বিশাখাপট্টনম টেস্ট: বুমরার আগুনে ১৭১ রানে এগিয়ে ভারত

দুর্দান্ত বোলিংয়ে ভারতকে টেস্টে চালকের আসনে বসিয়েছেন যশপ্রীত বুমরারয়টার্স

বিশাখাপট্টনম টেস্টে আজ উইকেট পড়েছে মোট ১৪টি। এর মধ্যে ৪টি ভারতের প্রথম ইনিংসে, বাকি ১০ উইকেট ইংল্যান্ডের প্রথম ইনিংসে। ৬ উইকেটে ৩৩৬ রান নিয়ে দিন শুরু করা ভারত আজ ৩৯৬ রানে অলআউট।

এরপর ব্যাটিংয়ে নেমে যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ২৫৩ রানে অলআউট করে ভারত। ১৪৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ১৭১ রানে এগিয়ে থেকে দিন দ্বিতীয় দিনটা শেষ করেছে রোহিত শর্মার দল।

আরও পড়ুন

সকালের সেশনে যশস্বী জয়সোয়ালের দ্বিশতক দেখার অপেক্ষায় ছিলেন ভারতের সমর্থকেরা। ১৭৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা জয়সোয়াল শুরু থেকেই একটু আগ্রাসী ছিলেন। মাত্র ২০ বলেই দ্বিশতকের জন্য বাকি ২১ রান তুলে নেন। শোয়েব বশিরকে চার মেরে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নেওয়ার পথে একটি তালিকায়ও নাম লেখান জয়সোয়াল। সুনীল গাভাস্কার (২১ বছর ২৭৭ দিন) ও বিনোদ কাম্বলির (২১ বছর ৩২ দিন) পর ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দ্বিশতক তুলে নেন জয়সোয়াল।

তবে দ্বিশতকের পর জয়সোয়াল বেশিক্ষণ টিকতে পারেননি। জেমস অ্যান্ডারসনকে ড্রাইভ করতে গিয়ে ২০৯ রানে ক্যাচ দিয়ে আউট হন এই বাঁহাতি। ২৯০ বলে ইনিংসটি খেলে (১০৭তম ওভার) জয়সোয়াল আউট হওয়ার পর মাত্র ৫ ওভার টিকেছে ভারতের প্রথম ইনিংস। ৩২ রান তুলতে শেষ ৪ উইকেট হারায় ভারত। এই টেস্টে অভিষিক্ত শোয়েব বশিরের পাশাপাশি রেহান আহমেদ এবং অ্যান্ডারসনও ৩টি করে উইকেট নেন।

বুমরার বলে ছত্রখান ওলি পোপের স্টাম্প
রয়টার্স

দ্বিতীয় দিনে পরের গল্পের শিরোনাম—যশপ্রীত বুমরা। পরের দুই সেশনে স্রেফ আগুনঝরা বোলিং করেছেন। ওলি পোপের কাছে তাঁর ইয়র্কারের জবাব ছিল না! বেন স্টোকসও তাঁর বলে বোল্ড হওয়ার পর ব্যাট ক্রিজে ফেলে দিয়ে দুই হাত তুলে অসহায়ত্ব প্রকাশ করেন। যেন বোঝালেন, তাঁর কিছুই করার ছিল না!

স্পিন ধরার পাশাপাশি পেসাররাও আজ সিম মুভমেন্ট পেয়েছেন, আর সেখানে বুমরার গতি ও কাটারের সঙ্গে নিখুঁত লেংথের বল খেলার মতো জবাব ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে সত্যিই ছিল না। স্টোকস এমন কাটার এবং খানিকটা নিচু হয়ে আসা বলেই বোল্ড হন। এই দুটো উইকেট বুমরার আজকের দিনের পারফরম্যান্সের হাইলাইটস, তবে দ্বিতীয় দিনে তাঁর পুরো পারফরম্যান্সটা আরও ভয়ংকর। দিনের বোলিং বিশ্লেষণ দেখুন—১৫.৫-৫-৪৫-৬!

