বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক ভলভার্ট

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের অধিনায়ক লরা ভলভার্টএক্স থেকে

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। তিন সংস্করণের ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে দলটির অধিনায়ক হয়েছেন লরা ভলভার্ট। আজ ২৪ বছর বয়সী এই ব্যাটারকে নেতৃত্বে রেখে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ দুটি সিরিজ খেলতে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ভলভার্ট অধিনায়ক হিসেবে সুনে লুসের স্থলাভিষিক্ত হয়েছেন। সুনে লুস ‘ক্রিকেটে মনোযোগ দিতে’ গত আগস্টে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে ভলভার্টকে ভারপ্রাপ্ত অধিনায়ক বানানো হয়। অধিনায়কত্ব করলে ব্যাটিংয়ে প্রভাব পড়ে কি না, ভলভার্ট সেটা দেখে স্থায়ী অধিনায়কত্ব নিয়ে ভাববেন বলে জানিয়েছিলেন তখন।

আজ ভলভার্টকে স্থায়ী অধিনায়ক ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নির্বাচকদের আহ্বায়ক ক্লিন্টন দু প্রিস বলেন, ‘ভলভার্টকে আনুষ্ঠানিক অধিনায়কত্ব দেওয়া এবং তরুণ ও সিনিয়র খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি আমাদের পরবর্তী ধাপের পরিকল্পনার অংশ।’

আরও পড়ুন

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ মিস করছেন পেসার আয়াবোঙ্গা খাকা এবং অলরাউন্ডার ক্লো ট্রায়ন ও নাদিন দি ক্লার্ক। তাঁদের জায়গায় প্রথমবারের মতো টি–টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আয়ান্দা লাবি এবং এলিস–মারি–মার্কস। লাবি এ বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলেছেন।

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে আগামী ৩ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে। আর ১৬ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে হবে ওয়ানডে সিরিজ।

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল: লরা ভলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, অ্যানারি ডার্কসেন, মিকি ডি রিডার, লারা গুডাল, আয়ান্দা লাবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ–মারি–মার্কস, ননকুলুলেকো মালাবা, তামি সেখুখুনে, ননদুমিসো শানগাসে ও দেলমি টাকার।

আরও পড়ুন