ময়নাতদন্ত চলছে!
কেন বিশ্বকাপে পাকিস্তানের এমন ভরাডুবি—এ নিয়ে দেশটিতে বিচার–বিশ্লেষণ চলছে। এটা যে আরও অনেক দিন চলবে, সেটা নিশ্চিত করেই বলে দেওয়া যায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কেউ এমন ভরাডুবির দায় দিচ্ছেন অধিনায়ক বাবর আজমকে, কেউ আবার বলছেন দোষটা আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কারও কারও চোখে দায় পুরোটাই কোচদের।
এসব বিচার–বিশ্লেষণের মধ্যেই পাকিস্তানের সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থারসহ সব বিদেশি কোচকেই পিসিবি বরখাস্ত করার কথা ভাবছে। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষেই অবশ্য চাকরি ছেড়ে দিয়েছেন পাকিস্তানের পেস বোলিং কোচ মরনে মরকেল।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলের জায়গায় নতুন বোলিং কোচ কে হবেন—এ নিয়ে আলোচনা চলছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে শাহিন আফ্রিদি–হারিস রউফদের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন উমর গুল। কিন্তু পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার বলছেন, তাঁর সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেনি পিসিবি।
এর মধ্যেই সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি সভাপতি জাকা আশরাফ বোর্ডের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। পাকিস্তানের কয়েকজন শীর্ষ সাবেক ক্রিকেটারও জাকা আশরাফের সঙ্গে শিগগিরই দেখা করবেন বলেও খবর দিয়েছে সামা টিভি। সেসব ক্রিকেটারের মধ্যে একজন ইউনিস খান।
ভারতের মাটিতে পাকিস্তান দল পা রেখেছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। কিন্তু প্রথম পর্ব থেকেই ছিটকে পড়েছে তারা। টানা দুই ম্যাচ জিতে প্রথম পর্ব শুরু করলেও পরের চারটি ম্যাচ হেরে খাদের কিনারায় চলে যায় পাকিস্তান। এরপর আবার টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন বাবর আজমরা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড সহজ জয় পেলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার হিসাব কঠিন হয়ে যায়। পরে অবশ্য নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান।