পিএসএলে নাহিদ রানার দলে সঙ্গী কারা

বাংলাদেশি ফাস্ট বোলার নাহিদ রানা পিএসএলে পেশোয়ার জালমিতে খেলবেনছবি: বিসিবি

নাহিদ রানাকে আগেই দেখেছে পাকিস্তান; গত বছর আগস্ট–সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁকে আরও ভালোভাবে দেখার সুযোগ দেশটির ক্রিকেটপ্রেমীদের জন্য।

দর্শকদের এ তালিকায় থাকবেন বাবর আজম ও সাইম আইয়ুবও। চাইলে কল্পনায় এখনই একটা ছবি এঁকে রাখতে পারেন—পিএসএলে আগুন ঝরাচ্ছেন নাহিদ, আর তাই দেখে সতীর্থ হিসেবে করতালি দিচ্ছেন পেশোয়ার জালমি অধিনায়ক বাবর ও ওপেনার সাইম। রানাকে খেলতে কেমন লাগে, সেটা যে তাঁরা আগেই জানেন!

বাবর ও সাইমের মোটেও খুব স্বস্তি লাগার কথা নয়। পাকিস্তানের ধবলধোলাই হওয়া সেই টেস্ট সিরিজে বাবর দুই ম্যাচেই নাহিদের বলে আউট হয়েছেন। ওপেনার হিসেবে সাইমকেও সামলাতে হয় নাহিদের তোপ।

এবারের পিএসএলে অবশ্য পরিস্থিতি ভিন্ন। পেশোয়ার জালমিতে নাহিদ রানা তাঁদের সতীর্থ। ক্যারিয়ারে এই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে ডাক পেলেন ২২ বছর বয়সী এই পেসার।

ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির আশপাশে বোলিং করা নাহিদকে নিশ্চয়ই সেভাবেই যত্ন নেবে পিএসএলে একবারের চ্যাম্পিয়ন জালমি। টিম ম্যানেজমেন্টের পাশাপাশি সতীর্থদেরও তাতে ভালো ভূমিকা থাকবে। আগ্রহটা তাই সে জন্যও হতে পারে—পেশোয়ার জালমিতে নাহিদের সতীর্থ হচ্ছেন কারা?

পেশোয়ার জালমি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মুকিম, আলী রাজা, টম কোহলার–ক্যাডমোর (উইকেটকিপার), করবিন বশ, মোহাম্মদ আলী, মিচেল ওয়েন, আবদুল সামাদ, নাহিদ রানা, হুসেইন তালাত, ম্যাক্স ব্রায়ান্ট, নজিবুল্লাহ জাদরান, মাজ সাদাকাত, আলজারি জোসেফ ও আহমেদ দানিয়াল।

পিএসএলে পরশু প্লেয়ার্স ড্রাফটের পর ১৯ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে জালমি। বাবর ও সাইমের কথা আগেই বলা হয়েছে, যাঁরা ইংল্যান্ডের ব্যাটসম্যান টম কোহলার–ক্যাডমোরের সঙ্গে আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে।

আরও পড়ুন

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তিনজন—দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার করবিন বশ, পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ও পেসার মোহাম্মদ আলী। শেষের জন অবশ্য নাহিদ রানার পরিচিত। সর্বশেষ টেস্ট সিরিজেই নাহিদের মুখোমুখি হতে হয়েছিল।

গত সোমবার লাহোরের ঐতিহ্যবাহী হাজুরি বাগে পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে
ছবি: পিসিবি

গোল্ড ক্যাটাগরিতে নাহিদ নিজেই আছেন। এই ক্যাটাগরিতে বাকি দুজন—আবদুল সামাদ ও  হুসেইন তালাত। সিলভার ক্যাটাগরিতে পাঁচজন এবং ইমার্জিং ক্যাটাগরিতে দুজনকে নিয়েছে জালমি। আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান (সিলভার) তাঁদের মধ্যে বেশ পরিচিত নাম।

করাচি কিংস স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), জেমস ভিন্স, হাসান আলী, আরাফাত মিনহাস, ইরফান খান, জাহিদ মাহমুদ, টিম সাইফার্ট (উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিল্‌নে, আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ, আমির জামাল, মির হামজা, লিটন দাস (উইকেটকিপার), রিয়াজউল্লাহ, ফাওয়াদ আলী, কেইন উইলিয়ামসন, মোহাম্মদ নবী, ওমাইর ইউসুফ ও মির্জা মামুন।

সিলভার ক্যাটাগরিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাক্স ব্রায়ান্টও আছেন। পরশু ড্রাফটের শেষ পর্যায়ে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফ ও পাকিস্তানের পেসার আহমেদ দানিয়ালকে টেনেছে জালমি।

সেই দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকেও আউট করেছিলেন নাহিদ রানা। মাসুদ এবার করাচি কিংসের অধিনায়ক, যে দলে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন লিটন দাস

গত বছর পাকিস্তান সফরে গতির ঝড় তুলে পাকিস্তানিদের নজর কাড়েন নাহিদ রানা
ছবি: এএফপি

নাহিদের বিষয়ে নিশ্চয়ই লিটনের কাছে জানতে চাইবেন মাসুদ, ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসনরা। করাচি কিংসে এবার এসব তারকাকে যে সতীর্থ হিসেবে পাচ্ছেন লিটন! ড্রাফটের পর ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে একবারের চ্যাম্পিয়ন কিংস। নিউজিল্যান্ডের টিম সাইফার্ট ও অ্যাডাম মিল্‌নে, আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং ইংল্যান্ডের জেমস ভিন্সরা আছেন কিংসে।

আরও পড়ুন

নাহিদের ব্যাপারে খোলনলচে জানতে হয়তো প্রশ্ন করা হবে রিশাদ হোসেনকেও। বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে টেনেছে দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স, যে দলের অধিনায়ক বিপিএল খেলে যাওয়া পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি।

লাহোর কালান্দার্স স্কোয়াড: শাহিন আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, আবদুল্লাহ শফিক, জামান খান, জাহানদাদ খান, সিকান্দার রাজা, ডেভিড ভিসা, ড্যারিল মিচেল, কুশল পেরেরা (উইকেটকিপার), আসিফ আফ্রিদি, আসিফ আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ আখলাক (উইকেটকিপার), মোমিন কামার, মোহাম্মদ আজাব, টম কারেন, স্যাম বিলিংস (উইকেটকিপার), সালমান মির্জা ও মুহাম্মদ নাঈম।

কালান্দার্সে রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন পাকিস্তানের ফখর জামান, হারিস রউফ, আবদুল্লাহ শফিক, আসিফ আলীদের। আছেন ইংল্যান্ডের টম কারেন, স্যাম বিলিংসও। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, শ্রীলঙ্কার কুশল পেরেরা ও নামিবিয়ার ডেভিড ভিসাও আছেন।