আইপিএলে ১৮ বার ম্যাচসেরা ধোনি, সবার ওপরে কে
১ মে ২০১৯
চেন্নাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ৮০ রানের জয়ে ম্যাচসেরা হলেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৪৪ রান করার পর উইকেটকিপার হিসেবে ৩টি ডিসমিসাল (১ ক্যাচ, ২ স্টাম্পিং) করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন চেন্নাই অধিনায়ক। সেই দিন কে জানত আইপিএলে আরেকবার ম্যাচসেরা হতে ৮৫ ম্যাচ অপেক্ষা করতে হবে ধোনিকে!
প্রায় ছয় বছর অপেক্ষার পর সেই ধোনি গতকাল আবার ম্যাচসেরা হলেন আইপিএলে। এবার একানায় স্বাগতিক লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১১ বলে ২৬ রান করে দলকে জেতাতে বড় ভূমিকা রেখে।
আইপিএল ক্যারিয়ারে এ নিয়ে ১৮তম বার ম্যাচসেরা হলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। যেটি তাঁকে উঠিয়ে এনেছে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়াদের চতুর্থস্থানে। বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারও ধোনির মতো ১৮ বার ম্যাচসেরা হয়ে যৌথভাবে চতুর্থস্থানে।
ধোনি-কোহলিদের চেয়ে একবার বেশি ম্যাচসেরা হয়ে তৃতীয়স্থানের আছেন রোহিত শর্মা। রোহিত সর্বশেষ ম্যাচসেরা হয়েছেন ২০২৩ সালে। রোহিতের ঠিক ওপরের নামটা ক্রিস গেইল। ১৪২ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ২২ বার ম্যাচসেরা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারকা। একটা সময় আইপিএলে ম্যাচসেরা হওয়ার রেকর্ডটা ছিল গেইলের।
২০২০ সালে তাঁকে ছাড়িয়ে যান এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালে আইপিএল ক্যারিয়ার শেষ করা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ম্যাচসেরা হয়েছেন ২৫ বার।