০ রানে ৭ উইকেট, অভিষেকেই অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড রোহমালিয়ার

০ রানে ৭ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার নারী দলের স্পিনার রোহমালিয়াক্রিকেট ইন্দোনেশিয়া

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক বিশ্ব রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার অফ স্পিনার রোহমালিয়া। বুধবার বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে ০ রানে ৭ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার ১৭ বছর বয়সী মেয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে ৩.২ ওভার বোলিং করে ৭ উইকেট নিয়েছেন রোহমালিয়া।  

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডাইক ও আর্জেন্টিনার আলিসন স্টকসের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন ওভারডাইক। ২০২২ সালে আলিসন ৩ রানে ৭ উইকেট নেন পেরুর বিপক্ষে।

বুধবার বালিতে ইন্দোনেশিয়া-মঙ্গোলিয়া সিরিজের পঞ্চম ম্যাচে রোহমালিয়ার দল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫১ রান তোলে। রোহমালিয়া ৭ উইকেট নিয়ে মঙ্গোলিয়াকে ২৪ রানে অলআউট করেন দেন। মঙ্গোল মেয়েরা ১০ ওভারে ২ উইকেটে ২০ রান তুলে ফেলার পর শুরু হয় রোহমালিয়ার উইকেট শিকার। নিজের প্রথম ও দলের ১১তম ওভারে ৩ উইকেট নেওয়া কিশোরী ১৩তম ওভারে ১টি, ১৫তম ওভারে ২টি ও ১৭তম ওভারে ১টি উইকেট নেন।

আরও পড়ুন