অভিষেকে ১৭ রানে ৪ উইকেট নেওয়ার পরের ম্যাচেই বিশ্রামে বার্টলেট

ভক্তের সঙ্গে সেলফি তুলছেন বার্টলেটএএফপি

জাভিয়ের বার্টলেটকে নিয়ে একটু বাড়তি সতর্কই থাকছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গতকাল মেলবোর্নে অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছেন ১৭ রানে ৪ উইকেট। আজ এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ওয়ানডে থেকে তাঁকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে সিএ। ক্যানবেরায় তৃতীয় ওয়ানডেতে আবার ফিরবেন দলে।

অস্ট্রেলিয়া দলে পরিবর্তন এসেছে আরও। তৃতীয় ওয়ানডের জন্য পেসার স্পেনসার জনসনকেও বিকল্প হিসেবে রাখা হয়েছে এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল সিডনিতে দ্বিতীয় ওয়ানডের জন্য দলে ডাকা হয়েছে জশ হ্যাজলউডকে।

আরও পড়ুন

পেসার বার্টলেটের চোট আছে। পিঠের চোটে কিছুদিন মাঠের বাইরেও ছিলেন তিনি। গতকাল ম্যাচসেরার পুরস্কার জেতার পর চোটের প্রসঙ্গ তুলেছিলেন বার্টলেট, ‘চোটের কারণে বছরের শুরুর দিকে মাঠের বাইরে ছিলাম। ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাইনি, যেটি হতাশার ছিল।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একটুর জন্য অভিষেকে অস্ট্রেলিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়তে পারেননি বার্টলেট।

অভিষেকেই ৪ উইকেট নিয়েছেন বার্টলেট
এএফপি

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে সেরা বোলিং (৫/২১) টনি ডডমেইডের। রেকর্ড গড়া না হলেও অভিষিক্ত বার্টলেটের এই বোলিংই অস্ট্রেলিয়াকে ম্যাচ জয়ের পথ করে দিয়েছে। মেলবোর্নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

আরও পড়ুন

অন্যদিকে ব্যস্ত গ্রীষ্ম কাটানোর পর হেডের বোধ হয় খানিকটা বিশ্রাম প্রয়োজনই ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১১৯ রান করে ম্যাচসেরা হওয়া হেড ব্রিসবেন টেস্টে দুই ইনিংসেই করেছিলেন শূন্য রান। দুই ইনিংসেই আউট হয়েছিলেন প্রথম বলে, পেয়েছিলেন ‘কিং পেয়ার’। এরপর ওয়ানডেতে সিরিজে প্রথম ম্যাচে করেছেন মাত্র ৪ রান। গত বছর বিশ্বকাপের পর থেকেই টানা খেলার মধ্যে আছেন হেড।

ব্যস্ত গ্রীষ্ম কাটানোর পর হেডের বোধ হয় খানিকটা বিশ্রাম প্রয়োজনই ছিল
এএফপি

হ্যাজলউড আগে থেকেই টি-টোয়েন্টি দলে ছিলেন। এবার ওয়ানডেতেও ফিরলেন। হেডের বিকল্প হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। এর মানে সিডনিতে আগামীকাল হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুকের অভিষেকের সম্ভাবনা আছে।

আরও পড়ুন