বিশ্বকাপের জন্য এখনো ‘ফিনিশার’ খুঁজছে বাংলাদেশ

বিশ্বকাপের চূড়ান্ত দলের ধারণা পাওয়া যাবে এশিয়া কাপের সময়ফাইল ছবি: প্রথম আলো

আয়ারল্যান্ডের মুঠোয় থাকা ম্যাচ শেষ মুহূর্তের ঝলকে বাংলাদেশের দিকে টেনে এনেছেন মোস্তাফিজুর রহমান-হাসান মাহমুদরা। প্রায় হারতে বসা ম্যাচ বাংলাদেশ জিতেছে ৫ রানে, সেই সঙ্গে ২-০ ব্যবধানে সিরিজও। তবে বোলারদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়ার কাজটি হয়ে গিয়েছিল ব্যাটিংয়ে। যে মাঠে আগের ম্যাচে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৩১৯ রান তুলেছিল, একই মাঠে গতকাল বাংলাদেশ ২৭৪ তুলে ৭ বল বাকি থাকতেই অলআউট হয়েছে।

৩৭তম ওভারে দুই শ ছুঁয়ে ফেলার পরও স্কোরবোর্ডে তিন শ রান তুলতে না পারায় আক্ষেপই ঝরেছে অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে। সেই সঙ্গে ফুটে উঠেছে বাংলাদেশের ব্যাটিংয়ের ফিনিশিং দুর্বলতার বিষয়ও। ২০২৩ বিশ্বকাপের দল গঠনের পথে এখন পর্যন্ত এ জায়গাটিতেই ঘাটতি দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশ্বকাপের আগে কোন দুর্বলতা কাটিয়ে ওঠা উচিত, সে প্রসঙ্গে কথা বলেছেন তামিম, ‘আমার কাছে মনে হয়, ব্যাটিংয়ে আরও ভালো করতে পারি। বিশেষ করে আজকের (গতকাল) মতো পরিস্থিতিতে। প্রথম ২৫ ওভারে আমরাই বলতে গেলে দাপট দেখিয়েছি। ওভারপ্রতি ছয়ের মতো করে রান তুলছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি। যে অবস্থায় ছিলাম, ৩০০ থেকে ৩১০ রান করা উচিত ছিল। এই একটা জায়গায় আমরা ভালো করতে পারি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ
ছবি: বিসিসি

তামিম যে জায়গাটির কথা বলছেন সেটি মূলত ৬-৭ নম্বরে নামা ব্যাটসম্যানের কাজ, যিনি ম্যাচটা শেষ করে আসবেন। দীর্ঘদিন ধরে একজন ফিনিশারের খোঁজে থাকলেও এখন পর্যন্ত ভরসা করার মতো কাউকে পাচ্ছে না বাংলাদেশ। মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, ইয়াসির আলীসহ বেশ কয়েকজনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। কিন্তু বিশ্বকাপের দলে এর মধ্যে কে থাকবেন, এখনো চূড়ান্ত করা যায়নি।

তামিম জানিয়েছেন, ফিনিশার হিসেবে নতুন কাউকে না নিয়ে পুরোনোদের মধ্য থেকেই নেওয়া হতে পারে, ‘এখনো (বিশ্বকাপের) এক দুটি জায়গা নিয়ে ভাবছি আমরা। আফিফ আছে, ইয়াসির আছে, রিয়াদ ভাই আছেন। যে সবচেয়ে মানানসই হবে, তাকে বিবেচনা করা হবে। অবশ্যই রিয়াদ ভাইয়ের অভিজ্ঞতা বড় ব্যাপার। আফিফের এমন কিছু আছে, যা খুব বেশি বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে নেই। ওর ব্যাটিং আমি উপভোগ করি। ইয়াসিরের ক্ষেত্রেও একই কথা। আমি এখনো কিছু ঠিক করে রাখিনি। এশিয়া কাপ এলে বুঝে নিতে পারবেন, বিশ্বকাপের দল কেমন হবে।’

আরও পড়ুন

ফিনিশার পজিশনের পাশাপাশি তৃতীয় ওপেনারও এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তামিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে কাল ওয়ানডে অভিষেক হয় রনি তালুকদারের। তবে ডানহাতি এ ব্যাটসম্যানের শুরুটা সুখকর হয়নি। আউট হয়ে যান ১৪ বলে ৪ রান করে।

আরও পড়ুন

তামিম অবশ্য এখনই রনিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে রাজি নন, ‘বেশির ভাগ সময় আমি আর লিটনই ওপেন করি। আজ (গতকাল) রনি ওপেন করেছে। যদিও রান পায়নি। একটা মানুষকে এক ম্যাচ সুযোগ দিয়ে বদলে ফেলাটা কতটা যুক্তিযুক্ত, আমি জানি না। সব আমার হাতেও নেই। এখানে আমার সীমাবদ্ধতা আছে। (বিশ্বকাপ দল নিয়ে ভাবার) জায়গা এটা একটা। আর ৬-৭ নম্বরেও খেলোয়াড় দেখছি আমরা।’

আরও পড়ুন