ওয়ার্নার-উইলিয়ামসনরা পিএসএলে নাম লেখানোয় টাকা দিচ্ছে পিসিবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি—এমন কয়েকজন তারকা ক্রিকেটার এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন।
ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর আর্থিক চাপ কমাতে এবং ভবিষ্যতে আরও বড় নামের ক্রিকেটারদের নিয়ে আসায় উদ্বুদ্ধ করতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে টাকা দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বার্তা সংস্থা আইএএনএস এবং ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম দুটির খবরে বলা হয়েছে, পিএসএলের দশম আসরে অংশ নিতে যাওয়া ছয় বিদেশি খেলোয়াড়ের প্রত্যেককে ১ লাখ ডলার (১ কোটি ২১ লাখ টাকা) করে দেবে পিসিবি। এই অর্থ বোর্ডের একটি বিশেষ তহবিল থেকে ছাড়া হবে, যেখানে ১০ লাখ ডলার (১২ কোটি ১৬ লাখ ৪৩ হাজার টাকা) জমা আছে।
পিসিবির এই সিদ্ধান্ত শুধু ফ্র্যাঞ্চাইজিগুলোকে সহায়তা করাই নয়; বরং পিসিএলে অংশ নেওয়ার জন্য খেলোয়াড়দের জন্য পুরস্কারস্বরূপ। ভবিষ্যতেও খেলোয়াড়েরা পিসিবির তহবিল থেকে টাকা পাবেন।
১৩ জানুয়ারি লাহোরের ঐতিহ্যবাহী স্থান হাজুরি বাগে অনুষ্ঠিত হয় পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের আগেই পিসিবি জানিয়ে দিয়েছিল, বড় মাপের (এলিট) খেলোয়াড় কিনতে পিএসএলের ছয় ফ্র্যাঞ্চাইজিকে পুরো অর্থ পরিশোধ করতে হবে না। তাদের ওপর থেকে আর্থিক চাপ কমাতে কিছু অর্থ বোর্ডের পক্ষ থেকে দেওয়া হবে। ঘোষণা অনুযায়ী সেটিই করতে যাচ্ছে পিসিবি।
উদাহরণ হিসেবে বলা যায় ডেভিড ওয়ার্নারের নাম। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার এবারের পিএসএলে সবচেয়ে দামি খেলোয়াড়। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ওয়ার্নারকে ৩ লাখ ডলারে (৩ কোটি ৬৪ লাখ টাকা) কিনেছে করাচি কিংস। তবে ওয়ার্নারকে দলে ভেড়ানোর জন্য করাচি দেবে ২ লাখ ডলার (২ কোটি ৪৩ হাজার টাকা)। বাকি ১ লাখ ডলার (১ কোটি ২১ লাখ টাকা) পরিশোধ করবে পিসিবি। এভাবে আরও পাঁচ বিদেশি খেলোয়াড়কে টাকা দেবে বোর্ড।
পিএসএলের যে ৬ বিদেশি ক্রিকেটারকে টাকা দেবে পিসিবি
এ ব্যাপারে পিসিএলের এক কর্মকর্তা বার্তা সংস্থা আইএএনএসকে বলেছেন, ‘উদাহরণস্বরূপ ওয়ার্নারের পাওনা ৩ লাখ মার্কিন ডলারের মধ্যে ১ লাখ পিসিবির বিশেষ তহবিল থেকে পরিশোধ করা হবে। প্লেয়ার্স ড্রাফটের সময় নাম লেখানো এলিট খেলোয়াড়দের অর্থ প্রদানে সহায়তা করতে পিসিবি তহবিলটি ব্যবহার করবে।’
পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়, আইপিএল সচরাচর মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলে। কিন্তু এ বছর ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি থাকায় ওই সময়ে পিএসএলের দশম আসর আয়োজন করতে পারবে না পিসিবি। এর পরিবর্তে টুর্নামেন্ট হবে ১০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত। একই সময়ে আইপিএলের ১৮তম আসরও চলবে।