আরও পড়ুন

অথচ আজ বিনা উইকেটে ৩২ রান তুলে স্বস্তি নিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। চা বিরতির আগে সফরকারীদের স্কোরলাইন দাঁড়ায় ৪ উইকেটে ১৫৫। টপ অর্ডারের চারজনই আউট হন। ৭৬ রান করা ক্রলিকে অক্ষর প্যাটেল তুলে নেন। তবে পোপ ও জো রুটকে তুলে নিয়ে ইংল্যান্ড চাপটা বাড়িয়েছেন বুমরাই। দ্বিতীয় সেশনে ৪ উইকেট হারিয়েছে ১২৩ রান তুলতে পেরেছে ইংল্যান্ড।

সকালের সেশনে দ্বিশতক তুলে নেন জয়সোয়াল
এএফপি

শেষ সেশনে ইংল্যান্ড নিজেদের শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৯৮ রানে। আর এর মধ্যে ৪টি উইকেটই বুমরার। ইংল্যান্ডের মিডল অর্ডারে দুই ‘মাথাব্যথা’ জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকসকে তুলে নেন বুমরা। তার আগে ফলো অনের শঙ্কায়ও পড়েছিল ইংল্যান্ড। ষষ্ঠ উইকেট হিসেবে বেন ফোকস যখন (৩৮.১ ওভার) আউট হলেন ফলো অন এড়াতে আরও ২৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। স্টোকস বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে অষ্টম উইকেটে টম হার্টলিকে নিয়ে ৪৭ রানের জুটিতে সেই শঙ্কা কাটালেও প্রথম ইনিংসে লিড নেওয়ার আশা ইংল্যান্ড অধিনায়ক আউট হওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি শেষ হয়ে যায়।

স্টোকসকে ফিরিয়েই টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন বুমরা। ৩৪তম ম্যাচ খেলা বুমরাই এই মাইলফলকে ভারতের দ্রুততম পেসার।

আরও পড়ুন

স্টোকসকে ফিরিয়েই টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন বুমরা। ৩৪তম ম্যাচ খেলা বুমরাই এই মাইলফলকে ভারতের দ্রুততম পেসার। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দশমবার ইনিংসে ন্যূনতম ৫ উইকেট পেলেন তিনি। বিশাখাপট্টনম টেস্টসহ ৩৪ টেস্টে এ নিয়ে ১৫২ উইকেট পেলেন বুমরা। টেস্টে তাঁর বোলিং গড় ২০.২৮। টেস্ট ইতিহাসে তাঁর চেয়ে ভালো বোলিং গড় এবং বেশি উইকেট আছে শুধু একজনেরই—ইংল্যান্ডের কিংবদন্তি বোলার সিডনি বার্নস। ২৭ টেস্টে ১৬.৪৩ বোলিং গড়ের পাশাপাশি কিংবদন্তির উইকেটসংখ্যা ১৮৯।

ভারতের প্রথম ইনিংসে একটি নজির দেখা গেছে। একই উইকেটে জয়সোয়াল করলেন দ্বিশতক করলেও অন্য কোনো ব্যাটসম্যান ৩৪ রানের বেশি করতে পারেননি। টেস্ট ক্রিকেটে এর আগে এমন ঘটনা ঘটেছে একবার। ২০০৫ সালে অ্যাডিলেডে ব্রায়ান লারা ২২৬ রানের ইনিংস খেলেন, ওয়েস্ট ইন্ডিজের সেই ইনিংসে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ডোয়াইন ব্রাভোর ৩৪।

আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ১৫ রানে অপরাজিত জয়সোয়াল। ১৩ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন রোহিত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১১২ ওভারে ৩৯৬ (জয়সোয়াল ২০৯*, অশ্বিন ২০ ; অ্যান্ডারসন ৩/৪৭, রুট ০/৭১, হার্টলি ১/৭৪, বশির ৩/১৩৮, রেহান ৩/৬৫) ও ৫ ওভারে ২৮ (জয়সোয়াল ১৫, রোহিত ১৩ ; অ্যান্ডারসন ০/৬, বশির ০/১৭, রেহান ০/৫)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৫.৫ ওভারে ২৫৩ (ক্রলি ৭৬, স্টোকস ৪৭, বেয়ারস্টো ২৫, পোপ ২৩, ডাকেট ২১, হার্টলি ২১ ; বুমরা ৬/৪৫, কুলদীপ ৩/৭১, অক্ষর ১/২৪, অশ্বিন ০/৬১, মুকেশ ০/৪৪)

—দ্বিতীয় দিন শেষে।

আরও পড়ুন