বিপিএল শুরু ১৯ জানুয়ারি

বিপিএলে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানসপ্রথম আলো

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নতুন দল দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১ মার্চ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুতে হবে ৪৬টি ম্যাচের বিসিবির একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

আরও পড়ুন

বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিরপুরে ১৯ থেকে ২৩ জানুয়ারি চলবে বিপিএলের প্রথম পর্ব। এরপর খেলা হবে সিলেটে। সেখানে বিপিএলের ম্যাচ চলবে ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬ ফেব্রুয়ারি আবার ঢাকার ফিরে খেলা হবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে। সেখানে খেলা হবে ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর লিগ পর্বের শেষ ম্যাচ, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য বিপিএল আবার ফিরবে ঢাকায়।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিপিএলের লোগো উন্মোচন করে বিসিবি

বিপিএলের সূচি শ্রীলঙ্কা দলের আসন্ন বাংলাদেশ সফরের সূচির সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা লঙ্কানদের। জাতীয় নির্বাচনের কারণে বিপিএল দেরিতে শুরু হওয়ায় শ্রীলঙ্কা দলের আসাও কয়েক দিন পিছিয়ে যাচ্ছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়ে মার্চের তৃতীয় সপ্তাহ শেষ হওয়ার কথা।

আরও পড়ুন

গত বিপিএলের মতো এবারও বিপিএলে অংশ নিচ্ছে সাতটি ফ্র্যাঞ্চাইজি দল। দলগুলো হলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। সর্বশেষ বিপিএলে খেলা ঢাকা ডমিনেটরসের জায়গায় এবার নতুন যুক্ত হয়েছে দুর্দান্ত ঢাকা।

টুর্নামেন্ট জানুয়ারিতে শুরু হলেও এর প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছ গত ২৪ সেপ্টেম্বরই। ড্রাফট থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। এবার মাঠের লড়াই শুরুর অপেক্ষা।