের শূন্য রানে আউট হওয়াও ভারতের জন্য ভুলে যাওয়া এক স্মৃতি। ভারতের দুই ওপেনারই শূন্য রানে সর্বশেষ আউট হয়েছিলেন ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে (সঞ্জয় বাঙ্গার ও পার্থিব প্যাটেল)। আর বিশ্বকাপে দুই ওপেনারের শূন্য রানে আউট হওয়ার ঘটনায় এটি সপ্তম। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও কলিন মুনরোর গোল্ডেন ডাক ছিল সর্বশেষ।

আরও পড়ুন
বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক
ছবি: এএফপি

এ দিকে কিষানকে আউট করে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম পঞ্চাশ উইকেটের রেকর্ড গড়েছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার পঞ্চাশে পৌঁছেছেন ৯৪১ বলে। পেছনে ফেলেছেন লাসিথ মালিঙ্গার ১১৮৭ বলে পঞ্চাশ উইকেটের রেকর্ড।