‘পাওয়ারপ্লেতে ৩ উইকেটের বেশি হারালে ম্যাচ জিতবেন কীভাবে’

ব্যাটিং নিয়ে হতাশা হাথুরুসিংহেরছবি: এএফপি

ইংল্যান্ডের ৩৬৪ রানের পাহাড় ছোঁয়ার লক্ষ্য বাংলাদেশ দলের জন্য খুবই কঠিন ছিল, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা অসম্ভব তো আর ছিল না। হাল আমলের ক্রিকেটে এমন লক্ষ্য তাড়া করার ঘটনা খুব বিরল কিছুও নয়। রান তাড়া না হোক, লড়াইটা তো করা যেত। এই তো সেদিন দিল্লিতে দক্ষিণ আফ্রিকার ৪২৮ রানও তাড়া করার চেষ্টা করল শ্রীলঙ্কা। ৩২৬ রানে থামলেও লড়াইয়ের প্রশংসাটা তারা ঠিকই পাচ্ছে। কিন্তু বাংলাদেশ আজ ধর্মশালায় ন্যূনতম লড়াইটাও করতে পারল না। ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ২২৭ রানেই।

আরও পড়ুন
ফিফটি পেয়েছেন মুশফিকও
ছবি: এএফপি

কোচ চন্ডিকা হাথুরুসিংহে বেশ হতাশ টপ অর্ডার নিয়ে। পাওয়ারপ্লেতে দ্রুত ৩ উইকেটের বেশি হারিয়ে বসাটা একেবারেই ভালো লাগছে না বাংলাদেশ কোচের, ‘শুরুটা যদি ভালো না হয়, পাওয়ারপ্লেতেই যদি ৩ উইকেটের বেশি হারিয়ে বসেন, তাহলে ম্যাচ জিতবেন কীভাবে! অবশ্যই এটা দুশ্চিন্তার বিষয়। যেহেতু আমরা সাতজন ব্যাটসম্যান খেলিয়েছি, সেহেতু চাইব টপ অর্ডার থেকে যেন রান আসে।’

আরও পড়ুন
লিটনের ফর্মে ফেরায় খুশি হাথুরু
রয়টার্স

লিটন দাসই আজ খেলেছেন ৬৬ বলে ৭৬ রানের ইনিংস। টপ অর্ডারে পাল্টা লড়াইটা করেছেন শুধু তিনিই। তাঁর ব্যাটেই শুধু ছিল ইংলিশ বোলারদের চোখে চোখ রেখে লড়াই করার প্রত্যয়। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভালো শুরুর পরও ১৩ রানের বেশি করতে পারেননি। আজ ফিফটি করেছেন মুশফিকুর রহিমও। তিনি করেছেন ৬৪ বলে ৫১। লিটন আর মুশফিক দুজনের রানে ফেরাটাই বাংলাদেশের জন্য ইতিবাচক। হাথুরুও সেটিই মনে করেন, ‘লিটনের ফর্মে ফেরাটা অবশ্য আমাদের জন্য ভালো খবর। এটা লিটনের জন্যও ভালো খবর। আমাদের শুরুতে রান দরকার। এভাবে উইকেট হারানোটা মোটেও ভালো কিছু নয়। মুশফিকের রানে ফেরাটাও আমাদের জন্য ভালো খবর।’

আরও পড়ুন
৩৬৪ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারানো নিয়ে হতাশ হাথুরু
ছবি: এএফপি

তরুণ তানজিদ হাসান আজও রান পাননি। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হয়েছিলেন বাজে রানআউটের শিকার। অথচ প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। তানজিদের বিশ্বকাপে রান না পাওয়াটা নিয়েও কিছুটা চিন্তিত বাংলাদেশের লঙ্কান কোচ। তবে তিনি আশাবাদও জানিয়েছেন। তুলনায় এনেছেন ডেভিড ম্যালানকেও। ইংলিশ ব্যাটসম্যানও আজকের ম্যাচে সেঞ্চুরি করার আগে ফর্মে ছিলেন না, ‘রান না করলে দুশ্চিন্তা তো হবেই। তানজিদ প্রস্তুতি ম্যাচ দুটিতে রান করেছে। সে ফর্মে আছে। আন্তর্জাতিক ক্রিকেটে সে নতুন। দুই ইনিংস দেখে তাকে বিচার করা ঠিক না। তাহলে ম্যালানের এই ম্যাচটা খেলার কথা নয়। সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে।’