টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ

টস করছেন দুই দলের অধিনায়কছবি: শামসুল হক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকেরা।

আরও পড়ুন

দ্বিতীয় টেস্টে একাদশ পাল্টায়নি বাংলাদেশের। অফ স্পিনার নাঈম হাসান চোট পেলেও ব্যাপারটা গুরুতর কিছু না হওয়ায় তাঁকে একাদশে রাখা হয়েছে। শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট স্পিনবান্ধব হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এ বছর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে মোট ২১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা।

আবহাওয়া মেঘলা হওয়ায় টসটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। নিউজিল্যান্ডের একাদশে পরিবর্তন আছে। সিলেট টেস্টে খেলা লেগ স্পিনার ইশ সোধির জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আরও পড়ুন