এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ভারতের

ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ঋষভ পন্তছবি: এএফপি

ফুল টস বলে সুইপ করে স্কয়ার লেগ দিয়ে চার মেরেই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে বোলিংয়ে স্বাগত জানালেন বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান। পরের বলটাকে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা। তৃতীয় বলটায় কোনো রান নিতে পারলেন না পুরান। তবে চতুর্থ ও পঞ্চম বলে একস্ট্রা কাভার ও লং অফ দিয়ে ছক্কা মেরে দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পুরান।

সর্বনাশটা হলো ওভারের শেষ বলে! প্রথম ৫ বলে ২২ রান তুলেও দুরূহ এক সিঙ্গেল নেওয়ার শখ হলো পুরানের। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হুঁশ ফিরলেও ক্রিজে আর ফিরতে পারেননি তিনি। কাভার থেকে সঞ্জু স্যামসনের থ্রো ধরে ৮ বলে ২৪ রান করা পুরানকে রানআউট করে দিলেন ভারতের উইকেটকিপার ঋষভ পন্ত।

ওয়েস্ট ইন্ডিজের সিরিজে টিকে থাকার সম্ভাবনার সমাপ্তিও যেন ইনিংসের পঞ্চম ওভারের শেষ ওই বলে। ৪৯ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের হয়ে এরপর আর জয়ের সমীকরণ মেলানোর মতো ব্যাটিং করতে পারেননি কেউ। ফল, যুক্তরাষ্ট্রের আজ লডারহিলে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৩২ রানে অলআউট হয়ে ৫৯ রানের হার। তাতে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজটা জিতে নিল রোহিত শর্মার ভারত। সিরিজের শেষ ম্যাচ কাল রাতে লডারহিলেই।

ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন সূর্যকুমার ও রোহিত
ছবি: এএফপি

ভারতের হয়ে ১২ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অর্শদীপ সিং। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আবেশ খান, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণয়। তবে ৪ ওভারে ১৭ রান দেওয়া পেসার আবেশ খান হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

এর আগে কোনো ৫০ ছোঁয়া ইনিংস ছাড়াই ৫ উইকেটে ১৯১ রান তোলে ভারত। ৩১ বলে সর্বোচ্চ ৪৪ রান ঋষভ পন্তের। তবে ভারতের ইনিংসটা ১৯০ ছাড়িয়ে মূলত দলটির উদ্বোধনী জুটি ও সাতে নামা অক্ষর প্যাটেলের সৌজন্যে।

রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের উদ্বোধনী জুটি ৪.৪ ওবারেই ৫৩ রান এনে দেয় ভারতকে। ২ চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৩৩ রান করেন অধিনায়ক রোহিত। ৫ বল পর ফেরা সূর্যকুমার ১৪ বলে করেন ২৪ রান। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ১ চার ও ২ ছক্কায়।

দুজনের বিদায়ে পর মাঝের ওভারে ভারতের রান তোলার গতি একটু মন্থর হয়ে যায়। দীপক হুদা ১৯ বলে ২১ ও পন্ত ৬ চারে ৩১ বলে ৪৪ রান করে ফেরার পর দিনেশ কার্তিক ৯ বলে করেন ৬ রান। প্যাটেলের ক্যামিও শেষ ১১ বলে ২৭ রান এনে দেয় ভারতকে। সঞ্জু স্যামসন অপরাজিত ছিলেন ২৩ বলে ৩০ করে।

আরও পড়ুন