তামিমের চোখে ওয়ানডে বিশ্বকাপই এগিয়ে

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানযে অধিনায়ক তামিম ইকবালছবি: প্রথম আলো

ওয়ানডে সুপার লিগের হিসাব–নিকাশ নেই এই সিরিজে। প্রতিপক্ষও এমন এক দল, যাদের বিপক্ষে ২০১৩ সালের পর বাংলাদেশ আর হারেনি। ম্যাচসংখ্যার হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচে বাংলাদেশ শুধু জিতেই গেছে।

আগামীকাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই শুরু হচ্ছে বাংলাদেশের আরেকটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সিরিজটি যেহেতু ওয়ানডে সুপার লিগের অংশ নয়, দলীয় ও ব্যক্তিগত রেকর্ড সমৃদ্ধ করা আর ব্যাটিং অর্ডারের দু-একটি জায়গা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করা ছাড়া বাংলাদেশের এই সিরিজের অর্জনের তেমন কিছু নেই।

আরও পড়ুন

তবে বাংলাদেশ দল যখন এমন একটি সিরিজ খেলতে যাচ্ছে, তখন বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেছে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ক্রিকেট ক্যালেন্ডারের অনেকটা সময় কেড়ে নেওয়ায় দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ গুরুত্ব হারাচ্ছে বলে মনে করছেন অনেকেই।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মত অবশ্য সম্পূর্ণ ভিন্ন। আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ সংস্করণ। আমি তো বলছিই, আইসিসিও নিশ্চয়ই বলেছে। এই সংস্করণের খেলাটাই সবাই দেখতে পছন্দ করে।’

আরও পড়ুন
প্রথম ওয়ানডের আগে অনুশীলনের এক ফাঁকে নিজেদের মধ্যে প্রয়োজনীয় আলোচনা সেরে নিয়েছে বাংলাদেশ দল
ছবি: প্রথম আলো

বিশ্বকাপের দিক থেকেও ওয়ানডে বিশ্বকাপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে এগিয়ে রাখছেন তামিম, ‘আপনি যদি আইসিসির বড় টুর্নামেন্টগুলো দেখেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বড় টুর্নামেন্ট নয়। বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপই। এটা ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ এক সংস্করণ।’

বাংলাদেশ এখন পর্যন্ত আইসিসি সুপার লিগের অন্যতম ধারাবাহিক দল। ১৮ ম্যাচ খেলে ১২টিতেই জিতে বাংলাদেশের পয়েন্ট ১২০। সুপার লিগের পয়েন্ট তালিকায় তামিমদের অবস্থান দ্বিতীয়তে। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপের টিকিট এর মধ্যেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল
ছবি: প্রথম আলো

সুপার লিগে বাংলাদেশের আরও দুটি সিরিজ বাকি আছে। আগামী বছর ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করবে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে। চলমান চক্রে বাংলাদেশের সর্বশেষ সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে। সেটিও আগামী বছর আয়ারল্যান্ডের মাঠে।

বাংলাদেশ যেখানে সুপার লিগে দাপুটে অবস্থান ধরে রাখছে, তখন দক্ষিণ আফ্রিকা সুপার লিগকে একরকম বুড়ো আঙুলই দেখিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করে দিয়ে।

নিজেদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজটি তারা খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আর সেটি দক্ষিণ আফ্রিকার ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন