সম্প্রচার শেষ ২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় ওয়ানডে শুরু থেকে শেষ: ১৭৯ রানে জয়, সিরিজ বাংলাদেশের, রেকর্ড হলো না ৫ রানের জন্য

১৩: ৩৯ , অক্টোবর ২৩

১৭৯ রানে জয়, সিরিজ বাংলাদেশের

ম্যাচ ও সিরিজ জয়ের পর বাংলাদেশ
শামসুল হক

ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা ১৮৩ রানের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডকে এই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। মিরপুরে আজ সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল মিরাজদের। ওয়েস্ট ইন্ডিজ যখন ৯৭ রানে নবম উইকেট খোয়াল, পিছিয়ে ছিল ১৯৯ রানে। বাংলাদেশকে রেকর্ড করতে দেননি আকিল হোসেন। খারি পিয়েরকে নিয়ে ১০ম উইকেটে ২০ রান যোগ করেছেন। জুটিতে পিয়েেরের অবদান শূন্য রান। ১৫ বলে ২৭ রান করে মিরাজের বলে বোল্ড হয়েছেন আকিল। ওয়েস্ট ইন্ডিজে সর্বোচ্চ রান দশে নামা আকিলেরই।

বাংলাদেশ জিতল ১৭৯ রানে। ওয়ানডেতে যা বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের বড় জয়টা ছিল ১৬০ রানের, ২০১২ সালে খুলনায়।

এই জয়ে ৫০ ওভারের ক্রিকেটে টানা সিরিজ হারের ধারাবাহিকতা থেকে বের হলো বাংলাদেশ। টানা চারটি সিরিজ হারার পর প্র্রথম সিরিজ জিতল বাংলাদেশ, প্রথম সিরিজ জিতল ১৯ মাস পর। এবারের আগে সর্বশেষ ২০২৪ সালে মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

২৯৭ রানের লক্ষ্য ছুঁতে নেমে কখনোই স্বস্তিতে ছিল না ক্যারিবীয়রা। বাংলাদেশের স্পিনাররা উইকেট পেয়েছেন নিয়মিতই। ৩০.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। সবগুলো উইকেটই পেয়েছেন স্পিনাররা। নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ৩টি করে, মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম ২টি করে উইকেট পেয়েছেন।

বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান দলে থাকলেও একটি বলও করেননি। বাংলাদেশের সবগুলো ওভারই করেছেন স্পিনাররা।

এর আগে সৌম্য সরকার ও সাইফ হাসানের ১৭৬ রানের উদ্বোধনী জুটির ভিতে দাঁড়িয়েও ৩০০ করতে পারেনি বাংলাদেশ, থেমেছে ২৯৬ রানে। তবে ওই রানটাই যথেষ্ট হয়েছে বড় জয় পেতে।

দুদল এখন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে হবে ম্যাচ তিনটি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সৌম্য ৯১, সাইফ ৮০, নাজমুল ৪৪, হৃদয় ২৮, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ৪/৪১, অ্যাথানেজ ২/৩৭, চেজ ১/৫৩, মোতি ১/৫৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩০.১ ওভারে ১১৭ (আকিল ২৭, কিং ১৮, অ্যাথানেজ ১৫, কার্টি ১৫. গ্রিভস ১৫; নাসুম ৩/১১, রিশাদ ৩/৫৪, তানভীর ২/১৬, মিরাজ ২/৩৫)।
ফল: বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।
সিরিজ: ৩–ম্যাচ সিরিজে বাংলাদেশ ২–১–এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার
ম্যান অব দ্য সিরিজ: রিশাদ হোসেন
১৩: ৩০ , অক্টোবর ২৩

৯ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজ: ২৯ ওভারে ৯৭/৯

জাস্টিন গ্রিভসকে উইকেটকিপার নুরুল হাসানের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে নবম উইকেট এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৯৭ রানে ৯ উইকেট হারিয়ে সিরিজ হারের আরেকটু কাছে ওয়েস্ট ইন্ডিজ।

১৩: ১৮ , অক্টোবর ২৩

৮ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের, রিশাদের উইকেটের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজ: ২৮ ওভারে ৯৪/৮

সিরিজে ১২ উইকেট পেয়ে গেছেন রিশাদ হোসেন
শামসুল হক

সিরিজে ১২তম উইকেট পেয়ে গেলেন রিশাদ হোসেন। বাংলাদেশও সিরিজ জয়ের আরেকটু কাছে চলে গেল। ৮২ রানে ৮ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গুড়াকেশ মোতিকে এলবিডব্লু করে তৃতীয় উইকেট পেলেন রিশাদ।

১২
সিরিজের রিশাদের উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যা বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল আরাফাত সানির, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০টি।
১৩: ০০ , অক্টোবর ২৩

৭ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজ: ২২ ওভারে ৬৮/৭

২ উইকেট পেয়েছেন তানভীর ইসলাম
শামসুল হক

২২তম ওভারের দ্বিতীয় বলে কিসি কার্টিতে কাভারে নাজমুল হোসেনে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে সপ্তম উইকেট এনে দিলেন তানভীর ইসলাম। তানভীরের এটি দ্বিতীয় উইকেট। ৬৭ রানে ৭ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

১২: ৪৩ , অক্টোবর ২৩

উইকেট শিকারে যোগ দিলেন রিশাদও, এক ওভারেই পেলেন ২ উইকেট

ওয়েস্ট ইন্ডিজ: ১৯ ওভারে ৬৪/৬

সিরিজে ১১ উইকেট পেয়ে গেলেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনার ১৯তম ওভারের প্রথম বলে আউট করেছেন শেরফান রাদারফোর্ডকে। মিডউইকেটে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন রাদারফোর্ড।

৬৩ রানে ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ বলে ১২ রান করেছেন রাদারফোর্ড।

তিন বল পরেই ষষ্ঠ উইকেট হারিয়েছেন ক্যারিবীয়রা। রিশাদের করা ফুল টসে নাসুম আহমেদকে ক্যাচ দিয়েছেন রোস্টন চেজ। তিন বলে কোনো রান করতে পারেননি চেজ। ৬৩ রানে ৬ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের।

১২: ২৪ , অক্টোবর ২৩

বাংলাদেশকে চতুর্থ উইকেট এনে দিলেন তানভীর

ওয়েস্ট ইন্ডিজ: ১৬ ওভারে ৫৪/৪

উইকেটশিকারে নাসুম আহমেদের সঙ্গী হলেন আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ১৪তম ওভারের প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপকে ফিরিয়েছেন তানভীর। ৪৬ রানে ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্লগ সুইপ করে ব্যাকওয়ার্ড পয়েন্টে নাজমুল হোসেনকে ক্যাচ দিয়েছেন ১৬ বলে ৪ রান করা হোপ।

আরও পড়ুন
১২: ১৬ , অক্টোবর ২৩

টি–টোয়েন্টি সিরিজে ফিরলেন লিটন দাস

ওয়েস্ট ইন্ডিজ: ১১ ওভারে ৩৯/৩

তৃতীয় ওয়ানডে চলার সময়ই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন এশিয়া কাপে চোটে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া অধিনায়ক লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

১২: ০৬ , অক্টোবর ২৩

আবারও উইকেট পেলেন নাসুম, এবার বোল্ড কিং

ওয়েস্ট ইন্ডিজ: ৯ ওভারে ৩৫/৩

টানা তৃতীয় ওভারে উইকেট পেলেন নাসুম আহমেদ। নবম ওভারের দ্বিতীয় বলে ব্রেন্ডন কিংকে বোল্ড করে দলকে তৃতীয় উইকেট এনে দিলেন নাসুম। ৩৫ রানে তৃতীয় উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডেতে চতুর্থবার ৩ উইকেট পেলেন নাসুম।

১১: ৫৮ , অক্টোবর ২৩

নাসুমের জোড়া আঘাত

ওয়েস্ট ইন্ডিজ: ৭ ওভারে ২৯/২

প্রথম উইকেট নেওয়ার পর নাসুম আহমেদ
প্রথম আলো

পঞ্চম ওভারে অ্যালিক আথানেজকে এলবিডব্লু করা নাসুম আহমেদ সপ্তম ওভারে এলবিডব্লু করেছেন আকিম অগাস্টকে। রিভিউ নিয়ে উইকেটটি নিলেন বাঁহাতি নাসুম। ২৮ রানে ২ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

১১: ৪৭ , অক্টোবর ২৩

রিভিউ নিয়ে বাঁচলেন কিং

ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওভার ৭/০

আম্পায়ার মাসুদুর রহমানের ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। বল ব্র্যান্ডন কিংয়ের ব্যাটের কিনারায় লাগলেও বাংলাদেশের আবেদনে সাড়া দেন মাসুদুর। সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নিয়ে বেঁচে গেলেন কিং।

১১: ৪২ , অক্টোবর ২৩

প্রথম ওভারে সাবধানী ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ: ১ ওভার ১/০

রান তাড়া করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ব্যাট করছেন অ্যালিক অ্যাথানেজ ও ব্র্যান্ডন কিং। প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন নাসুম আহমেদ। নাসুমের প্রথম চার বলে রান নিতে পারেননি অ্যাথানেজ। পঞ্চম বলে নিয়েছেন সিঙ্গেল। শেষ বলে ডট দিয়েছেন কিং।

১১: ০৪ , অক্টোবর ২৩

৩০০ হলো না, বাংলাদেশ থামল ২৯৬ রানে

ইনিংস শেষে ফিরছেন মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান
শামসুল হক

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শেষ বলে চার মারলেই ৩০০ হয়ে যেত, কিন্তু বাংলাদেশ অধিনায়ক মিরাজ ক্যাচ দিয়েছেন অগাস্টকে। উইকেটটি পেয়েছেন গুড়াকেশ মোতি। ৮ উইকেটে ২৯৬ রানে থামল বাংলাদেশ। মিরাজ ফিরেছেন ১৭ বলে ১৭ রান করে। নুরুল হাসান অপরাজিত থাকলেন ৮ বলে ১৬ রান করে।

১৪
বাংলাদেশে ইনিংসে ছক্বা। যা ওয়ানডেতে বাংলাদেশের যৌথ সর্বোচ্চ। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৩য় ওয়ানডেতেও ১৪টি ছক্কা ছিল বাংলাদেশের ইনিংসে।

সৌম্য সরকার ও সাইফ হাসানের অসাধারণ সূচনার পর ৩০০ না করতে পারাটাতে ব্যর্থতাই বলতে হবে। ২৫.২ ওভারে ১৭৬ রানের জুটি গড়েছিলেন সৌম্য ও সাইফ। ৫ রানের ব্যবধানে দুজনের বিদায়ের পর নাজমুল ও হৃদয় স্কোরটাকে নিয়ে গিয়েছিলেন ২৩১ রানে।

এরপর দ্রুতই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এর ৩টিই ৪৬তম ওভারে নিয়েছেন আকিল হোসেন। সেখান থেকে ২৪ বলে ৩৫ রানের জুটি গড়েন নুরুল ও মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সৌম্য ৯১, সাইফ ৮০, নাজমুল ৪৪, হৃদয় ২৮, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ৪/৪১, অ্যাথানেজ ২/৩৭, চেজ ১/৫৩, মোতি ১/৫৩)।
১০: ৫৯ , অক্টোবর ২৩

৪৯ ওভারে ২৯০, বাংলাদেশ কি ৩০০ করতে পারবে

বাংলাদেশ: ৪৯ ওভারে ২৯০/৭

জাস্টিন গ্রিভসের করা ৪৯তম ওভারে ১৫ রান তুলেছেন মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা ছক্কা ও চার মেরেছেন নুরুল।

১০: ৫২ , অক্টোবর ২৩

৭ বছরের মধ্যে মিরপুরে বাংলাদেশে সর্বোচ্চ

বাংলাদেশ: ৪৮ ওভারে ২৭৫/৭

২০১৮ সালের জানুয়ারির পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস খেলল বাংলাদেশ। ২০১৮ সালের ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ৩২০ করার পর গত সাত বছরে এ মাঠে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ২৭১।

১০: ৪৯ , অক্টোবর ২৩

বাংলাদেশ: ৪৭ ওভারে ২৭২/৭

জাস্টিন গ্রিভসের করা ওভারে ১১ রান এসেছে। একটি চার মেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

১০: ৪০ , অক্টোবর ২৩

১ ওভারে ৩ উইকেট আকিলের, ৭ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ৪৬ ওভারে ২৬১/৭

৪৬তম ওভারের প্রথম বলে মাহিদুল ইসলামকে বোল্ড করেছেন আকিল হোসেন। হাঁকাতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন ১০ বলে ৬ রান করা ব্যাটসম্যান। ২৫৯ রানের পঞ্চম উইকেট খোয়াল বাংলাদেশ।

তিন বল পর রিশাদকেও ফিরিয়েছেন আকিল। ছক্কা মারতে গিয়ে পিয়েরের ক্যাচ হয়েছেন রিশাদ। আজ ৬ বলে ৩ রান করেছেন এই হার্ড হিটিং ব্যাটসম্যান। ২৬০ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।

ওভারের শেষ বলে অগাস্টের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন নাসুম আহমেদও। ওভারটায় ২ রান দিয়ে ৩ উইকেট নিলেন আকিল।

ওয়ানডে ক্যারিয়ার প্রথমবার ৪ উইকেট পেলেন ক্যারিবীয় স্পিনার।

১০: ৩১ , অক্টোবর ২৩

অ্যাথানেজের অসাধারণ ক্যাচের শিকার নাজমুল

বাংলাদেশ: ৪৫ ওভারে ২৫৯/৪

৪৩তম ওভারে পঞ্চম বলে ক্যাচ তুলেছিলেন নাজমুল হোসেন। গুড়াকেশ মোতি সহজ ক্যাচটি নিতে পারেননি। তিন বল পরেই অবশ্য বিদায় নিয়েছেন সাবেক অধিনায়ক। নিজের বলেই মিড অফে দিকে দৌড়ে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন অ্যালিক অ্যাথানেজ।

দলকে ২৫২ রানে রেখে ব্যক্তিগত ৪৪ রানে ফিরলেন নাজমুল। ৫৫ বলের ইনিংসে ৩টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি। বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট।

১০: ১৯ , অক্টোবর ২৩

হৃদয়ের বিদায়, ২৩১ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ: ৪২ ওভারে ২৪৭/৩

অ্যালিক অ্যাথানেজকে স্লগ সুইপ করে ছক্কা মারতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়। টাইমিংয়ে গড়বড় করে শুধু ডিপ মিডউইকেটে ক্যাচই দিতে পেরেছেন। ২৩১ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ৪৪ বলে ২৮ রান করে ফিরলেন হৃদয়।

ব্যাটিংয়ে নেমেছেন মাহিদুল ইসলাম।

৪২তম ওভারের প্রথম ছক্কা মেরেছেন নাজমুল হোসেন। আকিল হোসেন চেষ্টা করেছিলেন ক্যাচটি নেওয়ার। বাউন্ডারিতে বলটি ধরে ভারসাম্য রাখতে ছুঁড়ে দিলেও মাঠের ভেতরে রাখতে পারেননি।

১০: ০৯ , অক্টোবর ২৩

হৃদয়–নাজমুল এগোচ্ছেন ধীরে–সুস্থে

বাংলাদেশ: ৩৮ ওভারে ২২২/২

সাইফ–সৌম্যর বিদায়ের পর রানের চাকা একটু মন্থর হয়েছে বাংলাদেশ। মাঝে টানা ৪১ বলে কোনো বাউন্ডারি পাননি নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়। ৩৭তম ওভারে খ্যারি পিয়েরকে চার মেরে সেই খরা কাটিয়েছেন হৃদয়।

০৯: ৫০ , অক্টোবর ২৩

৩২তম ওভারে ২০০

বাংলাদেশ: ৩৩ ওভারে ২০৩/২

৩২তম ওভারে ২০০ রানের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। ওভারের শেষ বলে আম্পায়ার তাওহিদ হৃদয়কে কট বিহাইন্ড আউট দিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বাংলাদেশ ব্যাটসম্যান। টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের বেশ দূরেই ছিল। সিদ্ধান্ত বদলকে হৃদয়কে নটআউট ঘোষণা করা হয়।

০৯: ৩৯ , অক্টোবর ২৩

মিরপুরে বাংলাদেশের ছক্কার রেকর্ড

বাংলাদেশ: ৩১ ওভারে ১৯৮/২

৩০তম ওভারের পঞ্চম বলে জাস্টিন গ্রিভসকে ছক্কা মেরেছেন নাজমুল হোসেন। যেটি এই ম্যাচে বাংলাদেশের ১১তম ছক্কা। মিরপুরে ওয়ানডেতে এক ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এর আগে দুবার ১০টি করে ছক্কা ছিল মিরপুরে।
০৯: ২৮ , অক্টোবর ২৩

সেঞ্চুরি পেলেন না সৌম্য

বাংলাদেশ: ২৯ ওভারে ১৮৪/২

আউট হয়ে ফিরছেন সৌম্য সরকার
শামসুল হক

আকিল হোসেন লোপ্পা এক বলই করেছিলেন। ২৯তম ওভারের প্রথম সেই বলে হাাঁকাতে গিয়ে মিডউইকেটে অগাস্টের হাতে ক্যাচ দিয়েছেন ৯১ রানে দাঁড়ানো সৌম্য। তাতে চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া হলো না সৌম্যর। ৮৬ বলে ৪ ছক্কায় ৯১ রান করেছেন সৌম্য। ১৮১ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমেছেন নাজমুল হোসেন।

০৯: ১৩ , অক্টোবর ২৩

সাইফের বিদায়ের ভাঙল ১৭৬ রানের জুটি

বাংলাদেশ: ২৮ ওভারে ১৮১/১

প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ২৬তম ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের ক্যাচ হয়েছেন সাইফ হাসান। ১৭৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রান করে ফিরলেন সাইফ।

উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়। অন্য পাশে আছেন ৯১ রানে অপরাজিত সৌম্য সরকার।

সাইফ–সৌম্যর ১৭৬ ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২৯২, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন–তামিমের।
০৯: ০৩ , অক্টোবর ২৩

১৫০ পেরিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ: ২৩ ওভারে ১৬০/০

২২তম ওভারের দ্বিতীয় বলে ১৫০ পেরিয়েছে বাংলাদেশ। সাইফের ষষ্ঠ ছক্কায় মাইলফলকটি পেরিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ষষ্ঠবার ১৫০ রান এলো। সর্বোচ্চ ২৯২, ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন ও তামিমের।

০৮: ৫২ , অক্টোবর ২৩

২০ ওভার শেষে বাংলাদেশ ১৩৯/০

অ্যালিক অ্যাথানেজের করা ২০তম ওভারে ১৩ রান তুলেছে বাংলাদেশ। সৌম্য একটি চার ও সাইফ একটি ছক্কা মেরেছেন। ডাউন দ্য উইকেটে এসে মারা ছক্কাটি সাইফের পঞ্চম ছক্কা। সাইফ ৫৫ বলে ৬১ ও সৌম্য ৬৫ বলে ৭৪ রানে ব্যাটিং করছিলেন।

