ভেঙ্কটেশ মারলেন ১০৬ মিটার, আইপিএলে সবচেয়ে বড় ছক্কা কার

আইপিএলে গতকাল রাতে বেঙ্গালুরুর বিপক্ষে ১০৬ মিটার দূরত্বের ছক্কা মারেন কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ারআইপিএল

আইপিএলে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ভেঙ্কটেশ আইয়ারের প্রথম ছক্কা কি মনে আছে? নবম ওভারে বেঙ্গালুরুর বাঁহাতি স্পিনার মায়াঙ্ক দাগারের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অন দিয়ে বিশাল ছক্কা মারেন কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটসম্যান। আইপিএলের এবারের মৌসুমে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় ছক্কা—১০৬ মিটার দূরত্ব পার করেন ভেঙ্কটেশ।

আরও পড়ুন

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, গত বুধবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০৩ মিটার দূরত্বের ছক্কা মেরেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান কিষান। তাঁর সেই ছক্কাকে পেছনে ফেলে এবার আইপিএলে সবচেয়ে ছক্কা মারার তালিকায় শীর্ষে উঠলেন ভেঙ্কটেশ।

আইপিএলে পৃথিবীর সেরা সব হার্ডহিটার ব্যাটসম্যানরা খেলেন। স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে ছক্কাবৃষ্টি এবং বড় বড় সব ছক্কাই প্রত্যাশিত। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এবারসহ আইপিএলের মোট ১৭ সংস্করণের মধ্যে গত বছর আইপিএলে ছক্কা হয়েছে সবচেয়ে বেশি—১১২৪টি!

বেঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি ২০২৩ সালের সংস্করণে ১১৫ মিটার দূরত্বের ছক্কাও মেরেছেন। আর আইপিএলের এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৬ ছক্কা মারার রেকর্ডও গত বছরই গড়েন ডু প্লেসি।

আরও পড়ুন

প্রশ্ন উঠতে পারে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ছক্কাটি কে মেরেছেন? সে জন্য ফিরে তাকাতে হবে ২০০৮ আইপিএলের প্রথম মৌসুমে। সেবার চেন্নাই সুপার কিংসের প্রোটিয়া অলরাউন্ডার অ্যালবি মরকেল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১২৪ মিটার দূরত্বের ছক্কা মেরেছিলেন।

মজার ব্যাপার, সে মৌসুমেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে একই দূরত্বের ছক্কা মারেন বেঙ্গালুরুর পেসার প্রাভিন কুমার ! আইপিএল ইতিহাসে মরকেল ও প্রাভিনের সেই ছক্কা দুটিই সবচেয়ে বড়।

আইপিএলে মাত্র শুরু হয়েছে। এখন পর্যন্ত হয়েছে মাত্র ১০ ম্যাচ। নিশ্চিতভাবেই সামনে ছক্কার নতুন নতুন কীর্তি আরও দেখা যাবে।

আরও পড়ুন