কোহলি-রোহিত নন, তরুণদের টি-টোয়েন্টি দলে চান শাস্ত্রী

ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলিছবি: এএফপি

বিরাট কোহলি আর রোহিত শর্মার দিন কি তবে শেষ, এবার কি প্রয়োজন ভারত দলে নতুন মুখ? ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর চাওয়া, এবার তরুণদের দিকে তাকানোর সময় এসেছে। তিনি মনে করেন, ২০২৪ সালে পরবর্তী টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের উচিত কিছু নতুন মুখ খুঁজে বের করা।

এবারের আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন শাস্ত্রী। আইপিএলে এবার যশস্বী জয়সোয়াল, জিতেশ শর্মা, তিলক ভার্মাদের মতো ক্রিকেটাররা দারুণ করেছেন। শাস্ত্রী মনে করেন, ভারতীয় ক্রিকেট দলের আগামীর দল গড়ে তোলার সময় এখনই। তরুণদের সুযোগ করে দিতেই কোহলি আর রোহিতকে টি–টোয়েন্টি থেকে সরে দাঁড়ানো উচিত। তবে নিজে থেকে যদি তাঁরা সরে না যান, সে ক্ষেত্রে কী হবে এমন পরিস্থিতিও ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক এই প্রধান কোচ।

আরও পড়ুন
কোহলি–রোহিতরা এখন যে জায়গায়, সেখানে এক সময় টেন্ডুলকার–দ্রাবিড়–সৌরভরাও ছিলেন
এএফপি

ইএসপিএন–ক্রিকইনফোর এক ভিডিও শো-তে তিনি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘বিরাট কোহলি, রোহিত শর্মারা এখন যেখানে, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী কিংবা ভিভিএস লক্ষ্মণরাও সেখানে ছিল। এ ক্ষেত্রে একটা ছাঁচ তো আছেই। (যদি কোহলি–রোহিতরা নিজেদের উপযুক্ত মনে করেন) তাহলে পুরো বিষয়টিই তাদের ফর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। আর এক বছর লম্বা সময়। তখন ওই সময়ের সেরা ক্রিকেটারদের নিতে হবে। অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন পড়বে, খেলোয়াড়দের ফিটনেসও ধর্তব্যে নিতে হবে।’

আরও পড়ুন
কোহলি–রোহিতদের এখনই টি–টোয়েন্টি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আসার কথা বলেছেন রবি শাস্ত্রী
ছবি: এএফপি

কোহলি–রোহিতদের ক্যারিয়ারের জন্যই এখন এমন সিদ্ধান্তে আসা উচিৎ বলেও মনে করেন শাস্ত্রী, ‘কোহলি–রোহিতদের মতো ক্রিকেটাররা প্রমাণিত। তারা কেমন ক্রিকেটার, আপনারা সবাই জানেন। আমি এ মুহূর্তে তরুণ খেলোয়াড়দের দলে নেওয়ার পথে হাঁটতে চাই, যাতে তারা নিজেদের প্রমাণের সুযোগ পায়। অন্যদিকে এর ফলে কোহলি ও রোহিতদের টেস্ট ও ওয়ানডের জন্য ঝরঝরে অবস্থায় পাওয়া যাবে।’

আরও পড়ুন
সময়ের সেরা ক্রিকেটারদের নিয়ে টি–টোয়েন্টি দল গঠনের পক্ষে রবি শাস্ত্রী
ফাইল ছবি

আইপিএলে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ শাস্ত্রী। তিনি মনে করেন এই খেলোয়াড়দের এখনই সুযোগ দিতে হবে, ‘তরুণেরা ভারতীয় দলের দুয়ারে দাঁড়িয়ে আছে, ঢুকে পড়া এখন সময়ের অপেক্ষা। তারা এখন যে ধরনের আত্মবিশ্বাস ও কর্তৃত্ব নিয়ে খেলছে, আমি তো মনে করি, ভারতের ঠিক পরের টি–টোয়েন্টি সিরিজেই তাদের দলে নেওয়া উচিত।’