আবাহনীর ২৪, না মোহামেডানের ১০

প্রথম পর্বে আবাহনীকে হারিয়েছিল মোহামেডানশামসুল হক

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ‘ফাইনাল’ আজ। ফাইনাল শব্দটাকে উদ্ধৃতিচিহ্নে না আটকালেও চলত। তবে যেহেতু লিগ পদ্ধতির টুর্নামেন্ট, ফাইনাল বলে কিছু নেই, তাই ব্যাকরণগতভাবে শুদ্ধ থাকতেই উদ্ধৃতিচিহ্নের প্রয়োগ।

যা–ই হোক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মৌসুমের শেষ দিনে মাঠে গড়াতে যাওয়া আবাহনী-মোহামেডান ম্যাচটি তো আসলে ‘ফাইনাল’ই। এই ম্যাচের ফলই নির্ধারণ করে দেবে ২০২৪-২৫ মৌসুমে দেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হবে—আবাহনী, না মোহামেডান।

শেষ ম্যাচের আগে খেলা ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ঢাকার শীর্ষ ক্রিকেটের সবচেয়ে সফল দল আবাহনীই সবার ওপরে। সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৪। ২৩ বারের চ্যাম্পিয়ন আবাহনী আজ জিতে গেলে বটেই, কোনো কারণে ম্যাচে জয়–পরাজয় নিষ্পত্তি না হলেও হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে যাবে। অন্যদিকে ১৫ বছর পর আবার লিগ চ্যাম্পিয়ন হতে মোহামেডানকে জিততেই হবে। সে ক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ের হিসাবে এগিয়ে থাকায় দশমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহামেডান। লিগের প্রথম পর্বে দুই দলের ম্যাচে জিতেছিল মোহামেডানই।

মোহামেডান আজ পাচ্ছে না অধিনায়ক তাওহিদ হৃদয়কে
প্রথম আলো

এমন ম্যাচে মোহামেডানকে খেলতে হচ্ছে অধিনায়ক তাওহিদ হৃদয়কে ছাড়াই। কিছুদিন ধরেই দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত-সমালোচিত ক্রিকেটার আচরণবিধি ভেঙে নিষিদ্ধ হওয়ায় খেলতে পারবেন না ‘ফাইনাল’। লিগের প্রথম পর্বে মূল অধিনায়ক তামিম ইকবাল হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর দলটির অধিনায়কত্ব পেয়েছিলেন হৃদয়। নিষিদ্ধ হওয়ায় অবশ্য সুপার লিগের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষেও খেলতে পারেননি হৃদয়। সেই ম্যাচে মোহামেডান খেলেছিল রনি তালুকদারের নেতৃত্বে। সেই ম্যাচে হেরেই আবাহনীর চেয়ে পিছিয়ে পড়ে দলটি।

আরও পড়ুন

হৃদয় না থাকলেও আজ মোহামেডান পাচ্ছে মাহমুদউল্লাহ, রনি তালুকদার, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় অবশ্য একটু পিছিয়ে আবাহনী। পারভেজ হোসেন, মোহাম্মদ মিঠুন, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও রাকিবুল হাসানরা যে নামের ভারে মাহমুদউল্লাহদের চেয়ে পিছিয়ে, সেটি না বললেও চলে।

এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান আবাহনীর পারভেজ হোসেনের
ফেসবুক/আবাহনী

তবে এবারের লিগে পারফরম্যান্সে আবার এগিয়ে আবাহনীর খেলোয়াড়েরাই। ৭৭০ রান করে পারভেজ লিগের সফলতম ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষ পাঁচে নেই মোহামেডানের কেউ। বোলিংয়ে ৩০ ও ২৮ উইকেট নিয়ে এক আর দুইয়ে আবাহনীর রাকিবুল ও মোসাদ্দেক। ২৩ উইকেট নিয়ে এরপরই মোহামেডানের তাইজুল ইসলাম ও সাইফউদ্দিন। টেস্ট দলে থাকায় তাইজুল নেই এই ম্যাচে।

তবে ম্যাচটা যখন আবাহনী-মোহামেডান, আবার যে ম্যাচের পাশে বসে গেছে ‘ফাইনাল’ তকমা, সেই ম্যাচে আগের সব তথ্য-পরিসংখ্যান কি আর কাজে আসবে!

আরও পড়ুন