বাবা ওয়ার্নকে ছাড়া ‘বেঁচে থাকাটা অর্থহীন’ লাগে মেয়ে ব্রুকের

বাবা শেন ওয়ার্নের সঙ্গে ব্রুক ওয়ার্নইনস্টাগ্রাম

সবাইকে কাঁদিয়ে দুই বছর আগে এই দিনে চলে গেছেন শেন ওয়ার্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগমাখা পোস্টে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে স্মরণ করেছেন তাঁর বড় মেয়ে ব্রুক ওয়ার্ন। বাবাকে হারানোর পর এই দুই বছর কীভাবে কেটেছে, তা বোঝাতে ২৬ বছর বয়সী ব্রুকের মনে হয়েছে এই সময়টা ছিল একই সঙ্গে ‘মন্থরতম এবং দ্রুততম।’  

মুত্তিয়া মুরালিধরনের (১৩৪৭ উইকেট) পর আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (১০০১) ওয়ার্ন ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান। বয়স খুব বেশি ছিল না, মাত্র ৫২। মুষড়ে পড়া বলতে যা বোঝায়, সেটাই হয়েছিল ক্রিকেট-বিশ্বের। কিংবদন্তি এ লেগ স্পিনার যে ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। কিন্তু মাঠের বাইরে তিনি একজন দায়িত্বশীল বাবাও। আর বাবাকে হারানোর কষ্টে সন্তানের মন ভারী হয়ে আসবেই।

আরও পড়ুন

ব্রুক ওয়ার্ন সেই ভার মন নিয়েই টিকটকে লিখেছেন, ‘দুই বছর হলো তুমি নেই বাবা। তোমাকে ছাড়া এই দুই বছর সবচেয়ে দ্রুততম এবং মন্থরতমও। শুধু মনে হয়, তুমি আমাদের পাশেই আছ। মজা করছ। বলছ, পিকি ব্লাইন্ডার্সের নতুন মৌসুমটা কী দারুণ! আর তুমি বাসায় ফিরলে পরের পর্বটা আমরা একসঙ্গেই দেখব। তোমাকে ছাড়া বেঁচে থাকাটা অর্থহীন লাগে।’

ব্রুক, জ্যাকসন ও সামার—ওয়ার্নের তিন সন্তান। তাঁদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্কই ছিল টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ (১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট) উইকেটশিকারি ওয়ার্নের। তাঁর মৃত্যুর এক বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুক লিখেছিলেন, ‘তোমাকে ভালোবাসি বাবা। আমি সব সময় এভাবে মনে রাখব—হাস্যোজ্জ্বল এবং আনন্দময়।’ আরও লিখেছিলেন, ‘মনে হচ্ছে গতকাল তোমাকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সারা জীবন তুমি আমার দৃষ্টির সামনে রয়ে যাবে। আমি তোমার আলিঙ্গন অনেক মিস করি এবং তুমি বলেছিলে সব ঠিক হবে। বাবা, তোমাকে ছাড়া জীবন কখনো আগের মতো হবে না।’

ব্রুকের এখনকার পোস্টেও ‘বাবাকে ছাড়া জীবন কখনো আগের মতো হবে না’ কথাটির প্রতিফলন পাওয়া যায় এই মন্তব্যে, ‘তোমাকে ছাড়া এখানে বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাই না।’ পোস্টটি শেষ করেছেন বাবাকে ভালোবাসা জানিয়ে, ‘আমরা প্রতিদিন তোমাকে গর্বিত করার চেষ্টা করি। মিস করি তোমাকে, ভালোবাসি চিরকাল।’

আরও পড়ুন

ব্রুকের এই আবেগমাখা পোস্টে একজনের মন্তব্য, ‘জ্যাকসন, সামার এবং তোমার কথা ভাবছি। তোমার বাবা নিশ্চয়ই খুব গর্বিত।’ আরেক টিকটক ব্যবহারকারীর মন্তব্য, ‘তোমাদের কথা ভাবছি। সময় খুব দ্রুত যায়, কিন্তু সেটি সহজ হয় না।’

ওয়ার্ন কতটা জনপ্রিয় ছিলেন, সেটি অনেকের মন্তব্যেই বোঝা যায়। একজন লিখেছেন, ‘কীভাবে দুই বছর চলে গেল! ক্রিকেট ভালো লাগত না। কিন্তু শেন ওয়ার্ন দলে থাকলে আমি এমনভাবে খেলাটা দেখতাম যেন ক্রিকেটটা খুব বুঝি! বাবা নিশ্চয়ই তোমাদের নিয়ে গর্বিত।’

ওয়ার্নের সাবেক স্ত্রী সিমোন কালাহান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তুমি আমাদের হৃদয়ে থাকবে চিরকাল। আমরা তোমাকে ভালোবাসি। মিস করি।’

আরও পড়ুন