০৮: ৩৬ , অক্টোবর ২৩

শতরানের উদ্বোধনী জুটি, সৌম্যর পর সাইফেরও ফিফটি

বাংলাদেশ: ১৮ ওভারে ১২৩/০

শতরানের উদ্বোধনী জুটি গড়েছেন সৌম্য সরকার (বাঁয়ে) ও সাইফ হাসান
শামসুল হক

গুড়াকেশ মোতির করা ১৬তম ওভারে চতুর্থ বলে ছক্কা মেরে একসঙ্গে দুই কাজ করে ফেললেন সাইফ হাসান। ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলার সঙ্গে বাংলাদেশকেও ১০০ রান এনে দেন ওভারের প্রথম বলে কঠিন ক্যাচ তুলে অল্পের জন্য বেঁচে যাওয়া সাইফ। ওভারের শেষ বলে চার মেরে নিজের প্রথম ওয়ানডে ফিফটিও পেয়ে গেছেন সাইফ।

আরও পড়ুন
ফিফটির পর সাইফ হাসান
শামসুল হক
০৮: ২৭ , অক্টোবর ২৩

সৌম্যর ফিফটি

বাংলাদেশ: ১৪ ওভারে ৯৪/০

ফিফটির পর সৌম্য সরকার
শামসুল হক

ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি পেলেন সৌম্য সরকার। বাংলাদেশ ওপেনার ১৪তম ওভারে চতুর্থ বলে ২ রান নিয়ে ছুঁয়েছেন এই মাইলফলক। ২ বল আগেই গুড়াকেশ মোতিকে ফিরতি ক্যাচ প্রায় দিয়েই ফেলেছিলেন সৌম্য।

সৌম্য ১৩তম ফিফটিও পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর। এরপর তিন ইনিংস পর আবার এই সংস্করণে ফিফটি পেলেন এই বাঁহাতি ওপেনার।

০৮: ১২ , অক্টোবর ২৩

১০ বছরের মধ্যে মিরপুরে সর্বোচ্চ উদ্বোধনী জুটি

বাংলাদেশ: ১৩ ওভারে ৯০/০

উদ্বোধনী জুটিতে ৯০ রান তুলে ফেলেছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। ২০১৫ সালে ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

সাইফ হাসান ৩৪ বলে ৩৯ ও সৌম্য ৪৪ বলে ৪৮ রানে ব্যাট করছিলেন।

০৮: ০৪ , অক্টোবর ২৩

৭বছর ১০ মাস পর মিরপুরে ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের ‘৫০’

বাংলাদেশ: ৯ ওভারে ৬৫/০

দারুণ খেলছেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান
শামসুল হক

ঝড় তুলেছেন সাইফ হাসান ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৫০ ছুঁয়ে প্রায় ভুলে যাওয়া এক স্মৃতিও ফিরিয়েছেন দুজন। ২০১৮ সালের জানুয়ারির পর ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশের এটিই প্রথম ৫০ ছোঁয়া জুটি। ২০ ইনিংস পর মিরপুরে ৫০ রানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ।

আজকের আগে সর্বশেষ ২০১৮ সালের ১৮ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন এনামুল হক ও তামিম ইকবাল।

সাইফ ২১ বলে ২৮ ও ও সৌম্য ৩৩ বলে ৩৬ রানে ব্যাট করছিলেন।

নবম ওভারে রিভিউ নিয়ে বেঁচেছেন সাইফ হাসান। খ্যারি পিয়েরের এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। আল্ট্রা এজে ব্যাট–বলের সংযোগ ধরা পড়ায় সিদ্ধান্ত বদল হয়।

