কোহলির হাতে আছে ৭৬ ইনিংস, সামনের ৩ ইনিংসে কি পারবেন

মাইলফলক আর রেকর্ডের হাতছানি নিয়ে ইংল্যান্ড সিরিজ শুরু করবেন বিরাট কোহলিবিসিসিআই

তিন ইনিংস, বিরাট কোহলির প্রয়োজন ৯৪ রান। একটু ভুল বলা হলো, আসলে ৯৪ রান করার জন্য কোহলির হাতে আছে আরও ৭৬টি ইনিংস!

ভাবছেন, তিন ম্যাচ, ৭৬ ইনিংস, ৯৪ রান—এ আবার কেমন কথা! তাহলে ব্যাপারটা খোলাসাই করা যাক। শচীন টেন্ডুলকারের ১৯ বছরের পুরোনো একটি রেকর্ড ভাঙার হাতছানি কোহলির সামনে। সেই রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন আর ৯৪ রান। তবে এই রান করলেই শুধু হবে না, রানটা করতে হবে আর ‘মাত্র’ ৭৬টি ওয়ানডে ইনিংসে!

কিংবদন্তি শচীন টেন্ডুলকার
ইনস্টাগ্রাম

২৯৫ ওয়ানডে খেলে ১৮৩ ইনিংস ব্যাটিং করে কোহলির রান এখন ১৩৯০৬। ১৪০০০ রানের মাইলফলকে পৌঁছাতে তাঁর প্রয়োজন আর মাত্র ৯৪ রান। বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩৬ বছর বয়সী কোহলি এই মাইলফলকে পৌঁছাবেন। তাঁর আগে আর কারও এই মাইলফলকে পৌঁছানোর সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। বর্তমানে খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে কোহলির পরে যিনি আছেন, সেই রোহিত শর্মার রান ১০৮৬৬।

কোহলির আগে ১৪০০০ রানের মাইলফলকে পৌঁছেছেন ভারতের কিংবদন্তি টেন্ডুলকার ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। কোহলি যদি ৫৪ ম্যাচের মধ্যে ৯৪ রান করতে পারেন, তাহলে এক দিক থেকে দুজনকেই ছাড়িয়ে যাবেন। তিনি হয়ে যাবেন ১৪০০০ রানের মাইলফলকে পৌঁছানো দ্রুততম ব্যাটসম্যান।

আরও পড়ুন

টেন্ডুলকার ১৪০০০ রানের মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ৩৫০ ইনিংস, সাঙ্গাকারা ৩৭৮টি। কোহলি আগামী পরশু শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৯৪ রান তুলতে পারবেন? তাহলে যে ২৮৬ ইনিংসে ১৪০০০ রান তুলে ভেঙে ফেলবেন টেন্ডুলকারের ১৯ বছর বয়সী রেকর্ডটি।

এই সিরিজে না হলেই–বা ক্ষতি কী, কোহলির হাতে তো রেকর্ড গড়ার জন্য এরপরও অনেক ইনিংস থাকবে—৭৩টি!