মন বলেছিল ৪ ছক্কা, রিয়ান পরাগের ব্যাট বলল ‘না ভাই, ৬টা নাও’
৯৫ রানের ইনিংসটিতে মোট ছক্কা ৮টি। এর মধ্যে ৬টিই মেরেছেন টানা।
গতকাল ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এমন ছক্কার ঝড়ই তুলেছিলেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান ছক্কাগুলো মেরেছেন ভিন্ন দুটি ওভারে। মঈন আলীর ওভারে পাঁচ বলে পাঁচটি, পরের ওভারে বরুণ চক্রবর্তীকে একটি। আইপিএলে কোনো ব্যাটসম্যানের টানা ৬ বলে ছক্কা মারার ঘটনা এটিই প্রথম।
তথ্যটা কাউকে চমকেও দিতে পারে। দেড় যুগ ধরে আইপিএল চলছে, প্রতিবছর ব্যাটসম্যানরা ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে কত রেকর্ডই না করছেন। অথচ একজন ব্যাটসম্যান টানা ছয় বলে ছক্কা মারতে পারেননি এত দিন? ক্রিস গেইল (২০১২), রাহুল তেওয়াতিয়া (২০২০), রবীন্দ্র জাদেজা (২০২১) ও রিংকু সিং (২০২৩) কাছাকাছি গিয়েছিলেন। তবে পাঁচ ছক্কাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের।
আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা ছয় বলে ছক্কার রেকর্ডই রিয়ানকে আলোচনায় আনতে যথেষ্ট ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের এক ‘ভবিষ্যদ্বাণী’ও এখন আলোচনায়। সেটাও অবশ্য ছক্কা নিয়ে। ২০১৯ সাল থেকে আইপিএলে খেললেও প্রথম কয়েক মৌসুমে ভালো কিছু করতে পারেননি।
২০২২ আসরে রাজস্থান তাঁকে ৩ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছিল। ১৭ ম্যাচের ১৪টিতে ব্যাট করে রিয়ান ১৬.৬৪ গড়ে তুলতে পেরেছিলেন মাত্র ১৮৪ রান। ঠিক পরের বছর আইপিএল শুরুর আগে টুইটারে (বর্তমানে এক্স) একটি সাহসী পোস্ট দেন আসামের এই ক্রিকেটার। লেখেন, ‘আমার মন বলছে, এবারের আইপিএলের কোনো পর্যায়ে আমি এক ওভারে চারটা ছক্কা মারব।’
আগের বছর বাজে ফর্মের পর অমন সাহসী মনোভাবের পরও অবশ্য ভালো করতে পারেননি রিয়ান। ৭ ম্যাচে ব্যাট করে রান মাত্র ৭৮, ছক্কা মোটে ৫টি। সেই পরাগই ২০২৪ সালে ঘুরে দাঁড়ান দারুণভাবে। ৪ ফিফটিসহ করেন ৫৭৩ রান। তবে ৩৩টি ছক্কা মারলেও এক ওভারে টানা ৪ ছক্কা অপূর্ণই থেকে গেছে।
অবশেষে দুই বছরের বেশি সময় পর গতকাল রিয়ান ওভারে ৪ ছক্কা নয়, ৫ ছক্কাই মেরেছেন। পরের ওভারে নিজের প্রথম বলে আরেকটি মেরে টানা ছয় ছক্কার কীর্তিও গড়েছেন।