০৭: ৫০ , অক্টোবর ২৩

৭ ওভারে বাংলাদেশ ৪৩/০

আকিল হোসেনের করা পঞ্চম ওভারে ১–২ রান করে ৭ রান নিয়েছেন সাইফ ও সৌম্য। রোস্টন চেজের করা পরের ওভারে এসেছে ৯ রান। তৃতীয় বলে রিভার্স সুইপ করে ছক্কা মেরেছেন সৌম্য। আকিলের করা সপ্তম ওভারে এসেছে ৫ রান। একটি চার মেরেছেন সৌম্য।

০৭: ৪০ , অক্টোবর ২৩

প্রথম ছক্কা সাইফের

বাংলাদেশ: ৪ ওভারে ২১/০

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আকিল হোসেনকে কাভার দিয়ে ছক্কা মেরেছেন সাইফ হাসান। ওভারে আর রান আসেনি।

রোস্টন চেজের করা পরের ওভারে এসেছে ৭ রান। দ্বিতীয় বলে ভাগ্যক্রমেই একটি চার পেয়ে যান সৌম্য সরকার। বল তাঁর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার ও স্লিপ ফিল্ডারদের ফাঁকি দিয়ে সীমানা পেরোয়।

০৭: ৩৪ , অক্টোবর ২৩

দুই চারে শুরু বাংলাদেশের

বাংলাদেশ: ২ ওভারে ৮/০

আকিল হোসেনের করা প্রথম ওভারের প্রথম দুই বলে কোনো রান আসেনি। তবে পরের দুই বলে টানা বাউন্ডারি মেরেছেন সাইফ হাসান। বাংলাদেশ ওপেনার প্রথম চারটি মেরেছেন বোলারের মাথার ওপর দিয়ে, দ্বিতীয়টি সুইপ করে ফাইন লেগ দিয়ে।

দ্বিতীয় ওভারে কোনো রান দেননি রোস্টন চেজ। ওভারটি খেলেছেন সৌম্য সরকার।

০৭: ০৮ , অক্টোবর ২৩

কী হচ্ছে মিরপুরে

মিরপুরে সকাল থেকে রোদই ছিল। তবে দুপুরে মেঘে কিছুটা আঁধার নেমেছে। ক্রিকেটাররা যথারীতি ওয়ার্ম আপ করছেন। ব্যাটসম্যানরা নক করছেন, হচ্ছে ফিল্ডিং অনুশীলনও। এর মধ্যেই স্পিনাররা মুশতাক আহমেদের তত্ত্বাবধানে হাত ঘুরাচ্ছেন, তাঁদের দিকেই এই সিরিজে সব আলো।

০৭: ০৮ , অক্টোবর ২৩

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

০৭: ০৮ , অক্টোবর ২৩

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

০৭: ০৬ , অক্টোবর ২৩

আজও আগে ব্যাটিং করবে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচের মতো আজও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই দলই একাদশে কোনো পরিবর্তন আনেনি।

০৭: ০০ , অক্টোবর ২৩

বাংলাদেশের প্রথম টাই

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচ হয়েছে টাই। আন্তর্জাতিক ক্রিকেট শুরুর ৩৯ বছর পর প্রথম ‘টাই’–এর দেখা পেয়েছে বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে ৮১৪তম ম্যাচে এসে প্রথম ‘টাই’ লেখা হলো বাংলাদেশের ফলের ঘরে। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবার শেষে টাইয়ের দেখা পেল। 

প্রথম আলো
০৬: ৪৫ , অক্টোবর ২৩

আজ হারলে ফিরবে ২০ বছর আগের দুঃস্মৃতি

ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারলে তা হবে ওয়ানডেতে বাংলাদেশের টানা পঞ্চম ওয়ানডে সিরিজ হার। ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর কখনোই টানা পাঁচটি সিরিজ হারেনি বাংলাদেশ।

বিস্তারিত জানতে পড়ুন

আরও পড়ুন
০৬: ৪৫ , অক্টোবর ২৩

স্বাগতম

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ।