রিজওয়ান–শাদাবকে বাবরের তিরস্কার নিয়ে কী বোঝাতে চাইলেন গুল

বাবর, শাদাব, রিজওয়ানছবি: এএফপি

সমালোচনা যেন অধিনায়ক বাবর আজমের পিছু ছাড়ছে না! মাঠে পাকিস্তান অধিনায়ক আক্রমণাত্মক নয়, তা নিয়ে সমালোচনা তো আছেই। এবার বাবর সম্পর্কে নতুন এক তথ্য দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। যা অধিনায়ক হিসেবে বাবরকে আরও বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে।

চলতি বিশ্বকাপ সবশেষ তিন ম্যাচেই হেরেছে পাকিস্তান। টানা তিন ম্যাচে হারা পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন এখন খাদের কিনারায়। অথচ বিশ্বকাপে পাকিস্তান দল শুরুটা করেছিল দুর্দান্ত।

আরও পড়ুন

প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতা পাকিস্তান দল পরের তিন ম্যাচে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। শক্তিশালী ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের চেয়ে আফগানিস্তানের বিপক্ষে হারে বাবরের সমালোচনা বেশি হচ্ছে। শুধু বাবর নয়, সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খানদের কাঠগড়ায় তোলা হচ্ছে। কেন বাবরকে মাঠে তাঁরা পরামর্শ দিচ্ছেন না—সে প্রশ্নও উঠেছে।

তবে গুল জানালেন নতুন এক তথ্য। তাঁর দাবি, বাবর চান না অন্য কেউ বোলারদের পরামর্শ দিক। স্থানীয় এক সংবাদমাধ্যমকে উমর গুল বলেছেন, ‘যখন আমি পাকিস্তান দলের সঙ্গে যুক্ত ছিলাম, দু-একটা ঘটনা দেখেছি, বোলারের সঙ্গে কথা বলায় অধিনায়ক বাবর রিজওয়ান ও শাদাবকে তিরস্কার করেছে। হয়তো সিনিয়রদের বলা হয়েছে কোনো পরামর্শ না দিতে। কারণ, সাধারণত অধিনায়ককে সিনিয়র ক্রিকেটাররা পরামর্শ দিয়ে থাকে।’

আরও পড়ুন

গত মার্চে আফগানিস্তান সিরিজে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন গুল। সেই সিরিজে অবশ্য বাবর ও রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই সিরিজে পাকিস্তানের অধিনায়কত্ব করেছিলেন শাদাব খান। গুলের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এই তথ্য সামনে নিয়ে এসেছেন। প্রশ্ন তুলেছেন, বাবর–রিজওয়ান স্কোয়াডে না থাকলে কীভাবে এই ঘটনা ঘটতে পারে? এর জবাব অবশ্য গুল এখনই দেননি।

উমর গুল
ছবি: টুইটার

আফগানিস্তানের সঙ্গে হারের পর বাবরের সমালোচনা করেছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম, সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক, সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান ও অলরাউন্ডার শোয়েব মালিক।

আরও পড়ুন