বাংলাদেশ নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি বাসিতের, সরে যেতে বললেন যাঁকে

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীবাসিতের ইনস্টাগ্রাম হ্যান্ডল

তোপধ্বনি কি টের পাচ্ছেন আকিব জাভেদ?

পাকিস্তানে কোচিংয়ের তেতো অভিজ্ঞতা নিয়ে কয়েক দিন আগেই আকিব জাভেদকে দুষেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পি। এবার পাকিস্তানের ভেতর থেকেই তোপ দাগা হলো আকিবকে তাক করে। দেশটির সাবেক ব্যাটসম্যান বাসিত আলী হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আকিব যদি আর চার মাস পাকিস্তানের কোচ পদে থাকেন, পাকিস্তান বাংলাদেশের বিপক্ষেও হারবে।

আরও পড়ুন

আগামী চার মাসের মধ্যে দুবার বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি হবে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের। এরপর জুলাইয়ে ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) বাইরে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। সিরিজটি হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি।

পাকিস্তানের কোচ আকিব জাভেদ
পিসিবি

গত বছর ডিসেম্বরে গিলেস্পির পদত্যাগের পর তিন সংস্করণেই পাকিস্তানের অন্তর্বর্তীকালিন কোচের দায়িত্ব পালন করছেন আকিব। তাঁর অধীনে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে স্বাগতিক পাকিস্তান। এরপর নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে পাকিস্তান। তারুণ্যে পুষ্ট নিউজিল্যান্ড দলের কাছে টি–টোয়েন্টি সিরিজ ৪–১ ব্যবধানে হারে আকিবের পাকিস্তান। এই সিরিজে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের মতো অভিজ্ঞদের বাদ দিয়ে সমালোচিত হয় পাকিস্তানের নির্বাচক কমিটি। বাবর, রিজওয়ানদের ফিরিয়ে ওয়ানডে সিরিজে হয় ধবলধোলাই।

আরও পড়ুন

পাকিস্তানের নির্বাচক কমিটিতে আকিবের পাশাপাশি আছেন সাবেক আম্পায়ার আলিম দার, সাবেক ক্রিকেটার আসাদ শফিক, আজহার আলী ও হাসান চিমা। বাসিত নিজের ইউটিউব চ্যানেলে নির্বাচক কমিটির পদত্যাগ চাওয়ার পাশাপাশি কোচের পদ থেকে সরে যেতে বলেছেন আকিবকেও, ‘নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত। কীভাবে দল বানাতে হয়, সেটা তারা জানে না। চ্যাম্পিয়নস ট্রফি থেকে এ পর্যন্ত পুরোটাই ফ্লপ শো। এমনকি টমেটো বিক্রেতা পর্যন্ত জিজ্ঞেস করেছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দলে স্পিনার নেওয়া হলো না কেন।’

নিউজিল্যান্ড সফরে মোটেও ভালো করতে পারেনি পাকিস্তান
এএফপি

বাসিত এরপর আকিবকে নিয়ে সরাসরি বলেন, ‘আকিবের সরে দাঁড়ানো উচিত। তুমি চার মাস থাকলে বাংলাদেশের বিপক্ষেও হারবে।’

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে একটি পরামর্শও দিয়েছেন পাকিস্তানের হয়ে ১০ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিত। ৫৪ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যান মনে করেন, বাবর–রিজওয়ানদের মতো তারকা খেলোয়াড়দের পাওয়ার–হিটিং শেখাতে টি১০ টুর্নামেন্ট আয়োজন করা উচিত পিসিবির, ‘পিসিবি চেয়ারম্যানের টি১০ টুর্নামেন্ট আয়োজন করা উচিত। বাবর, রিজওয়ান, ইমাম–উল–হক, সালমান আগা, তৈয়ব তাহির ও আবদুল্লাহ শফিকের পাওয়ার হিটিং শেখা প্রয়োজন।’

সর্বশেষ গত বছর আগস্টে পাকিস্তান সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে জিতে এসেছে বাংলাদেশ।